নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিন্টুর নগর সংবাদ

কোন পরিচয় চান

মিন্টুর নগর সংবাদ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করায় হত্যা করা হয়েছিল ওমর ফারুককে ।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১:২০


৭১-এর উত্তাল মার্চের ২৩ তারিখে পিরোজপুরের আকাশে স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতি সোহরাওয়ার্দী কলেজের বিকম শ্রেণীর ছাত্র ওমর ফারুক । আর এ জন্যই লোহার রডে পাকিস্তানি পতাকা বেঁধে তার মাথায় ঢুকিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে পাকস্তানি বাহিনী ।
২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থেকে গাঢ় সবুজের জমিনের ওপর টকটকে লাল সূর্যের মধ্যে বাংলাদেশের সোনালী মানচিত্র অঙ্কিত একটি পতাকা নিয়ে পিরোজপুরে আসেন ওমর ফারুক । শহরের টাউন ক্লাব ময়দানের শহীদ মিনারের পাদদেশে ছাত্র জনতার অংশগ্রহণে এক সমাবেশে ২৩ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওমর ফারুক প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন । সকাল ১১টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠটি । এ সময় ছাত্রলীগ নেতা ওমর ফারুক এক জ্বালাময়ী বক্তব্য রেখে পতাকা উত্তোলন করার সময় জয়বাংলা সেস্নাগানে সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে ।

সে সময়ের ছাত্রলীগের নেতা সাবেক জেলা জজ ও বর্তমানে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) সদস্য আবদুস সালাম সিকদার সেদিনের স্মৃতিচারণ করে বলেন হাজারও ছাত্র জনতার জয় বাংলা-জয় বঙ্গবন্ধু বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশকে স্বাধীন কর তোমার আমার ঠিকানা,পদ্মা মেঘনা যমুনা সেস্নাগানে সমগ্র এলাকা প্রকম্পিত করে তোলে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের সরকারি অফিস আদালতে পাকিস্তানি পতাকা নামিয়ে পুড়িয়ে দেয় ।

২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলে শুরু হয় মুক্তিযুদ্ধ । এ সময় ওমর ফারুক এলাকার ছাত্র-যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করেন । ৪ মে পিরোজপুর শহর দখল করে নেয় পাক সেনারা । ফারুক তখন পিরোজুপর মহকুমার স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন । এক পর্যায় ২৯ মে ৭১' ওমর ফারুক স্বরূপকাঠীর বিলাঞ্চল হয়ে ভারত যাবার প্রস্তুতিকালে পিরোজপুরের পুলিশ সদস্য হানিফ তাকে চিনে ফেলে ও আলবদরদের সহায়তায় আটক করে বরিশালে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দেয় । ৪ জুন বরিশালের কীর্তনখোলা নদীর তীরে ১৪ গোডাউন ঘাটের বধ্যভূমিতে নিয়ে ৩২ পাঞ্জাব রেজিমেন্টের রক্ত পিপাসু নরপিচাশ কর্নেল আতিকের নির্দেশে সহযোদ্ধাদের নাম ও অবস্থান জানার জন্য অমানবিক নির্যাতন করা হয় । ওই কক্ষে আটক থাকা এক মুক্তিযোদ্ধা আবদুল হক স্বাধীনতা-পরবর্তী সময়ে জানান, ফারুকের সঙ্গে থাকা ব্যাগের ভিতর তল্লাশি চালিয়ে ৭টি বাংলাদেশি পতাকা পেয়েছিল রাজাকাররা । আবদুল হক জানান, নির্যাতনের সময় তাকে পাকিস্তান জিন্দাবাদ বলতে বলা হয় । যতবার তাকে পাকিস্তান জিন্দাবাদ বলতে বলা হয় ততবার সে তার শরীরের সর্বশক্তি দিয়ে জয় বাংলা বলে চিৎকার দেয় । এতে ক্ষিপ্ত হয়ে কর্নেল আতিকের নির্দেশে একটি লোহার রডের এক মাথায় সেই বাংলাদেশি একটি পতাকা বেঁধে অন্য অংশটি একটি হাতুরি দিয়ে টাকিয়ে টাকিয়ে ওমর ফারুকের মাথায় ঢুকিয়ে তাকে হত্যা করা হয় । এক সময় শরীরের সব রক্ত ঝরে গেলে তার কণ্ঠ অস্ফুট হয়ে আসে এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। আবদুল হক জানিয়ে ছিলেন, মুক্তিযোদ্ধাদের শিক্ষা দিতে তিনদিন গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল পাক সেনারা । পরে তার মৃতদেহটি কীর্তনখোলার উত্তাল ঢেউয়ের মধ্যে ছুড়ে ফেলে দেয় পাক হায়েনারা ।

তার প্রিয়জনরা আজও এই মৃতদেহের সন্ধান পায়নি। শহীদ ওমর ফারুকের অনুজ মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান বাবুল বলেন, আমি ওমর ফারুকের ভাই- এ গর্বে আমি গর্বিত। স্বাধীনতার পরে পিরোজপুর শহরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটির নামকরণ করা হয়েছে শহীদ ওমর ফারুক সড়ক নামে। ওমর ফারুকের ছোট বোন বিশিষ্ট নারী নেত্রী সালমা রহমান হ্যাপী বলেন, পুত্র শোকে শোকাতুর পিতা সৈয়দুর রহমান শরীফ স্বাধীনতার বেশ কয়েক বছর পর ২০০৯ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বঙ্গবন্ধুর স্ব-হস্তে স্বাক্ষরিত সমবেদনার একটি চিঠি ওমর ফারুকের মাতা সংরক্ষণ করে রেখেছেন। প্রায় অন্ধ মা কুলসুম বেগম এখনও রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই বুঝি বড় খোকা ফিরল। এখনই বলবে, 'মা ভাত দেও, খুব ক্ষুদা লেগেছে। তাইতো তার নির্দেশে এখনও প্রতিদিন রান্নার সময় দু'মুঠো চাল বেশি দিতে বলেন, আর রাতে যেন বাসার গেট বন্ধ করা না হয়। অনেক দিনপর খোকা ফিরে এসে গেট বন্ধ পেলে ডাকাডাকি করে ফিরে যেতে পারে তাই।তর্থ্য

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



এ সৈনিকের পরিবারের প্রতি সমবদনা ও কৃতজ্ঞতা ।

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:০৩

মিন্টুর নগর সংবাদ বলেছেন: শত সালাম, শ্রদ্ধা।

আল্লাহ্ তাকে জান্নাত দান করুন। আমিন ।

২| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৫

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো শেয়ার

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:০২

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৭

নিজাম বলেছেন: শত সালাম, শ্রদ্ধা। আল্লাহ্ তাকে জান্নাত দান করুন। তার অবদানে আজ আমরা মুক্ত, স্বাধীন। আর রাজাকার আলবদরদের শাস্তি হোক এই বাংলায়।

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:০২

মিন্টুর নগর সংবাদ বলেছেন: শত সালাম, শ্রদ্ধা।

আল্লাহ্ তাকে জান্নাত দান করুন। আমিন ।

৪| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: ফারুকের আত্মার প্রতি আমার শ্রদ্ধা রইলো।। আর আপনার প্রতি অজানাকে জানানোর জন্য।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.