নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রহেলিকা

আমি একজন প্রবাসী। আর এই প্রবাস জীবনে অনেক কষ্টই যেন আমাকে ব্লগ লিখতে অনুপ্রানিত করলো। কাগজে লিখলে হয়টি নষ্ট হয়ে যেতে পারে তাই এখানেই লিখলাম আমার কিছু কথা যেগুলো শুধুই আমার জন্য যদিও আমি আমার নিজেকে ভালোবাসিনা।

আমিন পরবাসী

Don't wait for perfect time, take the time and make it perfect.

আমিন পরবাসী › বিস্তারিত পোস্টঃ

সান্তনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

কতটা অসহায় হয়ে আজ ডাকি চারপাশে

কেউ কি আছ এই ধরনীর বুকে ?

স্বগৃহটিও আমাকে প্রত্যাখান করলো ,

নিরুপায় আমি আজ কোথায় যাব ?কি খাব ?



আজ কোনো সান্তনায় আসায় চিত্কার করছি না,

ভিক্ষার থালা হাতে নিয়ে কেউ সান্তনা চায় না।

সামনে এগিয়ে যাও তোমার পিপাসা দূর হবে ,

তৃষ্ণার্ত আমি পেয়েছি এমন হাজার লোকের সান্তনা।



শত কোটি মানুষের আবাসস্থল এই পৃথিবী ,

লক্ষ্য মানুষের পদচারণে দৌড়াতে চাইলেও পারিনা।

পগলা কুকুরের মত দৌড়াতে চাই আমি ভিড়ের মাঝে ,

পাই না আমি পাই না , আমি কারো না।



পৃথিবীর কাউকে ঘৃনা করার স্পর্ধা আমার না ,

সবাইতো কারো না কারো অপেক্ষায়।

আমি আজ বরই নিঃস্ব , নিঃস্বতাই আমার অযোগ্যতা ,

তাই থাকব না আর এই অযোগ্যতা নিয়ে তোমাদের সমাজে।



টিকেট কেটে এসেছি নদীর ওই পাড়ে যাওয়ার।

এখন শুধু অপেক্ষা সেই খেয়ার মাঝির ,

খানিকের যে আমাকে পার করে দিবে ওপারে ,

ওপারে সবই পাব, শুধু পাব না তোমাদের মিথ্যে সান্তনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.