নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ৫ জানুয়ারী বাংলাদেশে গণতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে

২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

৫ জানুয়ারী বাংলাদেশে গণতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে : হোসেন জিল্লুর রহমান

‘বাংলাদেশে ১৯৯০ এর পর শুরু হওয়া গণতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে আগামী ৫ জানুয়ারী’- আজ শনিবার বাংলাভিশনের ফ্রন্ট লাইনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান একথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধ্যায়ের এই সমাপ্তি হচ্ছে গণতান্ত্রিকভাবেনির্বাচিত সরকারের হাত ধরে।

তিনি আরো বলেন, এতদিন আওয়ামী লীগের অবস্থান কিছুটা ধোয়াটে থাকলেও বর্তমানে তা একেবারেই সাদাকালো তথা স্পষ্ট। তবে ৫ জানুয়ারী নির্বাচন করা হলে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের বিষয়ে আগামী ৭ জানুয়ারীর দিকে বড় রকমের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

তিনি বলেন, সরকারদলীয় বুদ্ধিজীবীরা ৫ জানুয়ারীর নির্বাচনকে বৈধ করার জন্য নতুন যুক্তি দেওয়া শুরু করতে পারেন। ইতোমধ্যে তারা একাদশ নির্বাচন নিয়ে আলোচনার কথা সামনে নিয়ে এসেছে। তাছাড়া তারা দেশের স্বার্থে কিছু দিনের জন্য একদলীয় শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও বলতে পারেন। ফলে দীর্ঘ ২৩ বছরের গণতান্ত্রিক চর্চার সমাপ্তি ঘটলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে।

তিনি বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তা হবে অবৈধ সরকার। এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। এর প্রতিবাদে সব সম্পাদকের যৌথ সম্পাদকীয় লেখা উচিত। অর্থনীতিবিদ, শিক্ষক তথা সর্বমহল থেকে প্রতিবাদ আসা দরকার।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

nurul amin বলেছেন: এটা দেশের জন্য লজ্জার

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

পাঠক১৯৭১ বলেছেন: বালছাল টাইপের হাউকাউ পোস্ট

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

nurul amin বলেছেন: তোমার পিছলা হয়ে গেছে ভাল করে দেখ

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,

কে কি বালছাল বলছে, আমরা সবাই শুনতেছি, আপনি একা শোনেনি; আপনার কি বালছাল বিশ্লেষন, সেটাই আমার দরকার; আপনি তো নিজের বালছাল কিছুই যোগ করেনি!

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

nurul amin বলেছেন: আপনে শুনলে চুপ করে থাকেন যারা শুনে নাই তাদের জন্য

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

nurul amin বলেছেন: আপনে শুনলে চুপ করে থাকেন যারা শুনে নাই তাদের জন্য

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

HHH বলেছেন: পাঠক১৯৭১

তুই আবার আইছস? কালকে যে সবাই মিলা তোর পোন্দ মারলো তারপরেও লজ্জা হয় নাই?

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

পাঠক১৯৭১ বলেছেন: @nurul amin,


কে কি বালছাল বলছে, উহা সংবাদের বিষয়; ব্লগিং হলো সবকিছুরউপর নিজের ভাবনা ও এনালাইসিস, ওকে ডোডো!

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

nurul amin বলেছেন: বাকশালীরা আবার ৭১ লাগায় লজ্জা নাই এদের

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

গ্রাম্যবালক বলেছেন: আমাদে দেশে গনতন্ত্র বলে কিছু নেই। দুই পরিবারের মধ্যে ক্ষমতা কুক্ষিগত। আর এদের সহযোগিতা করতেছে কিছু সুবিধাভোগী জানোয়ার। দেশের ১৬ কোটি জনতাকে বঞ্চিত করে এরা সম্পদের পাহাড় গড়েছে প্রশাসনে কিছু জারজ সন্তান প্রতিপালন করে।অস্ত্রের মুখে পুরো দেশ আজ জিম্মি হয়ে আছে। প্রতিবাদ করলেই খুন হতে হচ্ছে নিরিহ জনতাকে।।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

nurul amin বলেছেন: লজ্জায় এদের মরা উচিত

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

পাঠক১৯৭১ বলেছেন: @nurul amin ,


আমি বাকশাল (তত্বে ) এ বিশ্বাস করি, এটা আমার ভাবনা ও ভালোবাসা।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ইমরান হক সজীব বলেছেন: এই দুই দলকে যতদিন না আমরা ছুড়ে ফেলেদিতে পারছি ততদিন ১৫ ফেব্রুয়ারি, ৫ জানুয়ারি আসতেই থাকবে ।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

nurul amin বলেছেন: মাঠ ফাঁকা গোলতো হবেই। এর ব্যর্থতা কার।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শয়তান শাহীন বলেছেন: HHH বলেছেন: পাঠক১৯৭১

তুই আবার আইছস? কালকে যে সবাই মিলা তোর পোন্দ মারলো তারপরেও লজ্জা হয় নাই

ওয়ান্স এ বেজন্মা অলোয়েজ এ বেজন্মা...ওদের এডিয়ে চলাটাই ভাল....:)

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা বাই ডিফল্ট অগণতান্ত্রিক....

শুরুতে করেছিল বাকশাল ৩৬ বছর ক্ষমতার বাইরে ছিল!!!!

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের হাত ধরে পুন:জন্ম পাওয়া আওয়ামীলীগ আবার ১৩ তে এসে একদলীয় নির্বাচণী প্রহসন করে নিজেদের কবর নিজেরাই খুড়ছে!!!!!

এবার কি তবে ৬৩ বছর পর দেখা হবে;)

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

nurul amin বলেছেন: (@nurul amin ,
আমি বাকশাল (তত্বে ) এ বিশ্বাস করি, এটা আমার ভাবনা ও ভালোবাসা।) তুমি আর এখানে আসবা না তোমার সাথে আমার মিল নাই। বাকশালীদের সাখে যুক্ততর্কের কিছু নেই। এদের লাগবে বুলেট।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: ৫ জানুয়ারী বাংলাদেশে গণতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে
জী এমনটিই হয়, হিটলার মুসোলিনি এভাবেই এসেছিল, আবার েভাবেই বসেছিল !

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

nurul amin বলেছেন: কি করতে পারব আমরা

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

HHH বলেছেন: আওয়ামীলীগের সমর্থক ছাড়া দেশের বাকি সবাইকে গুলি করে মেরে ফেলা হোক। তাহলে আর কোন দলও থাকবে না, প্রতি ৫ বছর পর পর ভোটও করতে হবে না, কেউ কোন কথাও বলবে না।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

nurul amin বলেছেন: তাই এরা বলছে ভোট করে টাকা খরচ করার কি দরকার।

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

জাহাঙ্গীর জান বলেছেন: বাংলাদেশে জন্ম নিবে সেইছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে । মহিন উদ্দীন আহম্মেদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সেটাই কেবলমাত্র বাংলাদেশে শান্তি আসতে পারে ।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

nurul amin বলেছেন: ঠিক বলেছেন মাইনাছ টু কার্যকর হলে এমন বিপদ হত না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.