![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ঘটনা ঘটে আমার ও আমার ২ বন্ধুর সাথে অল্প কিছুদিন আগে। এক পূর্ণিমা রাতে আমরা তিন বন্ধু হাটছিলাম গ্রামের মেঠো পথ ধরে।আমরা হাটতে হাটতে মোবাইলে ফেসবুক চালাচ্ছিলাম আর নিজেদের মধ্যে কথা বলছিলাম।হাটতে হাটতে আমরা চলে এলাম গ্রামের প্রায় শেষ প্রান্তের এক নির্জন জায়গায়। ঐ জায়গার নামে নানা ধরনের গুজব প্রচলিত আছে।সেখানে নাকি একবার অনেক গরু একসাথে মারা যায়। তারপর থেকে নাকি ঐ জায়গায় রাতের বেলা বিশেষ করে পূর্ণিমা রাতে অনেক কিছু ঘটতে দেখা যায়।
যাই হোক আমরা এসব গুজবকে আমলে না নিয়ে ঐ জায়গায় আড্ডা দেওয়ার জন্যে বসে পড়লাম। খানিক বাদেই পাশের ঝোপ থেকে গরুর হাম্বা ডাক শুনতে পেলাম।কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে নিজেদের মধ্য চুটিয়ে আড্ডা দিচ্ছিলাম আর ফেসবুক চালাচ্ছিলাম। খানিক বাদেই হঠাৎ জায়গাটা অন্ধকার হয়ে আসল।আমাদেরকে যেন কিছু একটা ঘিরে ধরল। মোবাইলের মৃদু আলোতে দেখতে পেলাম কতকগুলো গরুর লাল চোখ আর শিং।কোথা থেকে এত গরু আসলো বুঝলাম না।এরপর আমাদের আর কিছু মনে নেই।
পরদিন সকালে নিজেদের একই জায়গায় আবিষ্কার করলাম। আমাদের কারো কিছু হয় নাই দেখে বেশ অবাক হলাম।দ্রুত মোবাইল হাতে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে প্রস্তুত হলাম ‘গরু-ভূতের কবলে’।কিন্তু দেখি আইডি লগ আডট করা।আমরা অজ্ঞান হবার পূর্বে কিন্তু লগ ইন করা ছিল !!!যাই হোক আবার লগ ইন করতে চাইলেও পারছিলাম না।বারবার পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে!!!আমার দুই বন্ধুরও একই অবস্থা !!!
যাই হোক মুখ ভার করে বাড়ি ফিরলাম।বুঝতে পারলাম গরু ভূতগুলো আমাদের প্রাণ হ্যাক না করে ফেসবুক আইডি হ্যাক করেছে।!!!এরপর আবার নতুন আইডি খুললাম।পরবর্তীতে এখন বিভিন্ন পেজে দেখতে পাই আমাদের হ্যাক হওয়া আইডি থেকে কমেন্ট করা হচ্ছে অ্যাড মি। add mee.........এখন আমার কাছে পরিষ্কার কারা বিভিন্ন পেজে কমেন্ট করে add me plz..!!!!!!!
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭
আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ।ভালো থাকবেন।অগ্রিম ঈদ মোবাক!!
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
বিল্লা বাবা বলেছেন: ভয় পাই নাই
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
আমি রেদওয়ান বলেছেন: আপনে তো দেখি অনেক সাহসী
৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
শেষ পর্যন্ত গরু নিয়ে হরর! সাথে ফেসবুক!
কি আর করা, ++
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
আমি রেদওয়ান বলেছেন: আমিও আপনার মত দাঁত বের করে সুন্দর করে হাসতে চাই।পিলিজ অ্যাড মি ..:
৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
কালীদাস বলেছেন: এক্স ফাইলের বাংলাদেশি গরু ভার্সন
মজা পাইলাম। শর্ট ফিল্ম বানায়া ইউটিউবে ছাইড়া দেন, ব্যাপক হইব।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩
আমি রেদওয়ান বলেছেন: ভালো আইডিয়া ।ধন্যবাদ
৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
Kawsar banggalii007 বলেছেন: গরু ভূত,, এড মি
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
আমি রেদওয়ান বলেছেন: অ্যড মি পিলিজ
৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২
মামুন রশিদ বলেছেন: হাহাহা, দারুণ দারুণ!
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২
আমি রেদওয়ান বলেছেন:
৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, কি থেকে কি!!
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
আমি রেদওয়ান বলেছেন:
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫
অপ্রচলিত বলেছেন: দারুণ হরর গপ্প। সেইরাম মজা পেলাম
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
আমি রেদওয়ান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
গরম কফি বলেছেন:
হা হা ..দারুন