নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমির হোসেন বিপ্লব, খুব একটা চুপ চাপ হলেও আমার লিখতে খুব ভালো লাগে। তাই ভাবলাম মাঝে মাঝে লিখবো। আর এরি মধ্যে একটু একটু করে লেখা শুরু করে দিলাম।ধন্যবাদ

আমির হোসেন বিপ্লব

আমির হোসেন বিপ্লব › বিস্তারিত পোস্টঃ

রূপসী

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০০

নিশ্বাস থেমে ছিলো,
বাসাত থেমে ছিলো,
থেমে ছিলো প্রকৃতির শোভা,
দেখিয়া মমত রূপসীর হাসির শোভা!

তোমার ঠোঁটে মাখানো গোলাপের আভা,
এ কোন তারার আলো দেখিনু নয়নে?
বাদামী রঙের কাজল চোখ দুটো,
ব্যস্ত ছিলো বৈকি প্রেম আপ্যায়নে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৫:১২

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: প্রথম দুই লাইনে 'ছিলো' দিয়ে সমাপ্তি সমস্যা না হলেও, পরের দুই লাইনে 'শোভা' দিয়ে সমাপ্তি অনেক বড় সমস্যা, কাব্যের অলংকরণ নষ্ট হয়েছে। দেখিনু, হেরিলাম - এগুলো বিলুপ্ত শব্দ, ব্যবহার করলে পুরো কবিতার শব্দ-বিন্যাস পাল্টাতে হবে। লিখতে থাকুন, ভালো কিছু হবে নিশ্চয়ই। শুভ কামনা।

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২১

আমির হোসেন বিপ্লব বলেছেন: ধন্যবাদ
বুঝিয়ে বলার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.