নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

এই মেয়েটি মানুষ না! :)

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫


একটু ভালো করে ছবিটা দেখুন তো। বছর ১৬এর এক ফুটফুটে জাপানি কন্যাকে দেখা যাচ্ছে। পোশাক পরে স্কুল যাওয়ার জন্য সে তৈরি। ঠোঁটে হালকা হাসি । ওর নাম হল সায়া। কিন্তু ও আসলে মানুষ না। তা হলে ও কি? পরিও তো না ।এক কথায় ও যেন এক জ্যান্ত পুতুল।
টোকিওর এক দম্পতি কম্পিউটার জেনারেটেড ইমেজারির মাধ্যমে তৈরি করেছে সায়াকে। তাই এখন সে একটি পুতুল। কিন্তু তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সায়ার দেহ প্রাণহীন। এতটাই নিখুঁত করে তাকে গড়ে তোলা হয়েছে।
যে টোকিওর ওই দম্পতি টেরুইকি এবং ইউকি ইসিকায়া পেশায় থ্রিডি শিল্পী। কাজের অবসরে তৈরি করেছেন সায়াকে। তারা জানিয়েছেন, স্কিন টেক্সচার তৈরি করাই সবচেয়ে কঠিন ছিল। তবে চুলটা নাকি আসলের মতো হয়নি। তাই চুলের কাজ পছন্দ হয়নি তাদের। যদিও তাদের সৃষ্টি দেখে তাক লেগেছে গোটা বিশ্বের টেকিওরা। তবে এখানেই শেষ না। সায়ার মতো আরো একটি পুতুল বানাতে চলেছে ইসিকায়া ওই দম্পতি। আর তাদের নিয়ে ভবিষ্যতে একটি ফিল্ম বানানোর কথাও ভেবে রেখেছেন তারা। তবে তার আগেই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সায়ার ছবি দিয়ে।
এখানে আরেকটি গরম খবর আছে না পড়লে মিশটেক হইব

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

কল্লোল পথিক বলেছেন: কালে কালে আরও কত কি দেখব।ধন্যবাদ ভাই খবর টি শেয়ার করার জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: প্রেমে পড়ে গেছি সায়া'র! এখন আমার কি হবে?

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

আমি মিন্টু বলেছেন: কি আর হবে আপনার ভাগ্যে রোবট বউ মিলবে ;)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: মিন্টু ভাই, কী দেখাইলেন এইডা? ভাল্লাগসে!

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সাধু ভাই ।
আপনার যে ভাই ভাল্লাগসে তা কি ভাবী জানে? B-) ;)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

নিমগ্ন বলেছেন: নাইস আবিস্কার!!!!

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

টোকাই রাজা বলেছেন: B-)

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

আমি মিন্টু বলেছেন: ;)

৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

তাশমিন নূর বলেছেন: দারুণ। অনেক বছর আগে ব্রাজিলিয়ানদের তৈরি এরকম একটি কাজ দেখেছিলাম। কিন্তু সেটা একেবারে নিখুঁত ছিল না। ইমেজটির দাঁতের ফাঁকে ফাঁকে কালো দাগ রয়ে গিয়েছিল।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

আমি মিন্টু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু ।ভালো থাকবেন । :)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

আবু শাকিল বলেছেন: জাপানের পাব্লিক্লের খাইয়া দাইয়া কাম নাই - খালি পুতুল বানায় =p~

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই :)

৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মিন্টু ভাই, কী কন? অামার তো বিয়ার বয়সই অয় নাই! অাপ্নের ভাবি পামু কই?

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

আমি মিন্টু বলেছেন: ভালা ভালা বয়চ না য়ইলেও সাধু ভাই ডিজিট্যাল ভাবে বয়স বানাইয়া লন তবু ভাবি লাকবো কিন্তু :) ;)

৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

রাশেদ রাহাত বলেছেন: আইলাবু সায়া।।। :-/ :-/ :-/

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

আমি মিন্টু বলেছেন: কমেন্ডে অফুরন্ত মজা পাইলামগো ভাইয়ু অফুরন্ত মজ্জা ;)

১০| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আসলে জাপানিদের খাইয়ে আর কোন কাম নাই তাই ওরা নানা ধরনের আবিস্কারের পিঁছনে লেগেছে ।ধন্যবাদ মিন্টু ভাই শেয়ার করার জন্য ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

আমি মিন্টু বলেছেন: হু ঠিকয় কইছেন মনে হয় ঠ্যাঠা ভাই আপনি ।আপনারেও ধন্যবাদ :) ;)

১১| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার আবিস্কার

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বড় ভাই । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.