নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
রাস্তায় আসার সময় দেখে এলাম সামনের বাসায় একজন মারা গেছে ।
আমি উঁকি মেরে দেখতে গেলাম। ঠিক সেই সময় ওখানকার এক পরিচিত আঙ্কেল আমাকে বলল বাবা একটু তোমার ঐখানে থাকতে দিবা ?
আমি বললাম -অবশ্যই
উনাকে নিয়ে আসতেছি এসময় দেখি আমার এক ফ্রেন্ড উনাকে দেখে পিলে চমকানোর মতো চমকে উঠলো ।আমি কইলাম কি হইছে?
সে কিছু না বলে চলে গেলো । আমি অবাক হলাম । কিন্তু সব ঝেড়ে ফেলে আবার আঙ্কেলকে নিয়ে আমার মেসের পথে হাটতে লাগলাম । মেস এসে উনি কইলো বাবা আমি ঘুমাবো ।আমি বেড টা ঠিক করে উনারে শুইতে দিলাম । জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনার নাম ?
- মোবারক হোসেন ।
আমি ও আচ্ছা বলে মুখ ঘুরিয়ে কম্পিউটারের মনিটরে মনযোগ দিলাম ।
ঠিক সেই সময় মসজিদের মাইকে ঘোষণা আসলো ।
অমুক এলাকার স্বনামধন্য ব্যাঙ্কার জনাব মোবারক হোসেন ইন্তেকাল করেছেন ।ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন ।
আমার পৃথিবী ততক্ষন্যাত ওলট পালট হয়ে গেলো । আমি বিছানায় তাকিয়ে দেখি লোকটা এখন নাই । অনেকটা সময় নিলাম নিজেকে সাম্লে নিতে । তারপর বিছানায় গিয়ে শুইলাম । শেষ রাতে ঘুম ভেঙ্গে দেখি সেই লোক আমার পাশে শুয়ে !!!
আমি তো ভয়ে পাথর হয়ে গেছি ।
কিছুক্ষনের মধ্যে ফজরের আজান দিলো ।
লোকটি বলল বাবা থাকো আমি চললাম ...............
©somewhere in net ltd.