![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনি ছিলেন আইনের ছাত্র। সেখান থেকে এলেন ব্যবসায়। সবখানেই তার প্রতিভা। সেই নাচিয়ে ছাড়লেন দর্শকদের। বলিউড নাচের সাথে তিনি যেন একজন পরিপূর্ণ বাঙালিয়ানা মেখে দেখিয়ে দিলেন সবাইকে। সমতা আয়োজিত এক সংঘঠনের আমন্ত্রণে তিনি নাচতে যান চট্টগ্রামে। অনুষ্ঠানের এক ফাকে তার সাথে কথা হলো কিছুক্ষণ। জিগ্গেস করতেই বললেন নাচের প্রতি ছোটবেলা থেকেই তার দুর্বলতার কথা। তার মতে আমাদের নাচের যেই শিল্পকলা তার সাথে বলিউডদের নাচের মিশ্রণ খুব ভালো আবহ তৈরী করবে। নতুন নাচের রিমিক্স করছেন বলেও জানান তিনি। অনেক তারাতারি আমরা দেখতে পাব সেই সব নাচের ভিডিও।
©somewhere in net ltd.