![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গত ১৫।১০।২০১২ তে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলেছিলাম কিন্তু এখন পর্যন্ত জাতীয় পরিচয় পত্র পাইনি!!
কি করতে পারি আমি এখন???
২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩
কস্কি বলেছেন: এনআইডি বিতরণ মনেহয় শুরু হয়নাই! শুরু হলে এলাকার মসজিদে মাইকিং করে জানিয়ে দেয়া হবে!!
৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১
ট্যটলার বলেছেন: আমি তিন বছর পর কার্ড পাইছি । তাই কিপ ওয়েটিং
৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
সুলাইমান হাসান বলেছেন: এলাকার মসজিদে মাইকিং করে জানিয়ে দেয়া হবে। Don't worry.
৫| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ইসলামিক ফাউন্ডেশন (জাতীয় পরিচয় পত্র অফিস) । আগারগাও, ঢাকা।
এখানে যোগাযোগ করেন।পনি ছবি তোলার সময় আপনাকে যে স্লিপটা দেয়া হয়েছিল সেটা দেখাতে হবে। কারণ জানেতো ভাই বাংলাদেশ বলে কথা অনেক সময় raedy হলেও এলাকায় আসতে আসতে ১ বছর লেগে যায়। তাই আপ্ন যদি স্লিপটা নিয়ে যান তাহলে তৈরী হয়ে গিয়ে থাকলে পেয়ে যাবেন সেদিনই। আমিও নিজে গিয়ে নিয়েছিলাম। আর হাঁ যদি by chance ready হয়ে না থাকে আর আপনার খুব দরকার থাকে তাহলে যদি ৫০০ টাকা ঘুষ দেন তাহলেও দু'দিনে পেয়ে যাবেন। কিনতু তারপরেও যদি ঐ স্লিপটা হারিয়ে ফেলে থাকেন তাহলে ঘুষ দিলেও তারা আপনাকে সাহায্য করতে পারবে না কেননা ওই স্লিপটা একটা প্রমাণ আপনি কোন এলাক্র বাসিন্দা নয়তো তারা কিভাবে জানবে আপনি যা বলছেন তা সত্য কিনা বা আপনি কোথা থেকে এসেছেন?
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
লিচপেথ বলেছেন: ইসলামিক ফাউন্ডেশন (জাতীয় পরিচয় পত্র অফিস) । আগারগাও, ঢাকা।
এখানে যোগাযোগ করেন।