নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
- কি করিস ?
- ফেসবুক চালাই
- চ্যাটিং করিস ?
- হ্যা
- কার সাথে ?
- আমার গার্লফ্রেন্ড এর সাথে ?
- ওহ , সে কই থাকে ?
- আমার হৃদয়ে
- কিসে পড়ে ?
- হৃদয়ের সিড়িতে বসে হৃদকথা পড়ে ।
- ওহ সে তোকে ভালোবাসে কতটুকু ?
- যতটুকু আবেগ তার ভেতরে আছে তার থেকে পোয়াখানেক বেশি ।
- তুই ?
- তার যত আবেগ আছে আর আমার যত আবেগ আছে তার থেকে ৫ কেজি বেশি
- সে যদি তোকে ভুলে যায় ?
- হতেই পারে না ।
- ধর গেলো ।
- তাহলে আর কি তাকে ছাড়াই থাকবো ।
- তুই না তাকে অনেক ভালোবাসিস
- তো কি হয়েছে ? রবি ঠাকুর জ্বি বলেছেন ,
" কেউ যদি যেতে চায় তাহলে তাকে যেতে দাও ।
সে যদি ফিরে আসে তাহলে সে তোমার
আর যদি না আসে তাহলে কখনই তোমার ছিলো না "
- ওহ তুই যদি তাকে ভুলে যাস ?
- বুঝবি ঐদিন থেকে আমার স্মৃতি নস্ট হয়ে গেছে ।
- আই লাভ ইউ
- আই লাভ ইউ টু ফর এভার ।
- বাই মিঃ পাগলা ।
- বাই জান্টুস ওরফে মিসেসঃ পাগলী
-
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: ফেসবুক .............হাহাহা