নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
আজকে হাসিবের ডেটিং । হুম বিভার সাথে আজকে তার ৩৩তম ডেটিং ।
এই ডেটিং যাবার জন্যই সে ৬ টায় উঠেছে ... (তার রেগুলার টাইম সকাল ১১ টা)
আচ্ছা চলুন হাসিব আর বিভার আগের রাতের কিছু ফোন আলাপে আড়ি পাতা যাক ।
হাসিবঃ কেমন আছো আমার বুলবুলি ......
বিভাঃ আমি ভালো আছি কাঠঠোকরা ।
হাসিবঃ কালকে কি দেখা হচ্ছে ?
বিভাঃ উম্ম না তোমার সাথে আর দেখা করবো না ...
হাসিবঃ কেন জান কি হইছে ?
বিভাঃ জানিনা
হাসিবঃ কেন জানোনা
বিভাঃ তাও জানিনা
হাসিবঃ আচ্ছা তোমার নাম যেন কি ?
বিভাঃ ভুলে গেছি ......
অতঃপর মাঝখানে আর আড়িপাতা যায় নাই । শুধু শেষের কিছু কথা শোনা গিয়েছে ।
হাসিবঃ তাহলে কালকে দেখা হচ্ছে
বিভাঃ জানিনা (হাসিব জানে দেখা হচ্ছেই )
হাসিবঃ কয়টায় আসবো ?
বিভাঃ ৮ টা
আড়িপাতা শেষ এবার আসুন আজকে কি হয় জেনে আসি ।
হাসিব সকালে উঠে ব্রাশ আর আগের দিনের বাসি পেপার নিয়ে বাথ্রুমে ঢুকল ।
টয়লেটে বসে বসে ব্রাশ আর পেপার মুখস্থ করে ফেলল ।
অতঃপর একসাথে তিন কাজ সেড়ে গোসল সেড়ে নিয়ে রুমে ঢুকল ।
কিছু একটা খেয়ে নিয়ে আবার ড্রেস পড়তে লেগে গেলো ।
কিন্তু এ কি !
সব টি শার্ট দিয়ে স্মেল আসছে ...
অথচ তাদের দেখা করার আজকের শর্ত ছিলো টি শার্ট মাস্ট ।
কোন গতি না দেখে একটা গায়ে চাপিয়ে কড়া করে পারফিউম মারলো ।
যার কারনে টি শার্ট থেকে আগের গন্ধ টা আসছে আবার পারফিউমের গন্ধটাও আসছে না । দুইটাই মিলে নতুন এক স্মেল আসতেছে ।
অতঃপর এক রিকশায় চেপে পার্কে গমন (নামটি দিলাম না) ।
সেখানে বিভার সাথে দেখা ......
কিছুক্ষন পাশাপাশি হাটা ,এরপর হাতের আঙ্গুল ছোয়ানো ।
এরপর কোন এক গাছের ঝোপে লোক চক্ষুর আরালে বসে পড়া এবং পরস্পর আলিঙ্গন । অতঃপর ...
...
......
......
......
......
বিভা হাসিব কে বলল
"তোমার পারফিউমটা তো দারুন , আমাকে এবার একটা গিফট দিয়ো তো "
©somewhere in net ltd.