![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সংবিধান এর তৃতীয় পরিচ্ছেদের ২৭ নং অনুচ্ছেদ এ বলা হয়েছে---
Equality before law: All citizens are equal before law and are entitled to equal protection of law.
আইনের দৃষ্টিতে সমতাঃ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
আবার, প্রফেসর ডাইসি এর Theory of Rule of Law এর মধ্যেও Equality Before Law এর কথা বলা আছে। প্রায় সকল লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যেই Equality before law এর কথা বলা আছে।
এ কথাগুলো শুধু বড় বড় জায়গায়ই লিখা রয়েছে। কিন্তু বাস্তবে এর কোন প্রয়োগ নেই (কোন দিন সম্ভবও না)।
কেননা, যদি Equality before law কথাটা Strict and True sense এ মানা হত তাহলে শাসক এবং শাসিত নামে দুটি আলাদা শ্রেণি তৈরি হত না। হ্যাঁ, এটা সত্যি যে, শাসক শ্রেণিকে শাসন করার ক্ষমতা দিয়েছে সাধারণ জনগণই। জনগণ শাসিত হতে চায়, নিয়ন্ত্রিত হতে চায়; তাইতো কাউকে দেশ পরিচালনায় নির্বাচিত করে, নিয়োগ করে। আর এরকম ক্ষেত্রে, শাসিত হলে শোষিত হওয়াটাই স্বাভাবিক(যদিও এটা মেনে নিতে চাইব না কখনোই)।
তুমি দুধ-কলা দিয়ে আমাকে নিমন্ত্রণ করবে, আর আমি সেই দুধ কলা খেতে গেলে চেঁচিয়ে উঠবে এই বলে যে, Equality before...! বাহ্, চমৎকার!!!
সারকথাঃ শাসিত হয়ে থাকতে চাইলে শোষিত হবেই, এটা অনিবার্য।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
ঢাকাবাসী বলেছেন: এসব কাগজেই থাকে বাস্তবে এর ধারে কাছেও আইন নেই!