![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগের এদের এতো বড় দুঃসাহস কি করে হয় যে তারা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলে??? তার বঙ্গবীর উপাধি কেড়ে নেওয়ারো হুমকি দেয়!!!!
বঙ্গবীর উপাধি কি কারো বাব দাদার সম্পদ???
যে কাদের সিদ্দিকীকে বর্গা দেওয়া হয়েছিল এখন চাইলেই কেড়ে নেওয়া যাবে!!!
কাদের সিদ্দিকীকে যারা এ সব হুমকি ধমকি দেন আপনারা কি ৭১ এ জন্ম নিয়েছিলেন?
আর কাদের সিদ্দিকী শাহবাগে র্যাব পুলিশ প্রহরায় সরকারের খিচুড়ী খাইয়া বঙ্গবীর উপাধি পায় নাই, তাকে দীর্ঘ ৯ মাস জীবন বাজি রেখে হানাদার পাকিস্তানি ও রাজাকারদের বিরুদ্বে মুক্তিযুদ্ব করতে হয়েছে,হাজারো ত্যাগ স্বীকার/বীরত্ত্ব আর বঙ্গবন্দ্বুর প্রতি চরম আনুগত্যের কারনে তাকে বঙ্গবীর উপাধি প্রধান করা হয়েছিল।
উনি ছিলেন কাদেরিয়া বাহিনির প্রধান,তার অধিনে ছিল ১০ হাজার সশস্ত্র মুক্তিযোদ্বা,বঙ্গবন্দুর প্রতি চরম আনুগত্যের কারনেই তিনি সেই ১০ হাজার মুক্তিযোদ্বা সহ নিজে বঙ্গবন্দ্বুর পায়ে অস্ত্র জমা দিয়েছিলেন, না হলে আজ বাংলদেশের ইতিহাস অন্যরকম হতে পারতো!
বঙ্গবন্দ্বুকে হত্যার পর তিনিই প্রচন্ড প্রতিবাদ করেছিলেন,আপনারা বলবেন তাহলে উনি কেন দিগন্ত টিভিতে যান? সরকার দলের মন্ত্রী যদি দিগন্তের জন্মদিনের কেক কাটতে পারে তাহলে উনার দোষ কোথায়?
গুনি মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হবে আর না হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা ঠিক হবেঃ যে দেশে গুনের সমাদর নাই সে দেশে কোন গুনি জন্মাতে পারেনা।
সবশেষে বলবো ধর্মীয় অনুভুতিতে আঘাত দানকারী , রাজাকার ও জাতীয় পতাকা/শহীদ মিনারে হামলাকারীর শাস্তী হোক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
রাফি মানিক বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
তীর্থক বলেছেন: সহমত...................
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
রাফি মানিক বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
িমল্টসুিম বলেছেন: গুনি মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হবে আর না হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা ঠিক হবেঃ যে দেশে গুনের সমাদর নাই সে দেশে কোন গুনি জন্মাতে পারেনা।
সবশেষে বলবো ধর্মীয় অনুভুতিতে আঘাত দানকারী , রাজাকার ও জাতীয় পতাকা/শহীদ মিনারে হামলাকারীর শাস্তী হোক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
রাফি মানিক বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
আজব প্রাণী বলেছেন: যে দেশে গুনের সমাদর নাই সে দেশে কোন গুনি জন্মাতে পারেনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
রাফি মানিক বলেছেন: ধন্যবাদ
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
ভোলার ডাইরী বলেছেন: গণতন্ত্রের জয় হোক,
বাকশাল নিপাত যাক।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
ভোলার ডাইরী বলেছেন: শাহবাগীদের বক্তব্য অনুযায়ী আমি রাজাকার হলে বঙ্গবন্ধু রাজাকার কমান্ডার : কাদের সিদ্দিকী।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
রাফি মানিক বলেছেন: ঠিক কথাইতো বলছেন..
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
মহাজাগতিক মুসাফির বলেছেন:
শাহবাগ হচ্ছে ভারতীয় র এর সৃষ্টি। এটা প্রজন্ম নয়। এটার নাম পাপের জন্ম।
প্রজন্ম চত্বর নয়। পাপের জন্ম চত্বর।
আমিও ফাসিঁ চাই। যারা আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইত্যাদিকে ভেঙ্গে দিতে চায়। আইন আর বিচার ব্যবস্থাকে ভেঙ্গে দিয়ে রাম রাজ্য প্রতিষ্টা করতে চায়।
যারা দিনের পর দিন অগনিত মানুষের কষ্টের কারন হয় রাস্তা বন্ধ করার নামে।
যারা আমাদের নবী(স) কে গালি দেয়। আমাদের ধর্মীয় বিশ্বাস কে অসম্মান করে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
রাফি মানিক বলেছেন: ভাই আপনিতো আন্তর্জাতিক রাজনীতিতে চলে গেলেন!!!!
রাসূল (সঃ) আমাদের মুসলমানদের প্রান প্রিয়,যারা তাঁকে গাল দিয়ে আমাদের মন ভেঙ্গে দিয়েছে আর দেশে এ অস্থির অবস্থা তৈরি করছে তাদের বিচার বাংলার মাটিতই হবে ইনশাল্লাহ...
রাজাকার যারা সত্যিকার ভাবে বাংলার মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে তাদের বিচারো হবেই হবে।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
তানিয়া হাসান খান বলেছেন: গণতন্ত্রের জয় হোক,
বাকশাল নিপাত যাক।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
মনোজ মুকুট বলেছেন: মন্তব্য করতে চাইছিলা, দেখলাম দুই-একটা ছাগু ঢুইকা আছে ভেতরে। তাই মন্তব্য করলাম না...রুচি হয়নাইক্কা।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
হ্যারিয়ার টু বলেছেন:
বঙ্গবীর বাঘা কাদের একজন মুক্তিযোদ্ধা ছিল।
কিন্তু সে এখন জামাতের (দিগন্ত) বেতন ভুক্ত ভন্ডবীর
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
রাফি মানিক বলেছেন: আপনি কার বেতন ভুক্ত???
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
তীর্থক বলেছেন: তর্ক বাজে দিকে যাচ্ছে। সব যুদ্ধাপরাধীর ফাসি চাই।
জয় বাংলা..............
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: যে দেশে গুনের সমাদর নাই সে দেশে কোন গুনি জন্মাতে পারেনা।