![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা সেদিন খুব সাজিয়া গুজিয়া ঠোট বাকাইয়া একখান সেলফি তুলিল,
অতঃপর ফেসবুকে আপলোড দিয়া,
ক্যাপশনে লিখিল.................
তুমি তো জানই আমি ছবি তুলি না!
কিন্তু এতবার বলিলে!
তাই, শুধুমাত্র তোমার কথায় ছবিটা তুললাম, বাবু!
i am always only for u, jaanu.........ummaaaaaaah............!
ছবিটা আপলোড তিন মিনিটের মাথায় বালিকার ইনবক্সে সাতটি মেসেজ জমা হইলো,
প্রতিটা মেসেজ এ লেখা ছিল,
উম্মাহ বেবি...........
আমার কথা রাখার জন্য অনেক অনেক উম্মাহ..................!
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: হা হা হা! ধন্যবাদ আপনাকে!
২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০
মার্কো পোলো বলেছেন: ব্যাপক। বাস্তব অবস্থা তুলে ধরেছেন।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: অবস্থা ভয়াবহ! :
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: বাহ!!
আজব রঙ্গ বটে!!
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: বঙ্গ ভরা রঙ্গরসে! রস আসিবে আরো! ধন্যবাদ!
৪| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০
মনিরা সুলতানা বলেছেন:
৫| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮
শ. ম. দীদার বলেছেন: ছোট্ট লিখা, কিন্তু তার রেস এতো দীর্ঘ! চমৎকার!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ সুহৃদ।
৬| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২
হৃৎ কোমল বলেছেন: বাহ!
৭| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪
সুমন কর বলেছেন:
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১১
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ সুহৃদ! আপনাদের প্রতিটা মন্তব্য প্রতিবার আমাকে কিছু লিখতে সাহস যোগায়!
৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮
আর্য্য মিঠুন বলেছেন: মজার ছিল
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ বস!
৯| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: হা হা

গুড গুড
ভেরী গুড
ঠিক হইসে!!!!!!