![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
সামু ব্লগে যারা আছেন তাদের মধ্যে অনেকেই তো জীবনে প্রপোজ করে জীবন টা এগিয়ে নিয়ে গেছেন আবার অনেকেই হয়ত করব ভাবছেন কিন্তু করতে পারছেন না
। নিচে আপুদের কে প্রপোজ করার ১৩টা উপায় দেওয়া হল দেখুন তো কারও সাথে মিলে কিনা বা কারও উপকারে লাগে কিনা।
##ব্ল্যাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে !!
## ডাইরেক্ট স্টাইলঃ শোনো মেয়ে, আমি কোনো রকম ভূমিকা-টূমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি।
## মাস্তানি স্টাইলঃ ওই মাইয়া, ভালবাসা দিবি কি-না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে)
## যুক্তিবাদী স্টাইলঃ আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল !!
## চালাক স্টাইলঃ তুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি??
## রসিক স্টাইলঃ Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও।
## হিজড়া স্টাইলঃ এই দুষ্টু মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্থিরতা মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন….ক ভালোবাসি।
## ডিজুস স্টাইলঃ Hi,wassup sweet heart ? , wanna be maa lavaa,actually I am in love with u !
## ভীতু স্টাইলঃ ইয়ে মানে!! ইয়ে মানে !!! আমি মানে ! আমি মানে তোমাকে ,......। ( আর বলা হয় না )
##গায়ক স্টাইলঃ গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন… “এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে? ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতো আমি এমনি…… ভালবাসি !!”
##দেবদাস স্টাইলঃ কেউ আমাকে ভালবাসে না। এ জীবন আমি রাখবনা। তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও। আমায় বিষ দাও। (কান্নায় ভেঙ্গে পড়ুন)
##কাব্যিক স্টাইলঃ কবি কবি ভাব থাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন !! আশা করি এই টুকলিফাই এর যুগে কবিতার অভাব হবে না!!
## অনুভূতিহীন স্টাইলঃ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল।"""
এর মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দ মত। আর কারও জীবনের সাথে মিলে গেলে জানাতে ভুলবেন না কিন্তু।
বিঃদ্রঃ স্টাইল গুলো ফেসবুকে বন্ধুর পোষ্ট হতে সংগ্রহীত। লেখাটির মূল লেখক কে তা এখন জানি না। যদি কারও কপিরাইট ভেঙ্গে ফেলি তাহলে নিজ গুনে ক্ষমা করবেন। মূল লেখক সামু ব্লগে থাকলে একটু সাড়া দিবেন।
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩৬
আশিকুর রহমান অমিত বলেছেন: মজা পেয়ে শেয়ার না করে পারিনি
২| ০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৪
নিয়ামুল ইসলাম বলেছেন:
লোলজ
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩৯
আশিকুর রহমান অমিত বলেছেন:
৩| ০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
অনাগত আর্তনাদ বলেছেন:
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩৮
আশিকুর রহমান অমিত বলেছেন:
৪| ০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১৫
আশিকুর রহমান অমিত বলেছেন:
৫| ০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
অণুজীব বলেছেন: ## মাস্তানি স্টাইলঃ ওই মাইয়া, ভালবাসা দিবি কি-না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে)
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১১
আশিকুর রহমান অমিত বলেছেন: কিন্তু মেয়ের পরিবারে কেউ র্যাব এ থাকলে খবর আছে এই পদ্ধতিতে
৬| ০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
রাষ্ট্রপ্রধান বলেছেন:
:-< :-< :-<
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১০
আশিকুর রহমান অমিত বলেছেন: ভাই কি মিল পাননি নাকি আপুই আপনাকে প্রপোজ করছিল?
৭| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১৩
সমীরহুতাশন বলেছেন: ## হিজড়া স্টাইলঃ এই দুষ্টু মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্থিরতা মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন….ক ভালোবাসি।
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২২
আশিকুর রহমান অমিত বলেছেন: আমাদের একবন্ধু বলে এই স্টাইলে সফল হয়েছে
৮| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫৫
poops বলেছেন: ভাই এইটা ফাইজলামুর বিষয না। যে পরছে সে বুজছে। আপ্নে মনেহয় প্রমএ পরেন নাইকা।
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১২
আশিকুর রহমান অমিত বলেছেন:
৯| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫৯
ভালোবাসি তোমাকেই আমি বলেছেন: vaijan, mill to pailam na. Bohut kosto paichi. Amar style ta ar modde nai.
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১১
আশিকুর রহমান অমিত বলেছেন:
ভাইজান কোন স্টাইলে বলছিলেন?
১০| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১৬
joos বলেছেন: ##ব্ল্যাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে !!
কোপাইন্না আইডিয়া...
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১১
আশিকুর রহমান অমিত বলেছেন: Apply করে ফেলেন
১১| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৬
বেঈমান আমি বলেছেন: এই মেয়ে তুমি কি আমায় ভালোবাস?যদি না বাস আমি পরোয়া করি না।যোগ করে দেন।
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৮
আশিকুর রহমান অমিত বলেছেন: স্টাইলের নাম কি দিব ভাই? বেঈমানী স্টাইল????
১২| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৩
কবি রাজ বলেছেন: তার মানে আপনি ১২ বার ছ্যাক খেয়েছেন এবং বারটি অ্যাপ্রোচে আপনাকে বারবার ট্রাই মারতে হয়েছে।হে হে হে...
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৮
আশিকুর রহমান অমিত বলেছেন: দেখছেন না collected উল্লেখ করা আছে
১৩| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৯
বেঈমান আমি বলেছেন: চলবো।দিয়া দেন।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১:৪৩
আবুল হায়াত শিবলু বলেছেন: ## চালাক স্টাইলঃ তুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি?? এটা ভাল লাগল
০৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:১৯
আশিকুর রহমান অমিত বলেছেন: ইহা বন্ধু শিবলুর জন্য উপযুক্ত
১৫| ০৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৫
মাহবু১৫৪ বলেছেন: আমি কমু না। সেই আমারে কইবে। কোন স্টাইলে বলবে সেটা তার চিন্তা।
০৭ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:২৬
আশিকুর রহমান অমিত বলেছেন:
১৬| ০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩০
ভালোবাসি তোমাকেই আমি বলেছেন: Ami: tumi ki kau k like koro?
Uni: ha onekjon k to kori. Friend der kori etc etc etc.
Ami: Dutturi. Tumi ki kauke love koro?
Uni : ha, korito. Baba, maa etc etc etc.
Ami: Ato pechao ken? Ami tomake love ba like jai bolo tai kori. Akhon tumi e bolo ami tomar love list a thakte pari.
Uni: pore janabo.
Ar por kotha hoto and messaging hoto.
1yr por uni amake janaise uni amake love kore.
By the way,o amar relative chilo.
০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২৯
আশিকুর রহমান অমিত বলেছেন: বাহ! পড়ে ভাল লাগল
১৭| ০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০
Observer বলেছেন: মাস্তানি স্টাইলঃ ওই মাইয়া, ভালবাসা দিবি কি-না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে)
১৮| ০৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৪৫
আলিম আল রাজি বলেছেন: রসিক স্টাইলঃ Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও।
এইটা বেশি লাইক হইছে
মজা পাইলাম ব্যাপক
০৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
আশিকুর রহমান অমিত বলেছেন: এটা apply করে তাহলে ফল পাওয়া যেতে পারে। কি বল?
১৯| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৯
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: আমি অনুভুতিহীন স্টাইলে লাইক দিলাম।
২০| ১০ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৫
মিনহাজুল হক শাওন বলেছেন: যাদের প্রপোজ হইয়া গেছে তাদের জন্য যদি কিছু টিপস দিতেন!
১১ ই জুলাই, ২০১২ সকাল ৭:৩৪
আশিকুর রহমান অমিত বলেছেন: নিশ্চয় দিবো আগে আমি করি কাউকে
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৩
চশমখোর বলেছেন: মজাক পাইলাম।