নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিন্টুর নগর সংবাদ

কোন পরিচয় চান

মিন্টুর নগর সংবাদ › বিস্তারিত পোস্টঃ

আপনার সন্তানকে ঋণ বিষয়ে জ্ঞান বা ধারণা দিন

১৫ ই জুন, ২০১৫ রাত ২:০৮

আরে ভাই সন্তান লালন পালন মানেই শুধু খাওয়ানো আর স্কুলে পড়ানো না । এর পাশাপাশি আরো বহু সামাজিক বিষয় শিশুকে শেখাতে হবে । যেমন এইযে এখানে ৮ টি আর্থিক শিক্ষার কথা বলছি । সেগুলো এক জন সন্তান তাকে কি ভাবে সচেতন হয়ে গড়ে উঠতে হবে সে বিষয়ে সহায়তা করবে । এ বিষয়ে বা এই তথ্যটি জানিয়েছে একটি প্রতিবেদনে ফোর্বস ।
১। যেমন সঞ্চয় করা ৪ বছর বয়সেঃ
আমাদের সন্তানকে অনেক অল্প বয়স থেকেই সঞ্চয়ের বিষয় যে গুরুত্ব তা তাকে বোঝাতে হবে । এক্ষেত্রে ৪ বছর বয়স হতে পারে একটি আদর্শ বয়স ।
২ । আয় ব্যয়ের বিষয়ে বাজেটঃ
বেশি কঠিন বাজেট না বরং সাধারণ আয় এবং ব্যয়ের বিষয়টি সন্তানকে বোঝাতে হবে । এক্ষেত্রে বয়স হওয়া বা হতে পারে ৮ বছর বয়স ।
৩। ঋণের বিষয়ে শেখাতে হবেঃ
অনেকে আছেন আপনার সন্তানকে ঋণের বিষয়ে কোন জ্ঞান দেন না । যা মোটেও ঠিক না । আপনার সন্তানকে বেশি বেশি ঋণের বিষয়ে জ্ঞান দেওয়া উচিৎ বা তাকে ঋণ সম্পর্কে জ্ঞান দিন যাতে ভবির্ষতে তার ঋণ সম্পর্কে কোন ভুল ধারণা না থাকে । এ বিষয়টিও আপনার সন্তানকে চাইলে আপনি ৮ বছরেই শেখাতে পারেন ।
৪। ঋণের ইন্টারেস্ট সম্পর্কে ধারণাঃ
লাভ্যাংশ এবং সুদ এমন দুটি জিনিস যা ছোটবেলা থেকেই সকল পিতা মাতার কাছ থেকে সন্তানকে বোঝানো উচিত । এতে সকল সন্তানদের ধার কর্জ বা ঋণের লাভ্যাংশের বিষয়ে সঠিক ধারণা করবে ।
৫। ডেবিট এবং ক্রেডিট কার্ড বিষয়ে ধারণাঃ
সন্তান বাবা মায়ের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দেখে নিজেরাও তা ব্যবহারে আগ্রহী হতে পারে । এক্ষেত্রে তাদের বিষয়গুলো বোঝানোর বিকল্প নেই । সন্তাকে এ বিষয়ে জ্ঞান দেওয়া যায় ১০ বছর বয়সে ।
৬। সরকারি ট্যাক্স বা ব্যাট সম্পর্কে ধারণাঃ
সরকার নানা ধরণের পণ্য থেকে যে ট্যাক্স বা ব্যাট নেয় তা আমাদের দৈনন্দিন জীবনকে কি ভাবে প্রভাবিত করে বা কত পরিমান মূলের পন্য থেকে কত মাশুল নিচ্ছে এ বিষয়েও সন্তানকে শেখানো প্রয়োজন । আর এটি সন্তানকেও শিক্ষা দেওয়ার আদর্শ সময় হতে পারে ১১ থেকে ১২ বছরের মধ্যে ।
৭। বিনিয়োগ কি এবং বিনিয়োগ কিভাবে করেঃ
আমরা সকলেই মনে হয় জানি বিনিয়োগ কোনো সহজ বিষয় নয় । খুব ছোট থাকতেই আমাদের সন্তানকে এ বিষয়ে বোঝাতে হবে ।কেননা বড় হয়ে তাকেও কোন না কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে । তবে এক্ষেত্রে আপনার সন্তানের বয়স হতে হবে কমপক্ষে ১২ বছর ।
৮। স্টক বা শেয়ার লেনদেনঃ
শেয়ার বাজারের বিষয়গুলো শিশুকে শেখানোর জন্য ১২ থেকে ১৩ বছর বয়সটি উত্তম বয়স হিসেবে বিবেচিত করা হয়েছে । তার আগে এটি আপনার সন্তানের মাথায় ঢোকানোর যেমন প্রয়োজন নেই তেমন এটি তার চেয়ে বেশিদিন দেরি করাও ঠিক নয় ।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


ভালো।

আমাদের জাতীয় ঋণ কত, ও উহার উপর সুদ কত?

১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:১৫

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ধন্যবাদ গাজী ভাই ভালো থাকুন ।
হবে আর কত ধরে নিন বর্তমান জাতীয় ঋণ শোধ হিসেবে আমাদের পুরো বাংলার মানুষের রক্ত ।

২| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:৩১

আমি মিন্টু বলেছেন: আপনার ছেলে মেয়েকে এই ধারনাগুলো দিয়েছন।

৩| ১৬ ই জুন, ২০১৫ রাত ২:১১

আমি বন্দি বলেছেন: ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.