![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্বাস থেমে ছিলো,
বাসাত থেমে ছিলো,
থেমে ছিলো প্রকৃতির শোভা,
দেখিয়া মমত রূপসীর হাসির শোভা!
তোমার ঠোঁটে মাখানো গোলাপের আভা,
এ কোন তারার আলো দেখিনু নয়নে?
বাদামী রঙের কাজল চোখ দুটো,
ব্যস্ত ছিলো বৈকি প্রেম আপ্যায়নে!
২| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৫:১২
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: প্রথম দুই লাইনে 'ছিলো' দিয়ে সমাপ্তি সমস্যা না হলেও, পরের দুই লাইনে 'শোভা' দিয়ে সমাপ্তি অনেক বড় সমস্যা, কাব্যের অলংকরণ নষ্ট হয়েছে। দেখিনু, হেরিলাম - এগুলো বিলুপ্ত শব্দ, ব্যবহার করলে পুরো কবিতার শব্দ-বিন্যাস পাল্টাতে হবে। লিখতে থাকুন, ভালো কিছু হবে নিশ্চয়ই। শুভ কামনা।
২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২১
আমির হোসেন বিপ্লব বলেছেন: ধন্যবাদ
বুঝিয়ে বলার জন্য।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।