নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
ঘটনা ১
এ ঘটনার মূল চরিত্র সুজন ।
তার বয়স ১৫ বছর । কিছুদিন আগে সে পড়ালেখা বাদ দিয়েছে । তার বাবা ছিল না সে তার মায়ের সাথে মামা বাড়িতে থাকতো ।
এখন সে ভ্যান চালায় । কি কারনে জানিনা সে মেয়েপাগল ছিল ।এই বয়সেই
সে অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিল । ঘটনাক্রমে তার মামা সেটা জানতে পারে এবং তার নিজের মেয়ে মুক্তার সাথে বিয়ে জোর করে বিয়ে দেয়। তখন মুক্তার বয়স ১৩ বছর । বিয়ের ঠিক দেড় বছর পর সেই মুক্তা আর সুজন এর ঘরে আসে তাদের প্রথম সন্তান । এখন মুক্তার বয়স ১৬ বছর ।মানে সে একজন শিশু অথচ তার কোলেই জন্ম নিয়েছে আর একটি শিশু । এই মুক্তা এখন পেট ব্যাথা , মাথা ব্যাথা সহকারে বিভিন্ন রোগে আক্রান্ত । তার ভবিষ্যৎ কি তা নিশ্চয় বুঝতে পারছেন । আর সুজন এখনও অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে।
ঘটনা ২
১৫ বছরের সাথি আর ১৯ বছরের বেলাল দুজন দুজন কে ভালো বাসে ।
হঠাত একদিন তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ।তাদের পরিবার তা কিছুদিন পর মেনে নেয় । আমরা ঐ মেয়ের বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলতাম । একদিন শুনি ঐ মেয়েটি চিৎকার করে কাদছে ।এমন জোরে কাদছিল যে ২০০/২৫০ গজ দূর থেকে শুনা জাচ্ছিল । আমরা তার মাকে জিগ্যেস করে তিনি বলেনঃ তার পেট ব্যাথা ।
আমরা সেই পেট ব্যাথার কারন তখনি বুঝে যাই । নিশ্চয় আপনারও বুঝার বাকি নেই যে অল্প বয়সে সহবাস তার সহ্য হয় নাই ।
সেখানে আমরা নাহক ৪ ঘন্টা ছিলাম । পুরা চার ঘন্টা ধরেই মেয়েটি কেদেছিল ।
এরা আমার চেয়ে এক দেড় বছরে ছোট অথচ তাদের এখন দেখলে মনে হয় আমার চেয়ে ৮/১০ বছরে বড়।তাদের চেহারায় সেই কিশোরি ভাব আর নেই । তারা হঠাত করেই পরিনত হয়েছেন মধ্যবয়সি নারী তে !! আসুন না সবাই বাল্যবিবাহ এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার করি ......
©somewhere in net ltd.