নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই জন

আমি সেই জন › বিস্তারিত পোস্টঃ

মূল্যায়ন

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২


আমার নিজের কোন অফিস প্লেস নাই বা বাবার কোনো জায়গা নাই যেখানে অফিস দিয়ে বসতে পারি। কিন্তু অফিসতো লাগবে, যেহেতু কিছু একটা করি। যাই হোক, মিরপুরে এক এক্স আর্মি অফিসারের চমৎকার একটা ফ্লাটে আমি অফিস ভাড়া নিলাম। এক বছরের চুক্তি, ভাড়া বাড়বে না। করে ফেললাম সাইন, ব্যাস শুরু হল অফিস।

মাস দুয়েক না যেতেই হটাত দেখি ভাড়া বাইপাসে বেড়ে গেলো। কি বুঝতে পারছেন না। একটু দাঁড়ান, বুঝিয়ে বলি। প্রয়োজন না হওয়া সত্তেও হটাত এর একজন কেয়ারটেকার হাজির। বাড়িওয়ালার নিজের কোন স্বার্থে, দু জনের বেতন, নতুন লিফট, জেনারেটর সংযোগ সব মিলিয়ে দিল বাড়িয়ে। বাহ!

আমার কোন আফসোস নাই, বাড়াইছে দিব। সমস্যা নাই- কিন্তু

~ আমি নীচতলায় থাকি, আমার লিফট লাগে না
~ দুজন কেয়ারটেকার এর কোন কাজ নাই, একজন আসার সাথে সাথে আসছে ২ জোড়া খরগোশ এবং সম সংখক পাখি। উনি পাখির দেখভাল করবেন, আর আমরা উনার (মাহিনা দিয়া!)
~ জেনারেটর চলবে সন্ধ্যা ৭ টার পর... আর আমাদের অফিস ১০টা - ৭টা। আমার কোন কাজেই ওটা লাগছে না

এখানে আমি ভাড়াটিয়া, আমার কোন কথার মূল্য নাই। আমি স্রোতা, আমি শুনব আর শুনব। কিছু বলা যাবে না। এমন ই দেশ যে বাড়ী ভাড়া বিষয় এ কোন সরকারি আইন-কানুন নাই।

কি আর করা বিরক্ত লাগলে বাহিরে যেয়ে খোলা আকাশ দেখি আর ভাবি "এমন কেন চারপাশ?"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.