| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল-মামুনুর রশিদ
কান পেতে রাখুন। কলমের আওয়াজ শুনতে পাবেন!

ㅡ কবিতা ㅡ
কোন কাল হতে ভাসালে আমায় তুমি
কল্পনার রাশ রাশ স্রোতে,
কুহেলীকার জগৎ কেন এখন স্বচ্ছ
আমার এই নয়নের প্রাতে।
কতকাল ধরে রেখেছ আমায়
তোমার ললাটের অভিমানী ভাঁজে?
কতকাল আমি থাকবো তোমার
হাসিমাখা কপোলের গভীর টোলে?
আর কত দেখাবে স্বপন
তোমার ওই কৃষ্ণ কেশের অন্ধকারে?
কথাকলিগুলো আর কত বাজবে
তোমার চুড়ির রিনিকি-ঝিনি ঝংকারে।
বিষম ভাবনায় ডুবে ডুবে
হয়ে চলেছি আমি ভীষণ ক্লান্ত,
কাব্য লিখে লিখে তাই
মিটাইতেছি মনের সকল শ্রান্ত।
এটা যদি হতো ভালই হতো
চলে যেত সব ঘোর।
কোন মন্ত্রে বাঁধলে গো তুমি
খুলে যায় ভাবনার নব নব দোর।
অবসন্ন হৃদয়টা এখনও তোমার খোজে
হয়ে যায় দিশেহারা,
যদি চাও শুনে নিতে পারো; কি বলে
আকাশের মিটিমিটি তারা।
বল কতটা কাছে আসলে
টেনে নেবে আমায় তোমার ভেতর?
আর কত ভালবাসলে
জেগে উঠবে তোমার শহর?
২৮ই এপ্রিল ২০১৮ইং
হবিগঞ্জ সদর, সিলেট
©somewhere in net ltd.