![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্বাস থেমে ছিলো,
বাসাত থেমে ছিলো,
থেমে ছিলো প্রকৃতির শোভা,
দেখিয়া মমত রূপসীর হাসির শোভা!
তোমার ঠোঁটে মাখানো গোলাপের আভা,
এ কোন তারার আলো দেখিনু নয়নে?
বাদামী রঙের কাজল চোখ দুটো,
ব্যস্ত ছিলো বৈকি প্রেম আপ্যায়নে!...
তুমি ভূমিষ্ঠ এই সোনালী দিনে
নির্মল ধরনীর বুকে
হাজারো স্বপ্ন নিয়ে চোখে
পার করেছো দীর্ঘ ঊনিশটি বছর
তোমার এই শুভ দিনে “শুভ জন্মদিন”।
আগামির প্রতিদিন
জীবন হোক আরো রঙিন
সুখ যেন না হয় বিলীন
দুঃখ যেন না...
এক পা দু’পা এগিয়ে আবার সেই তো ফিরে আসি
তুব কেন আমি শুধু তোমাকেই ভালোবাসি।
এসো প্রিয় ডুব দিই এক বুক জোছনায়
গল্পেরা নদী হোক মিলে যাক মোহনায়।
চলো বাঁধি ছেঁড়া তার ধুলো মাখা...
মরুভূমি গুলো অতৃপ্তিতে বরা।
মেগেরা লুকোচুরিতে সারা বেলা।
সাগরের ঢেউ কূলে নেই বাঁধা।
অ-দেখা বাতাস চারদিকে করে খেলা।
আধাঁর ছুটে চলে প্রহোরের দেখায়।
সময় থামেনা জীবনের কারখানায়।
সময়টা ০৫/০১/২০১৫ইং রোজ সমবার
অনেক দুঃখময় একটি দিন ছিলে
একটি চাওয়া, আর ব্যর্থ হওয়া,
মনের বিতর বেদনা জেগে ওঠা,
তাই নিজেকে নিজে বলছিলাম,
আর গানের মতো করে লিখছিলাম, এই দুই একটি কথার লাইন।
জানিনা...
বলবো না আকাশের চাঁদ এনে দিবো,
বলবো না তুমি রাজ কোন্যা,
বলবো না তোমার জন্য মরে যাব,
বলবো না তুমি আমার জীবন,
বলবো না তোমার জন্য পৃথিবীতে আসা,
বলবো না, বলবো না...
"সুধু বলবো তোমার জন্য...
©somewhere in net ltd.