নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো!!

নারীরা পণ্য নয় তবু কেনো পণ্য হয়!! নারী যন্ত্র নয় তবু কেন যৌনযন্ত্রই ভাবা হয়!!

নামহীন আমি অনামিকা

নামহীন আমি অনামিকা › বিস্তারিত পোস্টঃ

এডাল্ট পোস্টের নামে এমন কিছু পোস্ট ও ছবি বা ভিডিও!!

১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২

এডাল্ট পোস্টের নামে এমন কিছু পোস্ট, ছবি বা ভিডিও বিভিন্ন ব্লগে দেখি, যা নারীদের জন্য লজ্জাকর এবং অসহনীয়। এটা কি বিকৃত মনের পরিচায়ক নয়? এটাও কি একপ্রকার ইভটিজিং নয়?



অনেকে হয়তো বিতর্ক করতে পারেন--কিন্তু নিজেকে একজন মেয়ের আসনে বসিয়ে ভাবুন তো--এতে ব্লগের পরিবেশ নষ্ট হয় কিনা? আর এতে তার নিজের সম্মান কি বাড়ে?



তা লেখেন পুরুষরাই নিজ নামে কিংবা ছদ্মনামে। অথচ তারা ভাবেন না যে, এসব আপত্তিকর ও রুচিহীন বিষয়ের পাঠক নারীরাও হতে পারে? এমনকি তার নিজের মা-ভাই-বোনও যে তার লেখার পাঠক হতে পারে--সেটাও তারা ভাবেন না?



সেই লেখার ভয়ে একজন নারী হিসেবে এখানে লিখতে আমি এদ্দিন সাহস পাইনি। আবার অনেকেই মেয়েদের সম্মান করতেও জানে না, নারীর পোস্টে যাতা মন্তব্য করে বসে--যা তিনি তার মা-বোনের ক্ষেত্রে পারতেন কি?



আজ পরীক্ষামূলকভাবে এই পোস্ট লিখলাম। আসুন নারীর অসম্মান করাকে ''না'' বলি----

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আচ্ছা একটা কাজ করলে ক্যামন হয়, আপনি এমন কিছু পোষ্ট দ্যান যাতে পুরুষরা লজ্জা পায় :D :D :D (এই পোষ্ট ছাড়া)

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৫

নামহীন আমি অনামিকা বলেছেন: না ভাই, এটা ভাল মানুষের কাজ হবেনা যে,কাউকে লজ্জা দেয়া। তবে গঠনমূলক পোস্ট দেবো যাতে সবাই সচেতন হতে পারি।

আমার মতে, ব্লগে লেখার উদ্দেশ্যই হচ্ছে নিজে কিছু শেখা এবং ভালো কিছু শেয়ার করা ।

২| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

দালাল০০৭০০৭ বলেছেন: কথা সত্য।

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৭

নামহীন আমি অনামিকা বলেছেন: আাপনাকে অনেক ধন্যবাদ সহমত পোষণ করায়

৩| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ভোরের সূর্য বলেছেন: ১৬২ জন পড়ার পরেও কেউ মন্তব্য না করাটা দুঃখজনক।
আপনার সাথে সহমত ইভটিজিং কে "না" বলার জন্য।
তবে কে কি করুক বা বলুক তাতে আপনার কি। আপনার লেখা আপনি লিখে যাবেন এবং তার মাধ্যমেই আপনি আপনার সম্মান প্রতিষ্ঠা করতে পারবেন। এমন কি ব্যাক্তিগতভাবে আপনাকে যদি কেউ কিছু বলেও থাকে তাহলেই বা আপনি সাহস হারাবেন কেন? আপনি আপনার মত লিখে যাবেন। সুস্থ স্বাভাবিক ব্লগাররা অবশ্যই আপনার পাশে থাকবে।

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

নামহীন আমি অনামিকা বলেছেন: আপনার সাহস যোগানোর জন্য ফুলেল শুভেচ্ছা; আপনার সাথে একমত। তবে ভাই--আমি বাজে মন্তব্যের ভয়ে মন্তব্য মডারেশনে রেখেছিলাম।

বহু বাজে মন্তব্য করেছে অনেকেই-- তাদের নাম উল্লেখ করে সামনে পোস্ট দেবো যাতে তাদের সবাই ইভটিজার হিসেবে চিহ্নিত করা যায়।

''পরের তরে'' নামের একজন ছদ্মবেশী ৪বার একই বাজে মন্তব্য করেছে--যা প্রকশযোগ্য নয়।

যাদের ভদ্রলোক মনে হয়েছে-তাদের মন্তব্য আমি প্রকাশ করেছি ভাই--যেমন আপনার।

৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৯

বাংলার ঈগল বলেছেন: বিষয় বস্তুর সাথে মিল পেলাম না /:)

শেষের আহবান অবশ্যই সঠিক, কিন্তু এই অসন্মানের জন্য নারী নিজেই কি অনেকখানি দায়ী নয়?

দুই ভদ্রলোক কথা হচ্ছে:

১ম : নারী তার অধিকার আদায় করতে যেয়ে অসন্মানিত হচ্ছে।

২য়: কিভাবে, বুঝিয়ে বলুন তো?

১ম: এই আমাদের পাবলিক বাসে চড়ার কথাই ধরুন, আগে আমরা বাসে চড়তাম কিন্তু বাসে মহিলা থাকলে আমরা সিট ছেড়ে দিয়ে দাড়িয়ে যেতাম। আর এখন তো কেউ সিট ছেড়ে দাড়ায় না কারন তাদের সংরক্ষিত আসন আছে, কোন পুরুষ যদি সংরক্ষিত আসনে বসে তাহলে তার আর রক্ষা থাকে না! তাই আসনের অতিরিক্ত মহিলা থাকলে পুরুষরা আর ছাড় দেয় না সম্মানও দেখায় না।

২য়: যুক্তিটা সঠিক। নারীর অধিকার আদায় করতে হবে কেন আমরা তাদেরকে সম্মানিত করতে চাই, অধিকার দিতে চাই সচেতনভাবে।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

নামহীন আমি অনামিকা বলেছেন: আংশিক সহমত ভাই; তবে যারা ভদ্রলোক তারা কখনোই তাদের চরিত্র বদলায় না।

মানে যারা আগেও নারীকে সম্মান করেছে তারা সবসময়ই তাদের সম্মান করবে।

৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

ভোরের সূর্য বলেছেন: আপনি মডারেশন করেছেন তাইতো বলি মন্তব্য প্রকাশ হল না কেন তখনই। ভাবলাম সামুর কোন সমস্যা।
তবে খারাপ মন্তব্যের জন্য ভয় পেয়ে মন্তব্য মডারেশন করা ঠিক মনে হলনা। কারন মন্তব্য করার অধিকার সবার আছে। কারো মন্তব্য খারাপ লাগলে সেটা আপনি মুছে দিতে পারেন, সেই সুবিধা আপনার কাছে আছে।অথবা মডারেটরের কাছে অভিযোগ করলে মডারেটররাই মন্তব্য মুছে দিবে বা সেই ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর আমরা পাঠকরাই সেই ব্লগারের বিরুদ্ধে কথা বলতে পারতাম এবং চিনতে পারতাম।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২

নামহীন আমি অনামিকা বলেছেন: পুরো একমত নই ভাই--অসভ্যদের মন্তব্য মুছে দিলে--অনেকেই চেঁচায় দেখেছি। আর অযথা গালি খাবার মানেও হয়না।

তাছাড়া বাজে মন্তব্য প্রকাশের পর মুছে দিয়েই বা কী লাভ--অপমানের পর।

এরচে অমন শয়তানদের আঁতুড়ঘরেই গলা টিপে মেরে ফেলাই সঠিক।

দুঃখিত শক্ত কথা বলার জন্য

৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: আসেন আমরা সবাই ভাল মানুষ হয়ে যাই - নারী-পুরুষ নির্বিবাদে ।

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

নামহীন আমি অনামিকা বলেছেন: অনেক ধন্যবাদ মানুষের এই আন্দোলনে থাকায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.