নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু হামলায় জামায়াত শিবির নয় আ.লীগই জড়িত : হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

ডিসিদের চিটি পেয়ে হতবাক সরকার,

আম্লিগের নেতারাই

পরিস্তিতি অন্যদিকে মোড়

নীতে হিন্দুদের উপর হামলা করছে

দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু

নির্যাতনের

অবস্থা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ



স্বরাষ্ট্র

মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছেন

বিভিন্ন জেলা প্রশাসক (ডিসি)।

এসব চিঠি পেয়ে সরকারের সংশ্লিষ্ট

দপ্তরগুলো রীতিমতো হতবাক। ওইসব

চিঠিতে, সংখ্যালঘু

নির্যাতনে ক্ষমতাসীন

দলের স্থানীয় পর্যায়ের নেতাদের

পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে। অবাক কান্ড শুরু হয়েছে দেশে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

বিডি আমিনুর বলেছেন: কথা ঠিক ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

এম এ কাশেম বলেছেন: ফায়দা হাসিলে জন্য একমাত্র আওয়ামীলগই সংখ্যা লঘু নির্যাতন করে, আর নাম দেয় জামাতের,
এক খেলা বেশী দিন খেলা যায় না।
ধরা খায়।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

বদলে যাই বলেছেন: ফায়দা হাসিলে জন্য একমাত্র আওয়ামীলগই সংখ্যা লঘু নির্যাতন করে, আর নাম দেয় জামাতের, এক খেলা বেশী দিন খেলা যায় না।
ধরা খায়। ধন্যবাদ @ এম এ কাশেম

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

nurul amin বলেছেন: এ সকল পদ্ধতি বিদেশে রপ্তানি করা দরকার

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

গরম কফি বলেছেন: ভাই তথ্য সূত্র বলে একটা শব্দ আছে ..

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

গরম কফি বলেছেন: আপনার প্রতিটা পোস্ট পরলাম একই ধরনের এক পেশে বেশির ভাগ গুজব ভিত্তিক এবং কমেন্ট কারীও প্রায় এক ধরনের ব্লগাররা .. । যদি নন পেইড হয়ে থাকেন সমবেদনা জানাচ্ছি । ব্লগ কর্তিপক্ষের দৃশ্টি আকর্ষন করছি ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

মদন বলেছেন: @ গরম কফি


এখন যেমন বলা হচ্ছে জামাত-শিবির এটা করেছে। এটা একটা শ্লোগান হয়ে গেছে। বাস্তবে দেখা যাচ্ছে সব জায়গায় জামাত-শিবির করেছে বিষয়টি এ রকম না। অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজনও জড়িত হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি"

সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ


Click This Link

এবার বলুন

৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

হেডস্যার বলেছেন:
হামলা ঠেকাতে না পারা আর বিচার না করার জন্য সরকারের মন্ত্রীদের গালে জুতা মারা উচিত।

আর লেখক nurul amin ছাগু.....আপনার জামাতরে বালু দিয়া....টুট টুট টুট B-)) B-)) B-))

৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
জামাত-শিবিরের নেতারা তো এসব নিজেরা সরাসরি করে না। গোপনে টাকার বিনিময়ে স্থানীয় গুন্ডাদের ভাড়া করে।
আওয়ামীলিগের হয়ে আগে কাজ করা এইসব বখাটে গুন্ডারা গোপনে ৫০০-১০০০ টাকায় বিক্রি হয়ে এসবে জরিত হয়। এই বখাটেরা ধরা পড়লে এদের ছড়িয়ে আনতে আওয়ামীলিগের নেতারাই থানায় তদ্বির করে। (যেহেতু তারা জ়ামাত করে না, লিগের সমর্থক) তখন সাংবাদিকরা লেখে - "লিগের ছেলেরাই হামলাকারি"

তার মানে এই না যে - আওয়ামীলীগই এসব করেছে।
ছবিতুলে না রাখতে পারলে এইসব বখাটেদের বিরুদ্ধে কিছুই করা যায় না।

এদের কে ধরে লাভ নেই, মুল নির্দেশদাতা জামাতিদের ধরতে হবে।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

মধু নদীর জোলা বলেছেন: B:-) B:-)

১১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

nurul amin বলেছেন: এলাকার প্রভাবশালীরা অরাজকতার সুযোগ নিয়ে হিন্দুদের উপর হামলা করে। এটাই ১০০% সত্যি

১২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

nurul amin বলেছেন: @হেডস্যার আপনারা অন্ধ বিশ্বাসে সবাইকে জামাত শিবির বানিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। অবাধ গণতান্ত্রিক চেতনা নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমি এটাই বিশ্বাস করি।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

গরম কফি বলেছেন: ৯ নং কমেন্টে আমার আগেই একজন বলে দিয়েছেন আশাকরি বুঝতে পেরেছেন । যাদের সম্পর্কে বলা হচ্চে তারা সহজেই বিক্রয় যোগ্য এবং সবাই আদর্শের রাজনীতি করেনা । তার মানে আপনি জামাতের আদর্শ সঠিক সেটা কি বলতে চাচ্ছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.