![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
আগের পর্ব- তিনটি মজার কৌতুক, বিষয়: পাগলা গারদ !
১) এক লোক আসলো হোটেলে কয়েক মাস এর জন্য একটি রুম বুকিং করতে । বড় কাস্টমার দেখে হোটেল ম্যানেজার নিজে সবচেয়ে ভালো রুমটা দেখিয়ে বললো , এখানে স্যার একদম আপনার বাড়ির পরিবেশ পাবেন । মনেই হবে না আপনি হোটেলে থাকতেছেন , মনে হবে আপনি বাড়িতেই আছেন ।
লোকটি বললো " দুর মিঞা ! বাড়ির যন্ত্রনায় হোটেলে থাকতে আসলাম ,এখানেও যদি বাড়িরই পরিবেশ থাকে তাহলে তোমার হোটেলে থাকবো ক্যান "
২) এইটা একটু ১৩+
এক লোক নতুন বউ নিয়ে উঠেছেন এক হোটেলে । পাঁচ দিন থাকার পর বিল দিতে গিয়ে দেখে , তার দুপুরে খাবার বিল সহ এসেছে । লোকটি ম্যানেজারকে বললো আমিতো একদিনও আপনাদের হোটেলে দুপুরে খাই নাই , তাহলে দুপুরে খাবারে বিল করছেন কেনো?
ম্যানেজার বললো - আপনি খান বা না খান , হোটেলে আমার খাবার তৈরী ছিলো । কাজেই আপনাকে বিল দিতে হবে ।
লোকটি পড়লো বিপদে ! একটু চিন্তা করে ম্যানেজারকে বললো - ঠিক আছে আমি খাবারের বিল দিবো , তার আগে আপনি আমার বউ এর সাথে পাঁচ রাত থেকেছেন তার টাকা দেন
ম্যানেজার বললো - আমিতো আপনার বউকে ছুঁয়েও দেখি নাই, আমি কিসের টাকা দেবো ?
লোকটি বললো " আপনি ছুঁয়ে দেখেন বা না দেখেন আমার বউতো আপনার হোটেলেই ছিলো , টাকা আপনাকে দিতেই হবে
৩) এইটা একটু ১৫+
দুই নতুন দম্পতি হানিমুনে গিয়ে উঠেছেন একই হোটেলে । তাদের মধ্যে পরিচয়ের পর বেশ ভাব জমে উঠে । একদিন রাতে খাবারে পর দুই স্বামী বাহিরে গেছেন গল্প করতে ।গল্প করতে করতে অনেক রাত হয়ে যায় । তাড়াতাড়ি হোটেলে এসে ভুল করে একে অন্যের রুমে ঢুকে পড়ে । প্রথম জন রুমে ঢুকে মেঝেতে বসে তার প্রতিদিনকার যোগ ব্যায়াম শেষ করে বিছানায় গিয়ে তার ভুল বুঝতে পেরে স্যরি / দুঃখিত বলে বিছানা থেকে উঠে আসতে চাইছেন তখন মহিলা তার জামার কোনা ধরে বললেন " এখন আর কোথায় যাচ্ছেন ? তারা যা করার এতখনে করে ফেলেছে ! আমার স্বামীতো আর আপনার মত যোগ ব্যায়াম করে না "
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
ডরোথী সুমী বলেছেন: ১ম টা আগেই শুনেছি। আর ২,৩ ফাটাফাটি। কিছু জোকস আছে যা বড়দের জন্য হলেও কারো কাছেই অশ্লীল লাগেনা। খুব মজার।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
আহমেদ আলিফ বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ !!!
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
শূন্য পথিক বলেছেন:
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
আহমেদ আলিফ বলেছেন:
হাঁ হাঁ হা ! হাঁ হাঁ হা !!!
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
হেডস্যার বলেছেন:
আমার স্বামীতো আর আপনার মত যোগ ব্যায়াম করে না "
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
আহমেদ আলিফ বলেছেন: স্যার কেমন আছেন ?
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
মদন বলেছেন:
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
আহমেদ আলিফ বলেছেন:
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
হেডস্যার বলেছেন:
ভালো। এইরকম আনকমন কৌতুক মাঝে মাঝে দিয়েন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আহমেদ আলিফ বলেছেন:
স্যার এর উপদেশ শিরোধার্য !!
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৮
চলতি নিয়ম বলেছেন: + দিলাম
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
আহমেদ আলিফ বলেছেন:
যাক, অবশেষে আপনার + পাওয়া গেলো !
ধন্যবাদ!
৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩
দুষ্টু ছেলেটি বলেছেন: +++++++++
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫
আহমেদ আলিফ বলেছেন:
এতো গুলি প্লাস দেবার জন্য ধন্যবাদ+
১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩
এহসান সাবির বলেছেন:
২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আহমেদ আলিফ বলেছেন:
১১| ০৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪০
গোবর গণেশ বলেছেন: +++++
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
আহমেদ আলিফ বলেছেন:
কার কয়টা কমন পড়ে বলিয়েন ।
নেক্সট পোস্ট দিতে সুবিধা হবে !