![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিষ্পাপ শিশুটার কি এটাই দোষ ....সে বাংলাদেশে জন্মেছিল???
আর কতো বিশ্বজিৎ/রাব্বীর জীবন যাবে রাজনৈতিক এসব হায়নাদের হাতে????
শেখ হাসিনা কি পারেননা এদের রুখতে???
আমার হাসি পায় যখন দেখি পুলিশ/র্যাব চেকপোষ্ট বসিয়ে রাস্তায় মানুষকে তল্লাশি করে!!!!
ছাত্রলীগের হাতের অস্ত্র তারা দেখেনা!!!
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
রিওমারে বলেছেন: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে অস্ত্র নিয়ে পাবলিক প্রকাশ্যে চলাফেরা করে এটা কোন দেশে বাস করি আমরা?? তাহলে আইন শৃঙ্খলা বলতে কি বুঝায়?? পুলিশের আইনে এরা কি অপরাধি নয়??
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
রাফি মানিক বলেছেন: ভাই অস্ত্র হাতে পাবলিক না ....চলাফেরা করে ছাত্রলীগ,
আর এরা সব ধরনের আইনের উর্ধে!!!!!!!!!!!!!!!!!!!
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: না শেখ হাসিনা এদের রুখবেন না। কারণ, উনি এগুলো আছে বা হচ্ছে এটা তো স্বিকারই করেন না।
বরং এসব ব্যাপারে উনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হলে ওরা হয়তো "সোনার ছেলে" উপাধি পেয়ে যেতে পারে।
সুতরাং, সাধু সাবধান।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
বিষণ্ণ বালক বলেছেন: এটাই কি তবে "বিশ্ব শান্তির মডেল"?
মাফও চাই দোওয়াও চাই, ভিক্ষা চাইনা মা কুত্তা সামলা।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
কাঙ্গাল রাক্ষুসী বলেছেন: কেন এত সংঘাত, কেন এত হানাহানি? শুধু ক্ষমতার জন্যই নয়কি? আমরা সাধারণ জনগন কোন সংঘাত চাই না, চাই শুধু শান্তিপূর্ণ সমাজ।