![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
অনেক অনেক অনেক অনেক
এত বেশী ধর্ষণের খবর কানে আসছে যা বলার মত নয়। দুহাতে কান চেপে ধরে থাকলেও সেটা ভেদ করে ধর্ষণের খবর কানে প্রবেশ করে।
দু চারটা কথা আমার মাথাতেও আসলো ।
মেয়েদের পোশাক ।
অনেক জ্ঞানী(?) লোকেদের বিশ্বাস,পর্দা করে মেয়েরা বাহিরে বের হইলে ধর্ষিতা হবে না aka Mr Bean লেভেলের জোকস ।
সেই লোকদের বলছি আচ্ছা একটা মেয়ে যখন ফুলহাতা পোশাক মাথায় হিজাব দিয়া বাহিরে তখন কি তার দিকে তাকান না ?
তখন আপনি বিরক্ত হন," ইশরে হিজাব পড়া"। তারপরে? তারপর কল্পনায় সেই মেয়ের ব্রা'র সাইজ মেপে নিয়ে সেইটা নিয়ে বন্ধুদের মাঝে বাজি ধরেন।
একা বের হইছে ক্যান?
কেন বের হবে না ? তারা কি মানুষ না ? আপনি মাল খায়া সারারাত পার্টি করতে পারেন সে পারে না ?
আপনি যখন বাইরে বের হন আপনার উথিত অঙ্গের পাওয়ার দেখাইতে বের হন না, কাজে বের হন। তাদের কি কোন কাজ নাই? তারা কি বের হতে পারে না ?
আপনি যদি বলেন, একা বের হইছে বলেই তারা ধর্ষিত আমি বলবো আপনি একা বের হইছেন বলেই আপনি ধর্ষক ।
পুরুষ জাতটাই খারাপ, খালি মেয়ে দেখলেই চুলকায়।
এটা নারীসমাজের কমন ডায়ালগ। জ্বি না আপু পুরুষ জাতির চুলকায় না । পুরা পুরুষ জাতিকে যদি ঐরকম ধর্ষক ভাবেন, তাহলে আমরা পুরুষরাও ভাবতে বাধ্য হবো সকল নারীই সানি লিওন/মিয়া খলিফা ।
তো ?
# আপুরা পেপার স্প্রে রেডী রাখেন অলটাইম।
# রাস্তায় চলফেরার সময় পুরুষদের দিকে ভীত চোখে তাকান বলেই তারা সাহস নিয়া আপনাকে কুনজরে দেখে।
# পুরুষ ভাইরা, যদি নিজের যৌনাঙ্গের উপর নিয়ন্ত্রন আনতে না পারেন তাইলে আপনি কোথাকার কোন পুরুষ রে ভাই ?
# আমি শিওর ধর্ষকদের কাছে তাদের নিজেদের মা/বোন ও সেইফ না ।
#
আমি প্রত্যেকবার রাস্তায় বের হবার সময় যখন কোন মেয়েকে দেখি তখন আমার সামনে আসে আমার নিজের বোনটা ছবি। যে কিনা প্রতিদিন স্কুলে যায় যা বাড়ি থেকে ৫/৬ কিমি দূরে। তারপর সেই মেয়ের দিক থেকে চোখ নামিয়ে চলে যাই।
আমাদের সবার ঘরেই মা/ বোন আছে তাদের হয়তো বাহিরে বের হবার সময় অসাবধানতা বশত ওড়না সরে গিয়েছে বা শাড়ি ঠিকমত পেচানো হয়নি । হয়তো বা সেই মা/বোন টি আপনার না সে জন্য আপনি সেদিকে কামনার দৃষ্টিতে তাকালেন। ওদিকে হয়তো পনার মা/বোনের সাথেও একই ঘটনাটা ঘটছে।
ধরেন পেছন থেকে একটা মেয়ের নিতম্ব দেখে আকৃষ্ট হয়ে তার পিছু পিছু গিয়ে দেখেন সে আপনারই বোন । নাহ আমি এর চাইতে বেশি কিছু ভাবতেই পারিনা। আমার শরীর কাঁপছে।
নাহ ধর্ষকরগুলো মানুষ হতে পারেনা। তারা ইতড় শ্রেনীর। তারা সমাজে বাস করা এডিস মশা। তাদের দেখা মাত্র দুই হাত দিয়ে পিশে ফেলা উচিত ।
২| ১১ ই মে, ২০১৭ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি ন্যাংটা হাঁটেন, কেহ আপনাকে কিছু করবে না। মেয়েরা রোরখা পরলেও অনেকেই জিং জিং করার চেস্টা করবে; জিং জিং'এ আগ্রহীিদের দলে আপনার নাম যোগ করা কি উচিত হবে?
১১ ই মে, ২০১৭ রাত ৮:৫৭
অমিত বসুনিয়া বলেছেন: জিং জিং কি জিনিস ভাই ?
৩| ১১ ই মে, ২০১৭ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
জিং জিং হলো নারীপুরুষের মিলন
১১ ই মে, ২০১৭ রাত ৯:২৩
অমিত বসুনিয়া বলেছেন: কেনো যোগ করবেন ভাই ?
৪| ১১ ই মে, ২০১৭ রাত ১০:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো বলেছেন। ভালো লাগলো পোষ্ট।
ধর্ষকের জন্য শুধু ঘৃণা।
শুভকামনা জানবেন।
৫| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:০৮
কানিজ রিনা বলেছেন: হা হা হা চাঁদগাজী একটা ফাটা প্লাসটিক
ট্যংকী। মুখে কিছু আটকায় না।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৭ রাত ৮:৩৪
নতুন বলেছেন: পরিবার থেকে শিক্ষা পেলে ছেলেরা কখনোই বখে যায় না।