নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকের সাথে সকল প্রকার টাকা লেনদেন করার সময় সকল গ্রাহককে অবশ্যয় সতর্কতা অবলম্বন করা উচিৎ

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪


ব্যাংকের সাথে সকল প্রকার টাকা লেনদেন করার সময় সকল গ্রাহককে অবশ্যয় সতর্কতা অবলম্বন করা উচিৎ । মাস দুয়েক আগে এক ফ্রেন্ডের বড় ভাই ব্যাংক থেকে লাক্ষ খানেক টাকা ওঠানোর পরে সে টাকা খরচ করতে থাকেন । একটি পর্যায় তিনি সে টাকাগুলো দিয়ে যাদের সাথে লেনদেন করেছিলেন তাদের মধ্যে থেকে দশটি একহাজার টাকার নোট ফেরত দেয়া হয়
আর সে টাকাগুলো ছিলো জাল নোট ।
আর আজ হতে ১৫ থেকে ২০ দিন আগের একটি ঘটনা একজন ব্যাবসাহী ব্যাংক থেকে
৭০,০০০ টাকা নিয়ে আছেন । আর সে ৭০,০০০ টাকার ভিতরে ৬০,০০০টাকা ঠিক পেয়েছেন আর বাকী ১০,টাকার হিসাব মেলানো হয়ছে ১০টি৫০০টাকার নোটকে কেটে ২০টি ৫০০টাকার নোটের হিসাব ।
এখানে যখন তাকে ৭০,০০০টাকা দেয়া হয়
তখন তাকে একটি ২০হাজার টাকার বান্ডিল দেয়া হয়,আর সেই বান্ডিলটি ঠিকই ছিল ।
কিন্তু আরেকটি যেটি ৫০হাজার টাকার বান্ডিল ছিল সেটিতে কাটা দশটি ৫০০টাকার
ভাজ করে মাঝখানে আঠা লাগিয়ে ২০টি করা হয় ।
তাই যাদের নিয়মিত ব্যাংকের সাথে লেনদেন আছে বা করতে হয় সকলকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেয়ার সময় অবশ্যয় তারা যখন তাদের টাকা চেকের মেশিং দিয়ে টাকা চেক করবেন তখন লক্ষ রাখতে হবে তারা কি টাকার বান্ডিলের দুই পাশেই চেক করছেন কি না ।যদি বান্ডিলের এক পাশে চেক করে দেয় তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে বান্ডিলের দুই পাশেই চেক করিয়ে নেবেন। তাছাড়াও ব্যাংকে দাঁড়িয়েই টাকার বান্ডিল খুলে প্রতেকটি টাকা একটা একটা করে ভালো করে পরিক্ষা করে আপনার টাকা বুঝে নিবেন ।
না হলে ব্যাংকের থেকে টাকা নেয়ার সময়
নিশ্চিত আপনার ক্ষতি হতে পারে ।

ছবি ইন্টারনেট

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

আহলান বলেছেন: হুম ..ঠিক বলেছেন। ব্যাংকের লোকজন ইচ্ছাকৃত ভাবে সুযোগ বুঝে এই কাজ গুলো করে। আমি একবার অনেক টাকা ধরা খেয়েছিলাম। প্রত্যেকটি বান্ডিলে ৩ থেকে ৪ হাজার টাকা কম ছিলো .... বিশ্বাস করে ওখানে দাড়িয়ে না গুনে এনে পরে আর ক্লেইম করতে পারি নাই ....

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: ভাই ব্যাংক এখন অনেক দুই নম্বরী করে। খুব সতর্ক থাকতে হয়। ধন্যবাদ পোষ্টের জন্য।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: সতর্ক থাকি তো।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

আমি মিন্টু বলেছেন: আরও কঠর সতর্ক হতে হবে ।

৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাই, এত গোণাগোণি কি সম্ভব? কিন্তু না হলে আসলেই ধরা খেতে হয়। এক ব্যাংক থেকে বান্ডিল নিয়েছি। এরপর আরেক ব্যাংকে জমা দিতে গেলে তারা সেই তোরা থেকে একটা নোট বাড় করে বললো বদলে দিতে, কেননা সেটা কিছু ছেড়া ছিলো। যদিও সেটা সম্পূর্ণই ছিলো, আর টেপ মারাও ছিলোনা। কিন্তু টেলার অনড়। কি আর করা।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি অনেক সতর্ক থাকি।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯

আমিই মিসির আলী বলেছেন: কাম সারছে!!
ব্যাংকই এমন দুনাম্বারি কাজ কারবার করলে ক্যামতে হয়!! হাতে নাতে ধইরা একদিন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলেই এসব বন্ধ হয়ে যাবে।

সতর্কবার্তার জন্য ধন্যবাদ।

৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: ভয়ানক ব্যাপার !!! X(( সর্তক করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

৮| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

মামুন ইসলাম বলেছেন: Value post tanks

৯| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: উপকারী পোষ্ট! ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২০

সাগর মাঝি বলেছেন: সতর্কতামূলক পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২

আমি মিন্টু বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য ।

১১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৯

সাগর মাঝি বলেছেন: আপনাকেও...

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।

১২| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

সাগর মাঝি বলেছেন: স্বাগতম

২১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৫

আমি মিন্টু বলেছেন: ওয়েলকাম ।

১৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

সাগর মাঝি বলেছেন: :P :P :P

২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫০

আমি মিন্টু বলেছেন: ;) ;) ;) B-) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.