নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
এই ধরনের লেখা আমি কখনই লিখি নাই । লিখতাম ও না । কিন্তু আজকে NTV এর পেজে "সানি লিওনের" বাংলাদেশে আসা নিয়ে একটি পোল আয়োজন করা হয়েছিলো সেখানে কমেন্ট গুলা পড়ে না লিখে পারলাম না ।
আগে নিজের উত্তর টি দেইঃ আমিও চাই না সে দেশে আসুক ।
এবার আরো কিছু বলি একটু ধৈর্য ধরে পড়ূন ।
সানী লিওন একটা **** এই খবর টা কে দিয়েছেন ? জানলেন কেমনে ?
বিশেষ করে হুজুর রা । থাক বাদ দিন । ঐখানে এক ভাইয়ার কমেন্ট দেখলাম ।
"জীবনের শেষ রক্ত থাকতেও ঐ *** কে দেশে ঢুকতে দিবো না"
ভাই জীবনের শেষ রক্ত বিন্দু লাগবে না দিনে শুধু একবার একজন গরীব দুস্থ লোকের সাহায্য করেন । যে টাইম টা এইসব করতে লাফালাফি করতে গিয়ে নস্ট করছেন সে টাইম টা নামাজ পড়ুন অথবা ভালো কিছু করুন । কারন সানি লিওনের দেশে আসা তে আপনার কোন সমস্যা হবার কথা নয় । তাকে দেখতে গেলে নাকি ১৫ লাখ টাকা লাগবে । তাই সাধারন জনগন তাকে দেখতেই পাবে না । নোংড়া যদি হয় তাহলে হবে সমাজের ঐ শ্রেনীর লোক গুলো যারা রেগুলার নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে ।যেখানে তারা সানী লিওন কে না পেলেও বাংলাদেশি কাউকে নিয়ে ঠিকই ফুর্তি করবে । সেখানে আমাদের মতো ছাপোষা বাংলাইর রক্ত দেবার কি দরকার ?
রক্ত যদি দিতেই চান তাহলে নিচের টপিক গুলায় দিন ।
১। ইয়াবা বন্ধ করুন ।
২ দুর্নীতি রোধ করুন ।
৩। নামাজের পথে আহবান করুন ।
৪। সন্ত্রাসদের ধরিয়ে দিন ।
আপাতত এটুকুই চেস্টা করেন ।
আরেক টা কথা সানি লিওন খারাপ যারা তাকে আনছে তারাও খারাপ কিন্তু আপনিতো ভালো তাহলে আপনার মুখের ভাষাটা এত খারাপ কেন ভাইয়া ?
আর বাংলাদেশের এত সমস্যা থাকতে শুধু একজনের পিছনেই লাগলেন কেন ? যারা সানি লিওনরে দেশে আনতেছে তাদের কিছুই কইবেন না ?
লাগলে সবার পিছনেই লাগেন । যারা যারা অন্যায় করছে পাপ করতেছে তাদের সবার বিরুদ্ধেই আন্দোলন করুন ।
অনেক কিছু কইলাম । ভাবতেছেন আমি কি ?
আমিও আপনার মতই একজন মুসলিম । আমিও চাই দেশ থেকে সকল খারাপ এবং পাপ কাজ দূর হোক । তাই বলে নিজেকে নোংড়া ভাবে তুলে ধরে নয় ।
কথা গুলো খারাপ লাগছে ? গালি দিবেন ?
দিন না কমেন্ট এ ইচ্ছেমত গালি দিন । তবে গালি দেবার আগে পুরোটা পড়ে নিন ।
©somewhere in net ltd.