![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা ০৫/০১/২০১৫ইং রোজ সমবার
অনেক দুঃখময় একটি দিন ছিলে
একটি চাওয়া, আর ব্যর্থ হওয়া,
মনের বিতর বেদনা জেগে ওঠা,
তাই নিজেকে নিজে বলছিলাম,
আর গানের মতো করে লিখছিলাম, এই দুই একটি কথার লাইন।
জানিনা কে কি ভাবে নিবে, আর আমি তা জানতে ও চাইনা
“শেষ বলে যাও মন, বলে যাও,
কিছু কথা বলে, দিয়ে যাও”।
আর তোমাকে চায়না মন চায়না,
কষ্টের নির্বতা দেখাতে,
যাও মন থেকে তুমি দুরে সরে যাও,
আমি আর চাইনা, পৃথিবীর নিষ্টুর এত কষ্ট, তোমাকে দেখাতে,
আমি হারিয়ে যাবো জানি বলে,
পারবোনা তোমাকে, ভালোবাসা আর দিতে,
তোমারি কষ্ট বাড়াতে,
জানিনা, তোমাকে পেয়ে কেন বেসেছি ভালো,
এই কি ভুল ছিল আমার,
হয়তো বিদাতা চায়নি এভাবে,
ভালোবেসে দুজন থাকি একি সাথে,
আমি পারবোনা তোমাকে কাঁদাতে,
তুমি যদি পার ক্ষমা করে দিয় আমাকে........
©somewhere in net ltd.