নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

বিষয়টা যখন পর্ন !!!!

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

একটা ছোট্ট কাহিনী শেয়ার করি ।
আগে যখন ইন্টারনেট ছিলো না মোবাইল ছিলো না তখন এলাকায় মাঝে মাঝে সিডি প্লেয়ার ভাড়া করে আনা হতো ।
এলাকার সবাই এসে সেদিন সেটাতে বাংলা মুভি দেখত । মুভি দেখা শেষে যখন সবাই চলে যেত তখন পাড়ার বখাটে ছেলেপেলেরা মিলে দরজা জানালা বন্ধ করে পর্ন দেখতো।
যুগ পরিবর্তন হইলো ,
এরপর আসলো ভিডিও প্লেয়ার সমেত মোবাইল সেট । তখন পোলাপাইন মাল্টিমিডিয়ার দোকানে গিয়ে মেমরী তে ফাইল ডাউনলোড করে নিতো । প্রায় প্রত্যেকের মেমোরি তে একটা করে ফোল্ডার থাকত
তার ভেতরে একটা সেটার ভেতরে আরো আরো আরো । সবার শেষে থাকতো পর্ন ।
এরপর এসে গেলো ইন্টারনেট ,
হাতের কাছে রাজওয়াপ ঢাকাওয়াপ ব্লা ব্লা ব্লা ।
যাইহোক আমি সেইগুলা বলতে চাচ্ছি না । পর্ন কে সমর্থন করতেছিও না ।
ব্যাপার টা দ্বাড়াইছে যে সরকার নাকি পর্ন ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে । দিচ্ছে দিক ,
এখন যে প্রত্যেক মাল্টিমিডিয়া ব্যাবসায়ীর কম্পিউটার চেক করে করেঅ ডিলিট করে দিবে ? কিভাবে সম্ভব ?
দেখুন যৌন উত্তেজনা আমরা নিজের থেকে পয়দা করি নাই । স্বয়ং সৃষ্টি কর্তা আমাদের মাঝে এটা দিয়েছেন । আমি যতটুক জানি মহাপুরুষ হবার সবচেয়ে বড় শর্ত হচ্ছে নিজের সেক্স কে কন্ট্রোল করা । বাস্তবিক ভাবে আমরা সবাই মহাপুরুষ নই , সো সবার পক্ষেই এটাকে কন্ট্রোল করা সম্ভব না ।
সেক্স রিলেটেড কোন কিছুর স্বাদ কেউ একবার পেয়ে থাকলে সেটাকে দ্বিতীয় বার চাইবে না এমন মহাপুরুষ বা কজন আছেন ?
সুতরাং পয়েন্ট অব ফ্যাক্ট হচ্ছে সরকার আওপ্নি আমি কেউইই পর্ন কে টোট্যালি বন্ধ করে দিতে সক্ষম নই । হ্যা হয়তো আমরা এটাকে কমিয়ে আনতে পারি ।
সরকার যেটা করছে সেটা হচ্ছে পর্ন এর দাম বাড়ীয়ে দিচ্ছে ।
ইন্টারনেট এ পর্ন পাওয়া যাবে না মানে সবাই আবার সেই আদিম যুগে ফিরে যাবে , সিডি ডিভিডি কিংবা মাল্টিমিডিয়া দোকান গুলোর দারোস্থ হবে ।
ইন্টারনেট থেকে পর্ন বন্ধের ফলে সবাই পর্ন মুক্ত থাকবে ?
এটা আমার কাছে জোক্স মনে হচ্ছে । নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বরাবরই বেশি ।
এই প্রোভার ব্লা ব্লা অমুকের ব্লা ব্লা খুব কম ছেলেপেলেই আছে যারা দেখে নাই ।
আমার এক ফ্রেন্ড এর মাল্টিমিডিয়া বিজনেস থাকার সুবাদে আমার এরকম কিছু বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয়েছিল ।
সেখানে দেখি মাদ্রাসার তরূণ ছাত্ররাও এসে পর্ন নিয়ে যায় ।
তারা খারাপ কিছু করতেছে ?
শুধু সামান্য কিছু ভিডিও এর মাধ্যমে নিজের যৌন ক্ষুদা মেটাচ্ছে ।
আর একটা কথা , সরকার ফেসবুক অফ করে দিয়েছিল তখন কি বাংলাদেশের কেউ ফেসবুক চালাই নাই ?
ভিপিএন বলে কিছু যে আছে এইটা কি সরকার জানে না ?
আমি বল্বো হুদাই পর্ন সাইট বন্ধ করে সরকার পরোক্ষ ভাবে পর্ন কে হাইলাইট করতেছে।
একজন মাতাল লোকের মুখের সামন থেকে মদের বোতল কেড়ে নিয়ে কি মাতাল কে ভালো করা সম্ভব ?
এর চেয়ে রেগুলার তাকে মদ এর খারাপ দিক সম্পর্কে বুঝাইয়ে বুঝাইয়ে ধীরে ধীরে তার মাথা থেকে মদের নেশা কাটানো সম্ভব । এভাবে ধীরে ধীরে পর্নের নেশা কাটিয়ে তোলা সম্ভব একেবারে পর্ন সাইট বন্ধ করে দিয়ে নয় ।
যাইহোক সরকার যেহেতু বলেছেন পর্ন সাইট বন্ধ তো বন্ধ । নেক্সট হয়তো আইন হবে পর্ন দেখা অবস্থায় কাউকে পাওয়া গেলে জেল সহ জরিমানা !
বিঃদ্রঃ পর্ন দেখে নাই এমন কিছু পোলামাইয়ার মুখ দেখার ইচ্ছা জাগিতেছে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

অবেলার পানকৌড়ি বলেছেন: কিছুই করার নেই স্বামী বিদেশে :(

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

অমিত বসুনিয়া বলেছেন: হেহেহেহে , আমরা বের করেছি কিচ্ছু করার নাই বউ বিদেশে

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

ডার্ক ম্যান বলেছেন: কিছু করার নাই, বউ তার বাপের বাড়ি

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

মো কবির বলেছেন: সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই জন্য কঠোর আইন করা উচিৎ।
যেমনঃ
১। ছেলে মেয়েদের বিয়ের উপযোগী হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেয়া।
২। সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা।
৩। পরিবারিক ভাবে বাচ্চাকে সঠিক ভাবে ধর্মের জ্ঞান দেয়া।
৪। অশ্লীল বিজ্ঞাপন গুলো বন্ধ করা।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

তানভীরএফওয়ান বলেছেন: Thanks মো কবির
বলেছেন: কঠোর আইন করা উচিৎ

৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

সফদার মামা বলেছেন: নেক্সট হয়তো আইন হবে পর্ন দেখা অবস্থায় কাউকে পাওয়া গেলে জেল সহ জরিমানা !

এপ্রিলমাসের সেরা বাণীগুলোর একটা।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

অমিত বসুনিয়া বলেছেন: হাসসুম না মুখে মশা ঢুকবো ।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

রোলার কোস্টার বলেছেন: বাচ্চা বাচ্চা যুক্তি। মানুষ আদিম যুগে ফিরে যাবে! মাল্টিমিডিয়া ফোন বা এইসব ডিভিডি ভিসিডি এভাইলেবল হওয়ার আগে কি মানুষের যৌন ক্ষুদা জাগত না!

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

অমিত বসুনিয়া বলেছেন: আমি মানুষ টা বাচ্চাই তো :)

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.