নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
আমার ছোটবেলাটা খুব ভালো কেটেছে । খুউব ভালো । ( ভাবছেন এটা আবার এমন কি ? সবারই ভালো কেটেছে । )
ছোটবেলায় আমি গালি কি জিনিস বুঝতাম না ।ক্লাস সিক্স পর্যন্ত আমার সামনে কেউ সালা বললেও সেটাকে গালি মনে হত । অথচ এখন বুঝতে পারছি সালা কোন গালি না । মেয়েদেরকে(ফ্রেন্ডস) "সালা" বলে সম্বোধন করার ফলে এটা প্রমান হয়ে গেছে যে "সালা" একটি অতি আদরের ডাক । কোনভাবেই " বাংলা গালি অভিধানে" এর জায়গা হতে পারেনা । যাইহোক সেটা আমার মেইন পয়েন্ট না ।
যেদিন থেকে আমি চুতিয়া শব্দটা শুনেছি সেদিন থেকে আমার লাইফের বারোটা বাজা শুরু হয়ে গেছে । যেদিকে তাকাই খালি দেখি চুতিয়াময় পৃথিবী ।
আমি কয়েকটা চুতিয়ামোর পয়েন্ট নোট করেছি । ( আমার এই পয়েন্ট নোট করাটাও চুতিয়ামির মধ্যেই পড়ে , ইভেন লেখাটাও )
১। লাফানি । হুম আমরা অল্প কিছুতেই লাফাই । ব্যাপারটা অনেকটা " কান নিয়ে গেছে চিলে " এর মত । কোন কিছু না ভেবেই লাফানি শুরু করে দেই ।
২। খুব বেশি কৌতহলী । হ্যা আমরা অনেক বেশিই কৌতুহল প্রিয় । " নায়কের মোবাইল খেয়ে ফেললেন নায়িকা " এধরনের শিরোনাম ওয়ালা লেখা দেখেও আমরা সেটার বিস্তারিত জানার জন্য লাফানি শূরু করি । আরে বাপ এক কার্টুন টেস্টি হজমি খাইলেও তো মোবাইল হজম করা সম্ভব না ( এটাও চুতিয়ামি হয়ে গেলো আমার ) ।
৩। কাউকে পচানো । ওহ কাউকে পচানোর সূযোগ পাইলে কি আর ছাড়া যায় ? কার প্যান্ট ছেড়া , কোন মেয়ের ব্রা এর স্ট্রাপ বের হয়ে আছে । কে ড্রেনের পানিতে জুতা ভিজাইছে । এইগুলা আমাদের কাছে ইন্টারেস্টিং বিষয় ।
ফলাফলঃ
আচ্ছা আমাদের এই লাফালাফির ফলাফল কি ? হুম্ম ফলাফল হচ্ছে হিরো আলম, জুনায়েদ , আলি জি স্টার , টুনটুনি অদ্রিতা , চিকাপু , নায়েলা নায়েম , জ্যাকুলিন মিথিলা , রাইসুল ব্লা ব্লা ব্লা ।
হিরো আলম গুগল সার্চে সালমানের চেয়েও এগিয়ে । আহা অত সুন্দর !
এই যুগ ডিজিটাল যুগ থুক্কু চুতিয়ার যুগ । এই সময়ে যে যত বেশি চুতিয়ামি করবে তার ফ্যান ফলোয়ার ততই বেশি । হিরো আলমরে নিয়ে যত ভিডিও বের হইছে সেটার হিসেব মিনিট হিসেবে ধরলে স্বয়ং সাকিব খান ও হিরো আলমের চেয়ে পিছিয়ে ইভেন আমাদের ঢাকার পোলা জলিল ভাইও । চুতিয়ামির সর্বোচ্চ লেভেল এসেছে পৌছেছে, যখন বাংলাদেশের কিছু চুতিয়া এড কোম্পানি হিরো আলমকে দিয়ে এড বানায় । এটিএন নিউজের ইয়াং নাইটে প্রোগ্রামে যখন হিরো আলম গেস্ট হিসেবে আসছে ।
আরেকটা ছোট্ট কথা । জন কবির কে ভাই ?
কে জন কবির । ঐ যে মিথিলার সাথে নাটক করে সেই জন কবির মাথায় চুল নাই । ব্ল্যাক ব্যান্ডের ভোকাল জন কবির গেলো কই ?
কেউ চিনেই নাহ ! তুমি কি সাড়া দিবে কার গান ? কার আবার মিলার গান । ও আচ্ছা মিলার গান ।
অনেকদিন ( প্রায় ২/৩ মাস ) কোন কিছুই লিখি নাই । এত বড় তো নয়ই । লেখায় অনেক উলটা পালটা হয়ে গেছে । তারপরেও লিখলাম । ক্ষমা করবেন আমার এই ভুলগুলো ।
আর পারলে ভাই রিয়াল ট্যালেন্ট কে সাপোর্ট করেন , প্রোমোট করেন । আপনি হয়তো ভাবছেন একটা হিরো আলমের ভিডিও শেয়ার করে ক্যাপশনে " *** ব্যাটা **** পোলা " লিখলে তার ক্ষতি হবে । নাহ ভাই যুগ পাল্টাইছে । যত বেশি শেয়ার হবে তত বেশি মানুষ দেখবে ততই পরিচিতি বাড়বে ।
বিঃদ্রঃ সামু মারা যাচ্ছে , সামুর পাকা ব্লগাররা সামুকে বাচান । যারা ফেসবুকে লেখালেখি করেন তারা আবার সামুতে ফেরত আসেন । পারলে ফেসবুকে যে লেখাটা লিখতেন সেটা সামুতে লিখেন । তারপর সেই লেখাটা আপনার টাইমলাইন বা আপনার প্রিয় গ্রুপে শেয়ার করুন ।
আজকে যাই । প্রতি সপ্তাহে কিছু না কিছু লিখবো । ভুলচুক যাইহোক লিখবো । দোয়া করবেন ।
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৬
অমিত বসুনিয়া বলেছেন: ধন্যবাদ ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৬
পলাশমিঞা বলেছেন: আসলে কী হয়েছে, সত্যিইতো চুতিয়া জগত ভরে যাচ্ছে।
আমিও অনেক বড় চুতিয়া(হাহাহাহাহাহাহা)
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩১
অমিত বসুনিয়া বলেছেন: আমিও চুতিয়া ( এই পোস্ট তার সাক্ষী )
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩২
পলাশমিঞা বলেছেন: আসলে কী হয়েছে, বাঁচতে হবে এবং ততদিন বাঁচব যতদিন আয়ূ আছে।
সবার মঙ্গল হোক।
৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
অমিত বসুনিয়া বলেছেন: হুম্ম কথাটা অনেকটা সেরকমই
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০
রুরু বলেছেন: আসলেই আমরা কিছু কিছু ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করেই ফেলি।
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
অমিত বসুনিয়া বলেছেন: বাড়াবাড়িতেই মজা
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
সানহিমেল বলেছেন: `যারা ফেসবুকে লেখালেখি করেন তারা আবার সামুতে ফেরত আসেন । পারলে ফেসবুকে যে লেখাটা লিখতেন সেটা সামুতে লিখেন । তারপর সেই লেখাটা আপনার টাইমলাইন বা আপনার প্রিয় গ্রুপে শেয়ার করুন । '
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
গেম চেঞ্জার বলেছেন: চুতিয়া শব্দের অর্থ কি? (বলতে পারবেন?)
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২
অমিত বসুনিয়া বলেছেন: চুতিয়ার অর্থ স্বয়ং চুতিয়াই ।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: চুতিয়ার মায়রে বাপ।
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
অমিত বসুনিয়া বলেছেন: মায়রে বাপ , নানীরে আই লাভ ইউ
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫১
রাজা পাত্র বলেছেন: খুব ভালো!