![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ আমার ইসরায়েলি ভিসা। পাসপোর্টে ভিসা লাগানো হয় না। আলাদা কাগজে ভিসা দেওয়া হয়।
অনেক দিনের স্বপ্ন। ইসরায়েল যাব। ঘুরে ঘুরে শুঁকে শুঁকে দেখব এই দেশটিকে। ইসরায়েল নিয়ে আমার কৌতূহলের সীমা নেই। সেই ছোট বেলা থেকেই শুনে আসছি ইসরাইলিদের কথা। একসময় ভাবতাম তারা আগ্রাসী, ভয়ঙ্কর এক জাতি। অস্ট্রেলিয়া থাকার সুবাদে আমার সে ধারনা একটু একটু করে পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সরকার পাসপোর্টে লিখে দিয়েছে পৃথিবীর সব দেশে যেতে পারব ইসরায়েল ছাড়া। এই নিষিদ্ধ দেশে যাবার তাইতো এত ইচ্ছে। ভাবতে ভাবতে গত মাস খানেক আগে দিলাম ভিসার আবেদন করে। আমাকে অবাক করে দিয়ে ইসরাইলি দূতাবাস দুই সাপ্তাহের ভিসা দিয়েছে। চলছে ভ্রমণ প্রস্তুতি। আগামী লেখা গুলোতে নিত্য নতুন অভিজ্ঞতার বর্ণনা থাকবে।
বাংলাদেশের আইন কি বলেঃ বাংলাদেশের নাগরিক হিসাবে ইসরায়েল যেতে চেয়ে এবং যাওয়ার প্রস্তুতি নিয়ে আমি জানা মতে কোন দণ্ডনীয় আইন ভঙ্গ করছি না। ইসরায়েল এর সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকা বাংলাদেশ সরকারের একান্তই নীতিগত ব্যাপার। আমার এই লেখা বা ইসরায়েল যাওয়া আমার মত প্রকাশের অধিকার। আমার কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। প্যালেস্টাইন এর প্রতি আমার পরিপূর্ন শ্রদ্ধা আছে।
যেভাবে ভিসা পেতে হবেঃ বাংলাদেশি পাসপোর্টে ইসরাইলি ভিসা পাওয়া সমস্যা না। আপনাকে অবশ্যই ভিসা আবেদনের সাথে সংযুক্তি হিসাবে ব্যাংক স্টেটমেন্ট, ছবি ইত্যাদি দিতে হবে। আপনি চাইলে ঢাকা বসেই আবেদন করতে পারবেন। তবে যেহেতু বাংলাদেশে বসে ইসরাইলি ভিসার আবেদন ফি দেয়াটা প্রায় অসম্ভব, তাই বাংলাদেশের বাইরে গিয়ে এই ভিসার আবেদন করাটা ভাল মনে করি। ইসরাইলি দূতাবাসের ওয়েব সাইটে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। নিকটস্থ ইসরায়েল দূতাবাসের ঠিকানা পেতে এই ওয়েব সাইটে দেখুন http://embassies.gov.il/Pages/IsraeliMissionsAroundTheWorld.aspx
ইসরাইল ভ্রমণভিসার ইস্টিকার আপনার পাসপোর্টে লাগানো হবে না। বরং কাগজে ভিসা লাগানো হয়। দূতাবাস থেকে জেনেছি তেল আবিব বিমান বন্দরে ইমিগ্রেশন আগমন বা বহির্গমনের সিল লাগায় না।
২| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাংলাদেশের পতাকার সাথে ওদের পতাকা লাগিয়ে আপনি দেশকে অপমান করেছেন। আপনার পোষ্ট থেকে আবর্জনা ছাড়া কিছুই পাওয়াগেলনা।।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি কি বাংলাদেশী ইহুদী?
৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
এই আমি রবীন বলেছেন: শুভ কামনা।
Wish you a Happy Journey.
৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫
সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: বাংলাদেশ থেকে ঈসরাইলে যাওয়া যায় না! কিন্তু ঈসরাইল থেকে বাংলাদেশে আসা যায় কি? যদি আসা যায় তাহলে নিশ্চয় মোসাদের গোপন চর বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে।
কথা সেদিকে না বাড়িয়ে কাজের কথায় আসি। ঈসরাইলের উচিত কিছু রোহিঙ্গা কে সেদেশে স্যাটেলম্যান্ট (পূর্ণবাসন) করা।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
নিরীক্ষক৩২৭ বলেছেন:
রাষ্ট্রীয় আইন ভেঙ্গে সেটা নিয়ে পোস্ট লেখার কারণ দেখি না, ব্যক্তিগত মতামত।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্য দেখছি অনেক রকম, তবে আমি মনে করিনা ওখানে যাওয়াটা খারাপ কিছু
৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: সম্ভব হলে পৃথিবীর সবকিছুই দেখা উচিৎ
৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি দেশের নিয়ম ভঙ্গ করছেন।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের কী অভাব পড়ছে? অবশ্যই আপনি আইন ভাঙছেন। সরকারের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন...
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭
আনু মোল্লাহ বলেছেন: বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ইসরাইলে যাওয়া যায় না। এটা ইসরাইলের আগ্রাসী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতি অসমর্থন। কিন্তু কিভাবে ইসরাইল যাওয়া যায় - সেটাকে সেটাকে প্রমোট করে আপনি কি করতে চাইছেন সেটা বুঝতে পারছি না।
বাংলাদেশের পতাকার সাথে ইসরাইলী পতাকা লাগানো আমাদের পতাকার অপমান।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৪
লিট্রিমিসটিক বলেছেন: কোন কিছু জানতে দোষ নেই। আপনি আপনার মত প্রকাশ করেছেন। শুভ কামনা রইল। অন্য অনেক জায়গা আছে নিশ্চয় দেখার জন্য। সেগুলোকে প্রাধান্য দিলে হয়ত অন্যরকম হত। যাত্রা শুভ হোক। অভিজ্ঞতা জানাবেন আশা করি।ধন্যবাদ।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৪
রিফাত হোসেন বলেছেন: ঘুরতে সমস্যা নাই সেটা যদি গভীর উত্তাল সমুদ্রও হয় । যেতে পারেন । কিন্তু থেকে যায় । আপনি মুসলিম ব্যাপারটা শোভনীয় বা ভাল হবে না । আম্রিকা হলেও বুঝা যেত ইমিগ্রেন্ট, মাল্টি জাতি,ধর্মের দেশ । কিন্তু ইসরাইল পিওর ইহুদী ল্যান্ড । তারউপর তারা মুসলিম বিদ্বেশী । ব্যতিক্রম ইসরাইলী থাকতে পারে । তবে সেখানকার মেজরিটি এন্টি ইসলামিক তার উপর আপনার বর্তমান নাগরিকত্ব যদি বাংলাদেশ হয় তাহলে বুঝতেই পারছেন ... । মাথায় রাখুন শুভ কামনা ।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৭
রিফাত হোসেন বলেছেন: ওহ আরেকটা কথা.. আপনি প্রথম বাংলাদেশী নন যে ইসরাইল যাচ্ছে । সুতরাং শিরোনাম পরিবর্তন করুন ।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬
বিবর্ণ সময় বলেছেন: খুব ভাল। শুভ কামনা রইল। হিস্ট্রিকালি খুব রিচ ল্যান্ড। কিছু ছবি নিয়ে আরেক টা পোস্ট দিয়েন। কিছু ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে যায়েন। আমি নিশ্চিত আপানর অসধারন একটা অভিজ্ঞতা হবে।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩০
সমার দেওয়ান বলেছেন: ইসরায়েল ভ্রমণের অভিজ্ঞতার লেখা আর ছবি পাওয়ার অপেক্ষায় রইলাম। শুভকামনা......
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২
প্রামানিক বলেছেন: আপনি অবশ্যই আল আকসা মসজিদ যেতে ভুলবেন না। এসে ছবি এবং বর্ননা দিবেন।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯
কেএসরথি বলেছেন: স্বপন মনির আহমেদ ক্যানবেরা থেকে ইসরাইল যাচ্ছেন, বিয়ে শাদি করলেন নি?
১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
সোজা সাপটা বলেছেন: প্রথম বাংলাদেশীর ইসরায়েল যাত্রা ।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আপনি কেমনে প্রথম হলেন? আমার বড় ভাইতো আজ থেকে ৩ বছর আগে তার কোম্পানীর হয়ে অনেক দিন কাজ করে এসেছে। "আমপারা" আপনি মুসা ইব্রাহিম হয়ে যাচ্ছেন কিন্তু ।
যাই হোক তথ্য দেবার জন্য ধন্যবাদ কিন্তু প্রথম কথাটা ডিলিট করেন
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
আমপারা বলেছেন: এবার ঠিক আছে।
২০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
মধুমিতা বলেছেন: চোখ রাখলাম।
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
রিয়াদ হাকিম বলেছেন: যারা একজন মুসলিম হিসেবে ইসরায়েল যাওয়ার ব্যপারটাতে নাক সিটকাচ্ছেন, তাদের জন্য বলি, নবী করিম (সাঃ) কে মিরাজের রাতে আল্লাহ তায়ালা ইসরায়েল নিয়ে গিয়েছিলেন, আর মুসলিমদের প্রথম কাবাও কিন্তু ইসরায়েলে (মসজিদুল আকসা)। অজস্র মুসলিম (including Palestinians) প্রতিদিন মসজিদুল আকসা জিয়ারাত করেন। আরো বিস্তারিত জানতে পারেন উইকিপিডিয়া থেকে
লেখকের জন্য শুভকামনা, আপনার ইসরায়েল ভ্রমন কাহিনীর আশায় রইলাম।
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:১০
কালীদাস বলেছেন: আমি জানিনা এটা কিভাবে সম্ভব হয়েছে কারণ আমাদের পাসপোর্টে পরিষ্কার লেখা আছে যে এটা ইজরায়েলে ইনভ্যালিড এবং আমরা রাষ্ট্রীরভাবেই ইজরায়েলকে সার্বভৌম দেশ হিসাবে অস্বীকার করে আসছি স্বাধীনতার পর থেকেই। আমার নিজেরও আগ্রহ ছিল (এখনও আছে) জেরুজালেম দেখার। কিন্তু রাষ্ট্রীর নীতি লংঘন করাটা অন্তত দেশের বাইরে খুব একটা বুদ্ধিমানের কাজ না। এবং একজন মুসলিম হিসাবে ইজরায়েলের অমঙ্গল কামনা করি সর্বদাই। যদিও কোন ইজরায়েলির সাথে কথা বলার সময় হিপোক্রেটের মত শিষ্টাচার বজায় রেখে কথা বলতে হয় বাইদ্যাওয়ে, আশা করি আপনি কনসিক্যোয়েন্স সম্পর্কেও সচেতন, বাংলাদেশে হয়রানির শিকার হওয়ার সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু আরব দেশেও আপনি ভবিষ্যতে আর ঢুকতে পারবেন না।
@রিয়াদ হাকিম: আপনি সবার বক্তব্যই উল্টা বুঝেছেন। এখানে একজন মুসলিম হিসাবে যাচ্ছে বলে একজন ছাড়া কেউই নাক সিটকায়নি, অসংখ্য মুসলিমের স্বপ্ন মাসজিদুল আকসায় নামাজ পড়ার। এটাই জিয়ারতের জন্য জায়েজ ঘোষিত তিনটা জায়গার একটা। সবার আপত্তির কারণ হচ্ছে বাংলাদেশি পরিচয় নিয়ে ইজরায়েলে যাওয়াটা, আমাদের পাসপোর্টে পরিষ্কারভাবে এটা উল্লেখ করা আছে। রাষ্ট্রীয় নীতি ভাঙা হচ্ছে বলে সবাই সেটাকে মার্ক করেছে, মুসলিম হয়ে ইজরায়েলে যাচ্ছে বলে না।
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩
তাওহিদ হিমু বলেছেন: ইসরায়েলিরা ১৯৪৭ থেকে যত মুসলিম মেরেছে, পাকিস্তানিরা শুধু একাত্তরেই তার চেয়ে ১০০ গুণ বেশি বাংলাদেশি মেরেছে। পাকিস্তানে যাওয়া গেলে ইসরায়েলে যেতে বাঁধা থাকবে কেন? শহীদ প্যালেস্টিনিয়ানরা মানুষ, আর একাত্তরে শহীদ বাঙালিরা কি জীবাণু? তাদের জীবনের মূল্য নেই? তাদের খুনি পাকিস্তানিদেরকে আরো বেশি ঘৃণা করা কি দরকার না, যত ঘৃণা ইসরায়েলকে করি? যাহোক। ভালই হলো। আপনার লেখা পড়ে অনেক কিছু জানতে পারব আশা করি। অল্প লিখলে মজা কম পাই। বড় করে লিখবেন সব বর্ণনা দিয়ে। আশা করি, আপনার এই লেখা অনেক বিখ্যাত হবে।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
প্রফেসর এরোনেক্স বলেছেন: বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ইসরাইলে যাওয়া রাষ্ট্রদ্রোহ বাংলাদেশি আইনে,এজন্যই সালাউদ্দিন শোয়েব নামে একজন সাংবাদিক ২০০৩ সালে গ্রেপ্তার হয়েছিলেন,অবশ্য আপনি দ্বৈত নাগরিক হলে সমস্যা নেই।আর যে কোন দেশই ভ্রমণ করা যেতে পারে,দেখার শেষ নেই।কিন্তু দেশের আইনে ইসরাইল ভ্রমণ অপরাধ নয়, এটা মিসলিডিং।
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
প্রফেসর এরোনেক্স বলেছেন: বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ইসরাইলে যাওয়া রাষ্ট্রদ্রোহ বাংলাদেশি আইনে,এজন্যই সালাউদ্দিন শোয়েব নামে একজন সাংবাদিক ২০০৩ সালে গ্রেপ্তার হয়েছিলেন,অবশ্য আপনি দ্বৈত নাগরিক হলে সমস্যা নেই।আর যে কোন দেশই ভ্রমণ করা যেতে পারে,দেখার শেষ নেই।কিন্তু দেশের আইনে ইসরাইল ভ্রমণ অপরাধ নয়, এটা মিসলিডিং।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭
আমি নই বলেছেন: আপনার নাম গিনিজ বুক এ উঠানোর দাবি করছি!!!