নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রহেলিকা

আমি একজন প্রবাসী। আর এই প্রবাস জীবনে অনেক কষ্টই যেন আমাকে ব্লগ লিখতে অনুপ্রানিত করলো। কাগজে লিখলে হয়টি নষ্ট হয়ে যেতে পারে তাই এখানেই লিখলাম আমার কিছু কথা যেগুলো শুধুই আমার জন্য যদিও আমি আমার নিজেকে ভালোবাসিনা।

আমিন পরবাসী

Don't wait for perfect time, take the time and make it perfect.

আমিন পরবাসী › বিস্তারিত পোস্টঃ

আঘাত

২৮ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৪

আমি তোমাকে কখনো আঘাত করতে চাই না

সেটা বড়ই নির্মম হবে,

সেই আঘাত তুমি সহ্য করতে পারতে না

জীবন্ত দেহ তোমার মৃত হয়ে রবে।



তোমার ভয়ের আজ কিছুই নেই

যখন আঘাতের বদলে পেলে মহত্ব, পেলে ক্ষমা,

কলম গড়ে তুলেছিল আমার বিবেককে

আমার ক্লেশ আমার মাঝেই রাখলাম জমা।



যখনি আঘাত করেছ বিশ্বাসের

নিশ্চুপে হয়ে গেছে রক্তক্ষরণ,

ভাবতাম এটাই কি বিশ্বাসের মুল্য?

তুবও পাটকেল ছুড়িনি, সব করেছি বরণ।



তোমারি আঘাতে জন্মনিলো আমার মনে আজ

কবিতার লিখার মত নির্ভরশীল শিল্প ,

লিখে যাব সব চরণ জীবনের

কবিতার মাঝেই জানবে সবাই এই জীবনের গল্প।



কবিতা তোমার মত বিশ্বাস নিয়ে খেলে না,

এখানে হয় না বিশ্বাসের মরণ ,

একদিন হয়ত তুমার মাঝে স্মৃতি হব আমি

কিন্ত বাকি সবাই কবিতার মাঝেই, করবে আমায় স্মরণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.