নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

তবে নুহু (আঃ) নবী'র নৌকা না, নুহু'উল আলম লেনিন এর মত বাম আওয়ামী লীগারের নৌকা!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

আজ ফরিদপুরে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের এই নৌকা নূহ নবীর সেই কিস্তি যা দিয়ে তিনি মানবজাতিকে উদ্ধার করেছিলেন।

আওয়ামী লীগের এই নৌকা মানুষকে উদ্ধার করবে, নাকি ডুবন্ত এই নৌকা থেকে নেমে প্রাণে বাঁচতে হবে সেটা এখন ‘রাবিশ মাল’ও বুঝে!

আচ্ছা আওয়ামী লীগ নাকি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী? এই নৌকা যদি নুহ নবীর নৌকা হয় তবে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হয় কি করে?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

nurul amin বলেছেন: নৌকায় উঠবেন না নামবেন

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মেনন আহমেদ বলেছেন: নামবো ভাই। ঐ নৌকা অভিশপ্ত।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

গ্রাম্যবালক বলেছেন: কোথায় তাল গাছ আর কোথায় বালগাছ।।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

nurul amin বলেছেন: সঠিক বলেছেন

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ কোথায় তাল গাছ আর কোথায় বালগাছ।।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
নির্বাচনের আগে মাথায় হিজাব
আর পরে বামদের নাস্তিকদের সাথে ভাব;)
এইতো তাদের স্বভাব;)
আল্লাহর উপর আস্থা মুছেছে তারাই মনে রেখো বাপ!!!!!!

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

HHH বলেছেন: নুহ আলাইহেওয়াসাল্লাম (PBUH) নবী কি আওয়ামীদের তাঁর নৌকা বা নাম ব্যবহারে অনুমতি দিয়েছিলেন?


চেতনা দিয়া কি কাম হইতেছে না যে এখন নবী রাসুলদের নিয়া রাজনীতি করতে হচ্ছে?

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

nurul amin বলেছেন: ঠাডা পড়ুক এদের উপর।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: HHH বলেছেন:----


চেতনা দিয়া কি কাম হইতেছে না যে এখন নবী রাসুলদের নিয়া রাজনীতি করতে হচ্ছে?

আবার গলাবাজি করে রগ ফূলাইয়া আমরা ধর্ম নিয়া রাজনীতি করিনা!!

এত মিথ্যা বলে কেমনরে!!!!!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.