নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
ছবিটা একটা বাংলাদেশী জনপ্রিয় ফেইসবুক গ্রুপ থেকে পেলাম ।
ইসলাম ধর্মের এইরকম চিকেন ফ্রাই হওয়া দেখে চোখে পানি এসে গেল ।
কি ভাবছেন ?
আমি নাস্তিক ?
নাস্তিক তারাই যারা মুর্খ । আরেক শ্রেণির মুর্খ আছে ,
আমি এদের বলি জ্ঞানহীন মুর্খ । এরা আল্লাহ রাসুলের নামে অন্যের কাছে ব্যাবসা করে ।
আরেক ধরনের মুর্খ আছে ,
আমি এদের বলি বুদ্ধিহীন মুর্খ । কারন এই জ্ঞানহীন মুর্খদের এইসব ব্যাবসাকে সাপোর্ট দেয় ।
২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২৫
অমিত বসুনিয়া বলেছেন: আমার দেখা , ইসলাম না জেনেও এমনিতেই নিজের মনগড়া হাদিস , কোরআন এর আয়াত বানানো লোক অনেক ।
এদের কাছ হচ্ছে সাধারন মানুষকে বিভ্রান্ত করা । আমাদের আলেম ওলামা গোষ্ঠীর উচিত মুসলমান সমাজ কে সঠিক ধারনায় স্থির রাখা । তাদের কে সত্য সম্পর্কে জ্ঞান দান করা ।
২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
আরজু পনি বলেছেন:
শিরোনাম পছন্দ হয়নি...
২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:১৮
অমিত বসুনিয়া বলেছেন: লিখতে চাইনি , বাধ্য হইছি
৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
আকদেনিজ বলেছেন: মোহাম্মদ হযরত আলীর সাথে একমত।
৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬
মহা সমন্বয় বলেছেন: এগুলা হচ্ছে সব "ফাজায়ালে আমল" থেকে নেয়। ওই কিতাবে খালি ছওয়াব আর ছওয়াবে ভরপুর।
৫| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৩
অরন্য সামির বলেছেন: ভাই আমি সহমত।কিন্তু শিরোনাম টা খুব আপত্তি জনক।
২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২২
অমিত বসুনিয়া বলেছেন: ভাই , এদের কাছে আল্লাহ সুবাহানতায়ালা হচ্ছেন সাধারন পর্যায়ের কেউ । এদের এটা কথা মাথায়ও নাই যে উনার মহানুভবতা , উনার উদারতা লেভেল কতোটুকু । আমার তো মনে হয় উনার লেভেল সম্পর্কে কল্পনা করেও কূল কিনারা পাওয়া কোন মানুষের পক্ষে সম্ভব না । আর উনি কি না এইরকম বৈষম্য সৃষ্টী করবেন ?? এটাকে দেখে আমার এটাই মনে হয় । মহান আল্লাহ তায়ালার ইচ্ছামত একটা চরিত্র বানায় ফেলে । এরকম চলতে থাকলে এক কালে ইসলাম ধর্মেও মুর্তি পুজা চলে আসবে বলে আমি আশংকা করছি ।
৬| ২০ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৫
তানভীরএফওয়ান বলেছেন: শিরোনাম টা খুব আপত্তি জনক
২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২২
অমিত বসুনিয়া বলেছেন: ভাইয়া , আমার কাছেও ওটা লিখতে খারাপ লেগেছে । কিন্তু ওদের কাজকর্ম অনুযায়ী লিখতে বাধ্য হয়েছি ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৯
মোহাম্মদ হযরত আলী বলেছেন: হুম ...আরও অনেক আজে বাজে পোস্ট ফেবুতে দেখা যায় ...কিন্তু আমি মনে করিনা এটা ইসলামের ক্ষতি করতে পারবে ...এগুলো ইসলামকে প্রকাশ করেনা ..যারা বুদ্ধিমান তারা ইসলাম কি তা জানতে কোরআন হাদিসকেই অনুসরণ করবে ..