নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রহেলিকা

আমি একজন প্রবাসী। আর এই প্রবাস জীবনে অনেক কষ্টই যেন আমাকে ব্লগ লিখতে অনুপ্রানিত করলো। কাগজে লিখলে হয়টি নষ্ট হয়ে যেতে পারে তাই এখানেই লিখলাম আমার কিছু কথা যেগুলো শুধুই আমার জন্য যদিও আমি আমার নিজেকে ভালোবাসিনা।

আমিন পরবাসী

Don't wait for perfect time, take the time and make it perfect.

আমিন পরবাসী › বিস্তারিত পোস্টঃ

ছাপ

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

আমার যত দূর্বলতাছিল রাতের আধারে,

কালো আধারে বাধা পেত আমার স্বপন।

অপলক তাকিয়ে থাকতাম একটু আলোর খোজে,

হঠাৎ পাখী ডাকে, ভোর হয়,

শেষ হত আমার নির্ঘুম রাত্রি যাপন।



আমি খুব বেশি ভর করে ফেলেছিলাম তিতাসের উপর,

আধারের মাঝে তিতাসের স্রোতের কল কল ধ্বনি

এনেদিত স্বপ্ন হাজার।

শুকিয়ে যাওয়া তার বুক থেকে এখন আর কোনো সুর আসে না।

তবুও থেকে যায় আমার বিশ্বাস।সেই বিশ্বাসী দিলো শক্তি

নতন স্বপ্ন বোনার।



তখন আমার বুকটা ছিল নরম কাদামাটির মত,

সেই নরম বুকে আমার বসিয়েছিল

বিশ্বাসের আঙুলের ছাপ।

মাটি শুকিয়ে গেলেও ছাপ রূপনিলো চিরস্থায়ী রূপে,

তাকিয়ে থাকি আজও সেই ছাপের দিকে

যেটাই ছিল জীবনের বড় পাপ।



শক্ত হয়ে যাওয়া আমার এই মাটির বুকে

এখন আর কোনো ছাপ পরে না,

আর কারো বিশ্বাসের ছাপ নিতে আমিও রাজি না।

অন্ধকারেই কাটিতে দেই সারাটি নিশি, নির্ঘুম স্বপ্নবিহীন,

তবু আর কারো বিশ্বাস নামক ছাপের ধার ধারি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.