নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
একজন দ্বীনদার বান্দার মৃত্যুতে আজকে আকাশ বাতাস প্রকম্পিত ,
কেঁদে ফেললো আল্লাহর আরশ , গর্জন দিয়ে উঠলো আল্লাহর সেনারা ।
হে আলাহ এই পাপীকে তুমি জাহান্নামের আগুনে পুড়িও ।
চলেন কিছু লাইভ রেকোর্ড করি , কে কি বললেন নিজামীর ফাঁসি হওয়ায়ঃ
সবার কাছে একই প্রশ্ন করা হয়েছিলঃ নীজামী সাহেবের ফাঁসি তে আপনার মন্তব্য কি ?
আবুল হাসানঃ লোক টা আল্লাহ ওয়ালা ছিলো , আহা রে এমন লোক রে ফাঁসি দিলো । ( কথা বলতে বলতে আমাদের রিপোর্টার এর সামনেই একটা বেনসন হেজেজ ফস করা ধরালেন )
মজিদ মিয়া ( জনৈক রিকশা চালক)ঃ বাপো কাওক কি এমনি এমনি ফাঁসি দেয় ? কায় জানে অয় কি যে করছিলো ।
জ্জনৈক বৃদ্ধঃ মোর ছৈল এর মুখে শুনছিনু নীজামী নামের কায় যেন তাদের বাহিনীক পিট্টাইছিল
মফিজ মিয়াঃ ধুর লোক্টা ভালো ছিলো ক্যান যে ফাঁসি দিলো ।
কুদ্দুস সাহেবঃ একজন আলেম কে এইভাবে মারলো রে , আহা ।
আবুল খায়েরঃ দেখছিস আল্লাহর আরশ আজকে কানতেছে ।
ইসলামী আমীরঃ শেষ জামানায় এরকম হবে নবী আগেই বলে গিয়েছিলেন । বিদআত দিয়ে দেশ টা ভড়ে গেছে ।
মৌলভীঃ আল্লাহর ইচ্ছা হইছে তাই উনারে তুলে নিছেন । এখন মিলাদ মাহফিল দোয়া খায়ের করে উনার আত্বার শান্তি কামনা করেন ।
জনৈক উগ্র সন্ত্রাসীঃ শহীদ এর আত্বার মাগফিরাত কামনা করছি , আল্লাহ বেহেশত নসিব করুন ।
চা ওয়ালা মামাঃ বাবা রে নিশ্চয় কিছু একটা করছিলো নাইলে ফাঁসি হইবে ক্যান ?
এলাকার গরীবঃ লোক টা খুব ভালো মানুষ আছিলো , প্রত্যেক বার উনার কাছে গেলে ১০০ টাকা করে দিতো । সব এই হাসিনার ষড়যন্ত্র ।
আ'লীগঃ দেশের একটা শত্রু নিধন হলো
বিএনপিঃ নিশ্চুপ
জামায়াতঃ ইসলাম ধ্বংস করার গোপন পায়তারা , কাল থেকে হরতাল ।
জনৈক মাতালঃ আহহ মাল ইজ মাল ,( গাজা টানতে টানতে ) ঐ আরেক লিটার বাংলা দে ।
.আমিঃ আমার খুব ঘুম পাইছে , গুড নাই
আর জনগন আপনার মতামত কমেন্ট এ জানান
১১ ই মে, ২০১৬ রাত ২:৩৫
অমিত বসুনিয়া বলেছেন: গরীবের পেটে লাত্থি সবাই মারে
২| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:১৫
অচল অধম বলেছেন: আপনার কি ঘুম ভাংছে????
১১ ই মে, ২০১৬ সকাল ১০:০৮
অমিত বসুনিয়া বলেছেন: নাহহ
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৬ রাত ২:২৯
কিছুটা অসামাজিক বলেছেন: মডু এই আনন্দে কাচ্চি খাইতে গেছে বোধহয়, তেনাদের চোখে পড়ামাত্র পোস্ট টা, সেই সাথে পোস্টের লেখকের আইডি ও "খায়া দিতে পারে"