![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যে কোন কারনে হোক গিয়ছিলাম পাকিস্তান এম্বাসিতে,
সেখানে অনেক ছবির মাঝে দেখলাম জিন্নার ছবি...।
এম্বাসির লোকদের কাছে জানতে চাইলাম ইনি কে??
তারা অত্যন্ত সম্মানের সাথে বললো ইনি কায়েদে আজম জিন্নাহ!!
আমি প্রায় আধঘন্টা সেখানে ছিলাম আর ঘুরে ঘুরে দেখলাম তাদের জাতীয় নেতাকে কতোনা সম্মান করে তারা,সেদেশেও ক্ষমতার পালাবদল হয় কিন্তু জিন্নার সম্মান থাকে সব সময়,
আর আমরা???
বঙ্গবন্দুকে কি পারিনা সধা সম্মানের আসনে রাখতে??
জিয়াউর রহমানকে তার প্রাপ্র সম্মান টুকু দিতে??
তাজউদ্দীন আহমদ সহ জাতীয় নেতাদের সব বিতর্কের উর্দ্বে রাখতে??
২| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৪
বাংলাদেশী দালাল বলেছেন:
আমাদের পক্ষপাত মূলক মন মানষিকতা কি দ্বায়ি নয়? @ রুবেল ভাই
@ লেখক "পাক" কথাটা শুনলে শরিরে জালা ধরে যায়। শিরনাম টা একটু ঠিক করে দেয়া যায় না?
৩| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৪৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: মজার কথা বলি: তবলিগ পার্টি পাকিস্তান থেকে এসেছে আমাদের এলাকায়, বয়ান দিচ্ছে, মুসলমানদের জাতির পিতা একজনই, হযরত ইব্রাহিম (আ।
তখন মাত্র মুজিবকে শতাদ্বীর সেরা বাঙালী ঘোষণা করা হয়েছে। তাই নিয়ে আওয়ামী ছাগলারা বারে বারে জনগনকে মনে করিয়ে দিচ্ছিলো তিনি আমাদের জাতির পিতাও।
তার প্রেক্ষিতেই তবলিগীদের এই বয়ান।
আমি বিনীত ভাবে জিগাইলাম, হুজুর মো: আলী জিন্নাহ্ কে যখন কায়েদে আজম (জাতির পিতা ) মো: আলী জিন্নাহ্ বলেন তখন বয়ানটি মনে থাকে নি আপনার ?
বয়ানের হুজুর প্রসঙ্গ পাল্টাইয়া ফালাইলেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭
কামরুল ইসলাম রুবেল বলেছেন: না সম্ভব না কারণ দু'জনই ব্যক্তিস্বার্থকে বড় করে দেখে নিহত হয়েছেন। ভদ্রোচিতভাবে বিদায় নিতে পারেননি।