![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
প্রকৃতির প্রতিফলন বলেছেন: +++++
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
যোগী বলেছেন:
এতটুকু পরিবর্তন না করলেই কি কিয়ামত এসে যাবে?
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
অনার্য পথিক বলেছেন: এইসব ব্যাঙ্গ কার্টুন দিয়ে ঘৃণা বাড়ানো যায়, মানুষ হওয়া যায় না।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
রাইসুল বাঙ্গালী বলেছেন: নারীর শরীরে কোন অশ্লীলতা নাই; আছে পুরুষের মন আর মগজে।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২
রাফি মানিক বলেছেন: বাঙ্গালীর মতই কথা কইছেন!!
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
এ সামাদ বলেছেন: সুন্দর পোষ্টে+++++++
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
দিশার বলেছেন: ইসলামী আইন য়ে তো লাস্ট এর ছবির মেয়েটার চুল দেখানো জায়েজ নাই। কি ছবি দিলেন ভাই ? আমার যে গুনাহ হইয়া গেল।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
চলতি নিয়ম বলেছেন: শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পাল্টালেই সব ঠিক হয়েযাবে। তাছাড়া কোনভাবেই কাজ হবে না। যেমন পপির ছবিটা আপনি খুঁজে বের করে আমাদের দেখাচ্ছেন যেটা হয়তো কোনদিন দেখতাম না।
বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদুর।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
রাফি মানিক বলেছেন: এই একটা ছবিতেইতো দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারলেননা!!!!
আমি ছবিটা দিয়ে ভূল করেছি কিন্তু আপনি ভালো দৃষ্টিতে দেখলেইতো হতো!!
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
এবি নেওয়াজ বলেছেন: শালার যোগী টাইপের ভারতীয় দালাল গুলা সব নষ্টের মূল
১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
সরদার হারুন বলেছেন: দেশে হেফাজাতে ইসলাম না হেফাজাতে তালেবান সেটাই বুঝিনা।
আমি উম্মি মানুষ বুঝিনা ।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
প্রকৃতির প্রতিফলন বলেছেন: মোল্লাদের এই মধ্যযুগীয় দাবী কিছুতেই মেনে নেয়া যায় না।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
হাবিব০৪২০০২ বলেছেন: এব্যাপারে আমার মূল্যায়ন-
মেয়েদের গৃহিণী হওয়ার সুবিধা অসুবিধা
রক্ষণশীল ও ওপেন সমাজের সুবিধা-অসুবিধা
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
এবি নেওয়াজ বলেছেন: সব মেয়েরা পর্দা করলে হনুমান গুলার যৌন ক্ষুধা কে মিটাইব তাই এর বিরোধীতা করে
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
শুক তারা বলেছেন: এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার, , আর নারিদের পর্দা করা না করা দেখার দায়িত্ব তার পরিবারের। বাইরের যারা তারা উপদেশ দিতে পারে। এভাবে জোরপূর্বক চাপানোটা যুক্তিযোগ্য না
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
কাফের বলেছেন: যদি মানুষিকতা নোংড়া হয় তা হলে নারীকে হাজার কাপোড় দিয়া ঢাইকা রাখলেও মনে মনে অনেক কিছুই ভাইবা নেওয়া যায়।
আপনি আপনার দৃষ্টি সংযত এবং মানুষিকতা পরিষ্কার রাখেন পোশাক নিয়া আর কোনো সমস্যা থাকবে না।।
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
ফার্ুক পারভেজ বলেছেন: রাফি মানিক ব্রাদার উপরে কয়েকজনকে দেখা যাচ্ছে উনারা পর্দার-হিজাবের বিপক্ষে
উনাদের মন-বাসনা হচ্ছে
নারী বিকিনি পরে ঘুরে বেড়াবে, উনারা দেখে দেখে তাদের দু নয়নকে ধন্য করবে, রাস্তা ঘাটে পার্কে যেখানে খুশি খায়েস পুর্ন করিবে।
তাই ইসলাম হচ্ছে তাদের শত্রু
আর নারীর পর্দা-আব্রু, সম্মান, অধিকার এগুলো হচ্ছে হাস্যকর ব্যাপার।
নারীর পর্দা প্রথা যেসব দেশে আইন হিসেবে চালু আছে সেসব দেশের নারী নির্যাতনের হার এবং আর যেসব দেশে
চালু নেই কিংবা পর্দা নিষিদ্ধ সেসব দেশের নারী নির্যাতনের হার দেখলেই
বোঝা যায় নারীর সম্মান রক্ষার্থে পর্দার গুরুত্ব কত বেশি।
ধন্যবাদ।
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
প্রকৃতির প্রতিফলন বলেছেন: @ চলতি নিয়ম ভাই,
আমিও আপনার সাথে একমত যে, "শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পাল্টালেই সব ঠিক হয়ে যাবে।"
তাই আমি আপনাকে বলছি- আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান।
ধানাই-পানাই বাদ দিয়ে আল্লাহ্ বিধান সমূহ মেনে নিন।
আল্লাহ্ বলেনঃ
"মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে আল্লাহ ও তাঁর রসূলের দিকে তাদেরকে আহবান করা হয়, তখন তারা বলেঃ আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। তারাই সফলকাম। (সুরা আন নুরঃ ৫১)
আল্লাহ্ আরো বলেনঃ
"তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। (সুরা বাকারা: ২১৬)
বন্দীত্বের দোহাই দিয়ে যারা মেয়েদেরকে আসলে কাপড় খোলাতে চান, তারা জানেন আ যে প্রকৃতপক্ষে মেয়েদেরকে আরও বেশি বন্দী করেন। এইদেশে ছেলে মেয়ে উভয়ের কাপড় চোপড়ে যে ব্যাপক বিবর্তন হয়েছে তা অজানা নয়। এইদেশে ১৯৯৯ সালে কোন মেয়ে মাজাক্কালি পরার শখ হয় নাই, হয়েছে হিন্দী সিনেমা দেখার পর। এইদেশে ১৯৫২ সালে লেগিংস পরে কোন মেয়ে মাঠে নেমেছে দেখা যায় না, এটা দেখা যায় ২০১১ সালে। চিপা জিন্স দূরে থাক, আজ থেকে ১০ বছর আগে জিন্স পরতেও কোন মেয়েকে দেখা যায় নাই, আজকে অলিতে গলিতে। আপনি কি কখনও চিন্তা করেছেন কারা ঠিক করে মেয়েরা কি পরবে ? কাদের হাতের ডিজাইনের জামা ফলো করছি আমরা ?
একটা মেয়ে কি কাপড় পরে সেটা ঠিক করে তার কালচার, ফ্যাশন হাউজ আর কিছু মডেল, সেটা সেই মেয়ে ঠিক করে না। বরং সে মার্কেটে যায়, সিনেমা দেখে, ম্যাগাজিন ঘাটে, সেখানে যেসব ড্রেসের বিজ্ঞাপন করা হয় সেগুলোই তারা পরে। আজকে যেটাতে স্মার্ট লাগছে, কালকে সেটা ক্ষ্যাত, কে বলেছে ? শখ আর সারিকা বলেছে।
কাদেরকে দিয়ে ঠিক করানো হয় কোনটা পরতে হবে আর কোনটা খুলে ফেলতে হবে ? এটা ঠিক করানো হয় এই মম-বিন্দু-ইশানাদের কে দিয়ে। বছরখানেক আগে লাক্স চ্যানেল আইয়ে এইদেশের মেয়েদেরকে শেখানো হল পার্টিতে গেলে হাটুর উপর কাপড় তুলতে হয়। নকশা শেখায় দিল ওড়নার জায়গা বুকে নয়, হাতে, না পরলেও চলবে। হিন্দী সিরিয়াল আর সিনেমাগুলো শেখায় শাড়ির ফাঁকে নাভি না দেখিয়ে চাম্মাক চালো হওয়ার কোন সুযোগ নেই। আমার প্রশ্ন তথাকথিত “স্মার্ট”,”উচ্ছল” এবং “মুক্ত” মেয়েরা যখন এইসব কাপড় পরে তখন কি তারা সেগুলো নিজে থেকে পরে নাকি তাদেকে এইসব ড্রেস পরানোর সেগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করে সাইকোলজিক্যালি তাদেরকে প্রেসার দেয়া হয় ?
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
নিষ্কর্মা বলেছেন:
সময় হৈছে, তাড়াতাড়ি মাইয়াদের ঘরে ঢুকায়া রাখি। তাইলে বাড়িতে বুয়াদের আসা বন্ধ হৈবে। হুজুররা হুজরাতে নিজেরা রাইন্ধা, খাইয়া, এরপরে ইসলামি আন্দোলনের কতটুকু সময় পাইবো সেইডাও ভাববার বিষয়।
ইসলামি বাংলাদেশে মহিলা নিউজকাস্টার থাকবো না। কেননা নারী কোন বেগানা পুরুষের সামনে যাইতে পারে না। ইসলামি বাংলাদেশে কোণ মহিলা পুলিশ থাকপের পারে না, কেননা নারী কোন বেগানা পুরুষের সামনে যাইতে পারে না। ইসলামি বাংলাদেশে কোন অভিনেত্রী থাকতে পারেন না, কেননা নারী কোন বেগানা পুরুষের সামনে যাইতে পারে না।
অতএব, হে মুমিনগণ, আইসো আমরা ভারতের এই তাঁবেদার দেশে ইসলাম কায়েম করি।
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
aiubian বলেছেন: দিশার বলেছেন: ইসলামী আইন য়ে তো লাস্ট এর ছবির মেয়েটার চুল দেখানো জায়েজ নাই। কি ছবি দিলেন ভাই ? আমার যে গুনাহ হইয়া গেল
হা হা পগে
২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
চলতি নিয়ম বলেছেন: @ প্রকৃতির প্রতিফলন, আপনি আসল কারন টা ধরতে পারছেন বাট সমাধান যেটা দিচ্ছেন সেইটা আসল সমাধান না। পরিবর্তন টা যেমন হয়েছে ধীরেধীরে সমাধান টাও করতে হবে ধীরে ধীরে, মাথা খাটায়ে, জোর জবরদস্তি করে নয়। শব্দ চয়নে আরো মনোযোগী হবেন আশাকরি।
আপনি ঠিক তো জগৎ ঠিক।
২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
জাতির চাচা বলেছেন: শাহবাগীরা কী চায়??? নারী বেপর্দা হয়ে ঘুরে বেড়াক!
২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
এ জাফর বলেছেন: হেফাজতের দাবী মানলে তো আর উনারা এখানে সেখানে, পার্কে বসে মেয়েদের সাথে লটর পটর করতে পারবেন না তাই যত আপত্তি। নিজের স্বার্থ পাগল ও বোঝে!
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এম এম কামাল ৭৭ বলেছেন: নিশোর কে সুন্দর লাগছে।
২৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮
বাংলাদেশী দালাল বলেছেন:
নারিদের পর্দা করা না করা দেখার দায়িত্ব তার পরিবারের।
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
নাসীম আহমেদ খান বলেছেন: মানতে পারি আর না পারি , ভালো কে ভালো আর খারাপ কে খারাপ বলতে পারা উচিত আমাদের সবারই । পর্দা কখনই খারাপ না বরং মেয়েদের জন্য এর চেয়ে ভালো পথ নাই। সেই সাথে ছেলেদেরও পর্দা আছে এবং ওইটার কথাও বলতে হবে @লেখক।
কিন্তু তাই বলে পর্দা করা খারাপ - এই কথা যারা বলে তারা সরাসরি বলে দিলেই তো পারে যে তারা মুসলমান না , অথবা ধর্মের কিছু ব্যাপার মানেন আর কিছু ব্যাপার অস্বীকার করেন ।
কারন যারা মুসলমান না তাদের সাথে আমরা আমাদের ধর্মীয় ব্যাপার নিয়ে তর্ক করব না । তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে।
যারা বলতেছেন পর্দা করলে মেয়েরা বন্দী হয়ে যাবে তাদের ব্যাপারে কিছু বলার নাই - কারন তারা জানেনই না ঠিকমত পর্দা কি ? না জেনে কথা বলার কারনে তাদের ক্ষেত্রে " ধর্মান্ধ " এর বিপরীতার্থক কোন শব্দ ব্যাবহার করা যায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
একাকী বাংলাদেশি বলেছেন: শিরোনাম হওয়া উচিত ছিলো ১৮+