![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৪ এপ্রিল গনজাগরন মঞ্চ (এখন আর তারা প্রজন্ম চত্তর বলে না) মহাসমাবেশ ডেকেছে ,কিন্তু কেন এ দিন??
কারন এদিন বাংলা নববর্ষ ,এমনিতেই নববর্ষের দিন রমনা,শাহবাগ,টিএসসি তে মানুষের ঢল নামে তাই ঐ ঢলকে নিজেদের মহাসমাবেশে যোগ দেওয়া জনস্রোত বলে চালিয়ে দেওয়া যাবে !!!
আর কিছু মডিয়াতো আছেই যারা ২০০ জনকে সভাকে সারাদিন লাইভ দেখায় আর লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রকে লাইভ দেখায় না,
যদি পারেন নববর্ষের দিন ছাড়া অন্যদিন সভা করে দেখান, দেখি কতো মানুষ হয়!!!
আমি জানি এ লেখা পড়ার পর অনেক অহিংস,প্রগতিশীল,দেশপ্রেমিরা গালাগাল করবেন তাতে আমার কিছু যায় আসেনা,
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
পুংটা বলেছেন: বুঝলামনার ফাসি চাই।
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
রাফি মানিক বলেছেন: ফাসি চাইছেন.।
কপাল ভালো আমার ফাঁসি চাননি!!!
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
জেরিফ বিন্ আমির বলেছেন:
ভাইজান দেখি একেবারে খাপে খাপ বুঝছেন। ব্যাপারটা আমার মাথায়ও এসেছিল। ময়লাগুলো নিজেদের খুব স্মার্ট ভাবে। ২০০ জন তো বেশিই বলেছেন।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
মুহসিন বলেছেন: ভাই সংখ্যাগুরুরা তো লাইমলাইটে এমনিই এসে গেছে, সংখ্যালঘুরাই বরং অসহায়, তাই মিডিয়া সেদিকেই যায়।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
ক্লিকবাজ বলেছেন: ২০০ জনের সভাকে সারাদিন লাইভ দেখানোর সময় নির্লজ্ব্য ভাবে ক্যামেরাটা ধরে পায়ের নীচ থেকে আকাশের দিকে তাক করে। যাতে কয়জন লোক সেখানে আছে তা যেন পরিস্কার বুঝা না যায়। উপর থেকে একবারও ঠিকমত ল্যান্ডস্কেপ দেখায় না। হায়রে ক্যামেরা ধরার বাটপাড়ি টেকনিক, দালাল মিডিয়াগুলি মনে করে পাবলিক কিছুই বুঝে না, তবে এখন তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে, শাহবাগ নিয়ে অতি লম্ফ-ঝম্ফ করে তাদের চ্যানেল রেটিং কোন পর্যায়ে নেমে এসেছে।
দালাল মিডিয়াগুলিকে আবারও পরিস্কার করে বলতে চাই, দর্শক ঠ্যাং দেখতে চায় না, মাথা দেখতে চায়, সৎ সাহস থাকেতো উপর থেকে ক্যামেরা ধরিস।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
আরাফাত হোসেন অপু বলেছেন: ডা: এমরান একটা ধোকাবাজ.......শয়তান টা আমাদের আবেগ নিয়ে খেলছে!!!!
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
অচিন.... বলেছেন: গালাগালি করলাম না, মাফ কইরা দিলাম
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
মেঘ বলেছে যাব যাব বলেছেন: ক্লিকবাজ বলেছেন: ২০০ জনের সভাকে সারাদিন লাইভ দেখানোর সময় নির্লজ্ব্য ভাবে ক্যামেরাটা ধরে পায়ের নীচ থেকে আকাশের দিকে তাক করে। যাতে কয়জন লোক সেখানে আছে তা যেন পরিস্কার বুঝা না যায়। উপর থেকে একবারও ঠিকমত ল্যান্ডস্কেপ দেখায় না। হায়রে ক্যামেরা ধরার বাটপাড়ি টেকনিক, দালাল মিডিয়াগুলি মনে করে পাবলিক কিছুই বুঝে না, তবে এখন তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে, শাহবাগ নিয়ে অতি লম্ফ-ঝম্ফ করে তাদের চ্যানেল রেটিং কোন পর্যায়ে নেমে এসেছে।
দালাল মিডিয়াগুলিকে আবারও পরিস্কার করে বলতে চাই, দর্শক ঠ্যাং দেখতে চায় না, মাথা দেখতে চায়, সৎ সাহস থাকেতো উপর থেকে ক্যামেরা ধরিস
সহমত
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
বেলাল আহমেদ রাসেল বলেছেন: শালারা বলদ তাই দেশের মানুষকেও সহজ-সরল মানুষকেও বদল মনে করে, তবে দেশের মানুষ এখন অনেক সজাগ
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
আশিকুর রহমান ১ বলেছেন: কি হপে? সবাইরে নিজেদের লোক বইলা দাবী করলেই কি তারা আমলীগরে ভুট দিয়া দিবে? নাকি সবাই ডাক্তর সাহেবের মতো হাম্বা হাম্বা ডাক দিবে?
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
নীল_সুপ্ত বলেছেন: ক্লিকবাজ বলেছেন: ২০০ জনের সভাকে সারাদিন লাইভ দেখানোর সময় নির্লজ্ব্য ভাবে ক্যামেরাটা ধরে পায়ের নীচ থেকে আকাশের দিকে তাক করে। যাতে কয়জন লোক সেখানে আছে তা যেন পরিস্কার বুঝা না যায়। উপর থেকে একবারও ঠিকমত ল্যান্ডস্কেপ দেখায় না। হায়রে ক্যামেরা ধরার বাটপাড়ি টেকনিক, দালাল মিডিয়াগুলি মনে করে পাবলিক কিছুই বুঝে না, তবে এখন তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে, শাহবাগ নিয়ে অতি লম্ফ-ঝম্ফ করে তাদের চ্যানেল রেটিং কোন পর্যায়ে নেমে এসেছে।
দালাল মিডিয়াগুলিকে আবারও পরিস্কার করে বলতে চাই, দর্শক ঠ্যাং দেখতে চায় না, মাথা দেখতে চায়, সৎ সাহস থাকেতো উপর থেকে ক্যামেরা ধরিস
পুরোপুরি সহমত সহমত
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
সত্য কথা বলি বলেছেন: এদেশের মানুষ শনিবারের পর থেকে নতুন করে বুঝতে শুরু করেছে এদেশ কার !