![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্মানিত(?) মীনা ফারাহ /মীনা রানী সাহা,
সন্তানের মৃত্য শোকে কাতর মায়েদের বিলাপের ছবি আর আহাজারীর বাক্যগুলো পত্রিকার পাতায় প্রায় ছাপা হয়।বিলাপরত মায়েদের ছবি আর আহাজারির আমার মত পত্রিকা পাঠকদের প্রায় কাঁদায়।কিন্তু জীবনে এই প্রথম সন্তানের লাশ নিয়ে মায়ের আহাজারি নয় পত্রিকার পাতায় পড়তে হয়েছে আপনার মত মায়ের হীন.বিকৃত মানসিকতার খবর।গত ১২ই সেপ্টেম্বর ২০০৮ দৈনিক ইত্তেফাকে 'নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী যুবকের লাশ দাফনে জটিলতা ' শিরোনামের পুরো সংবাদে আপনার যে হীন,বিকৃত মানসিকতার পরিচয় পেয়েছে তাতে আপনার প্রতি ঘৃনায় বারবার শিহরিত হয়েছি।অপ্রিয় হলে ও সত্য আপনার জ্যেষ্ঠ পুএ শাফায়েত রেজা জয়ের মৃত্যতে আপনার প্রতি সমবেদনা নয় আনমনে থুথু বেরিয়ে এসেছে বেশ কয়েকবার।
আপনি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহন করেছেন।আপনার পূর্বনাম মিনা রানী শাহা;বর্তমান নাম মিনা ফারাহ।এবং আপানর সন্তান শাফায়েত রেজা জয় আপনারই সন্তান।ব্যক্তি জীবনে শাফায়েত রেজা নিয়মিত নামাজ পড়তেন।ধর্মীয় রীতিনীতি যতটা পারতেন মেনে চলতেন।শাফায়েত যেদিন সড়ক দুর্ঘটনার শিকার হয় সেদিন রোজা রেখেছিল,তারাবীর নামাজও আদায় করেছিল।শাফায়েতের ধর্মীয় বিশ্বাস প্রমান করে শাফায়েত একজন মুসলমান।যে কোন বিবেকবান মানুষ মাএই স্বীকার করবে শাফয়েত রেজা জয়ের শেষ বিদায় হবে ইসলাম ধর্মানুসারে।কিন্তু আপনি কোন যৌক্তিতে শাফায়েতের লাশ হিন্দু ধর্মানুসারে ভষ্ম করার দাবী করেন?আপনি কেমন মা সন্তানের লাশ জ্বলন্ত মেশিনে ঢ়ুকিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চান?আপনি তো নিজেকে আধুনিক,সুশীল,মানুষেয় মানবাধিকারে বিশ্বাসী বলে নিজেকে প্রচার করেন।কেমন আপনার আধুনিকতা ?কেমন আপনার মানবাধিকারের প্রতি বিশ্বাস য়ে মুসলিম হয়েও ইসলাম ধর্মে বিশ্বাসী আপনার সন্তানকে হিন্দুরীতিতে পুড়িয়ে ভস্ম করতে চান?আপনার মানবাধিকার কি আপনাকে মৃত ব্যক্তির ধর্মের প্রতি শ্রদ্ধা দেখ তে শেখায় না?আপনার সন্তান যদি হিন্দু রীতিনীতি মেনে চলত তাহলে আপনার চাওয়াটা যৌক্তিক হত।
মরহুম জিয়াউর রহমানকে অসম্মান করে বই লিখে,বিভিন্ন সভা-সেমিনারে জিয়াউর রহমানকে অশ্লীল ভাষায় গালি দিয়ে আপনি বিতর্কের জন্ম দিয়েছেন।অনেকে বলে আপনি বিতর্কিত হয়ে নিজেকে জনপ্রিয় করতে চান।এতদিন এ কথাঠা বিশ্বাস না করলেও এবার বিশ্বাস করতে হচ্ছে আপনি বিতকের্র মাধ্যামে জনপ্রিয় হওয়ার সস্তা মানসিকায় বিশ্বাসী।কারণ,যে নিজ সন্তানের লাশ নিয়ে অহেতুক ধর্মীয় বিতর্ক করার গর্বিত(?) মা আপনি।আগামী দিনের ইতিহাস আপনাকে ঘৃনা ছাড়া আর কি দেবে?
আপনি কি এখন মুসলমান না হিন্দু?যদি হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনার উচিত মিনা ফারাহ নাম ত্যাগ করে পূর্বের নাম মীনা রানী শাহা গ্রহন করা।নিজেকে হিন্দু বলে ঘোষনা দেওয়া। যেন আপনার মৃত্যর পর আপনার লাশ হিন্দু ধর্ম অনুসারে শেষকৃত্য হবে নাকি মুসলমানের মত কবরস্থ করা হবে তা নিয়ে আপনার আপনজনদের কামড়া-কামড়ি করতে না হয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৭
হাসান মাহমুদ আিরফ বলেছেন: ব্যাপারটা রীতিমত বিষ্ময়কর।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
শাহারিয়ার আহমেদ বলেছেন: ২য়। আমি পড়িনি।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৮
হাসান মাহমুদ আিরফ বলেছেন: পুরোটা ভাল করে পড়লে অনেক অবাক না হয়ে পারা যায়না।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫০
মইন বলেছেন: হমম..
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৬
রাজর্ষী বলেছেন: জটিল কাহিনী তো?
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০০
মুর্তজা হাসান খালিদ বলেছেন: আমাদের দেশের তথাকথিত নাস্তিকরা ধর্মও পালন করে না আবার মারা গেলে আত্মীয়-স্বজনরা জানাযা না দিয়া কবরে নেয়না, এটা কেমন ভন্ডামী ?
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০১
হাসান মাহমুদ আিরফ বলেছেন: পালন না করুন ভাল কথা। কিন্তু যে পালন করে তাকে নিয়ে বিতর্ক করা কি হীন মানসিকতা নয়?
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৮
সীমানা পেরিয়ে বলেছেন:
Click This Link
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১০
ইনভেস্টিগেটর বলেছেন: নিজের পাছায় চর্বি জমলে কাইটা রোস্ট কইরা খান, ব্লগে দেখানোর দরকার কি ভাই সাহেব?
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩০
হাসান মাহমুদ আিরফ বলেছেন: অশ্লঅল কমেন্ট করবেননা প্লিজ
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২০
অচেনা সৈকত বলেছেন: মায়ের চেয়ে দেখি মাসীর দরদ বেশি।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২২
হাসান মাহমুদ আিরফ বলেছেন: তাই বুঝি?
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪০
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: মোটে ৪টা মাইনাস!
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৬
হাসান মাহমুদ আিরফ বলেছেন: একসাথে কয়েকটা নিক খুলে যারা মাইনাস দেয় অথবা প্লাস দেয় তাদের কাছ থেকে ৪টা মাইনাস সত্যি হতাশার
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
নাভদ বলেছেন:
অনেক দিন আগে একটা প্রবাদ বাক্য শুলেছিলাম, মার থেকে যার দরদ বেশী সে হল ডাইনী।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪২
হাসান মাহমুদ আিরফ বলেছেন: আমি কি মিথ্যা কিছু বলেছি?
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
নাভদ বলেছেন:
অনেক দিন আগে একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, মার থেকে যার দরদ বেশী সে হল ডাইনী।
১২| ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৮
নাজিরুল হক বলেছেন: অবাক হইলাম।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০
হাসান মাহমুদ আিরফ বলেছেন: আমিও হয়েছিলাম।অনেকদিন পর ?কেমন আছেন?
১৩| ২৩ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৮
ম্যাকলাভিং বলেছেন: যার ছাগল সে কাটুক তুমার কি?
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৭
হাসান মাহমুদ আিরফ বলেছেন: কারণ,আমার বিবেক বলতে একটা কথা আছে।আর আমার বিবেক সাদাকে সাদা কালো কে কালো বলতে আমাকে বাধ্য করে
১৪| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২১
শঙ্খচীল বলেছেন: মিনা রানী একটা বিক্রীত রুচীর প্রচন্ড সাম্প্রদায়িক মহিলা। নিজের ছেলের লাশ দিয়ে সে তার সাম্প্রদায়িক ইচ্ছা চরিতার্থ করল।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৮
হাসান মাহমুদ আিরফ বলেছেন: আজকালকার আধুনিক (?) লেখকরা অহেতুক ধর্মীয় বিতর্ক সৃষ্টি করে নিজেদের সুশীল সমাজের প্রতিনিধি করে ।আপসোসের বিষয় হচ্ছে হালজামানার অনেক মিডিয়া তাদের এমন প্রচার করে যে মনে হয় তারা ছাড়া পৃথিবী অচল
১৫| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৯
বিডি আইডল বলেছেন:
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩২
হাসান মাহমুদ আিরফ বলেছেন: হাছা না মিছা মিছা?!????????
১৬| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৬
বিডি আইডল বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৫
বিডি আইডল বলেছেন: ১ম
গতকাল পড়েছিলাম...ইন্টারেস্টিং বিষয়