নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
"পালাবো না, পালিয়ে কোথায় যাবো? দরকার হলে মির্জা ফখরুলের বাসায় আশ্রয় নেবো। কি ফখরুল সাহেব, আশ্রয় দেবেন না?" ওবায়েদুল কাদের একটি জনসভায় এই কথাগুলো বলেছিলেন। ৫ই আগষ্টের পরে উনি মির্জা ফখরুলের বাসায় আশ্রয় নিয়েছেন কিনা জানা যায়নি। মির্জা ফখরুলের বাসা কেউ তল্লাসী করেনি। তবে ওবায়েদুল কাদেরের আত্মা টা মনে হয় মির্জা ফখরুলের মধ্যে ঢুকে গেছে। আমারা এখন মির্জা ফখরুলের রূপে যাকে দেখি তার শরীরটা মির্জা ফখরুলের হলেও আত্মা মনে হচ্ছে ওবায়েদুল কাদেরের। এজন্যইতো উনি চুপপুর অপসারন চান না। আওয়ামী লীগের নিষিদ্ধকরন চান না বরং আওয়ামী লীগকে নির্বাচনে চান। মনে হচ্ছে মির্জা ফখরুলের মুখে কথা বলছেন ওবায়েদুল কাদের !!!
২| ১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
কামাল১৮ বলেছেন: গনতান্ত্রিক ব্যবস্থায় সকল দলের নির্বাচনে অংশ নেয়ার অধিকার আছে।এক কতৃত্ববাদী সরকাকার বিদায় নিয়ে আরেক কতৃত্ববাদী সরকার আসলে জনগনের লাভ কি হলো?
৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
মেঠোপথ২৩ বলেছেন: কথা ঠিক।
৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সব রাজনীতিবিদ সুযোগ পেলে ওবায়দুল কাদের।
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মির্জা সাহেব এক জন ভদ্র নেতা।
তার মতো বিনয়ী মানুষ কম আছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
সৈয়দ কুতুব বলেছেন: সেনাবাহিনী চুপ্পুর অপসারণ চায় না; সব দোষ এখন বিএনপির।