নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক নাটক 'ডিগবাজি' এর আজকের পর্ব -----------------
> শপথ নিলেন এরশাদ।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

'রাজনৈতিক আনুগত্য বিগড়ে যাওয়া' রোগে আক্রান্ত এরশাদ এখন 'সুস্থ্য'' রাজনৈতিক আনুগত্য বিগড়ে যাওয়া' রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ অবশেষে 'সুস্থ্য' হলেন। গণতান্ত্রিক ধারা বজায় রাখা দলের নেতাদের স্বাস্থ্য পরীক্ষা, সরকারি বাহিনীর বিশেষ অ্যম্বুল্যান্স সার্ভিস, গলফ জাতীয় ওষুধ-সেবন করে এখন 'সুস্থ্য' তিনি। আজ শনিবার সকালে ঢাকার আকাশে ঝকঝকে রোদে তিনি শিরিন আফার দরবারে এসেছিলেন।শপথও নিয়েছেন। সুজাতা আফা যদি এইবার খুশী হন। স্বৈরাচারের 'রস' দিয়া যদি আম্লীগ তরুণ প্রজন্জামকে তাদের জামায়াত 'পিরীত-রঙ্গ-সঙ্গ' ইতিহাস ভোলাতে পারেন মন্দ কি। অবশ্য ইতিহাস রচনা করে আম্লীগ। ভালো-খারাপ দুই-ই করতে পারে। স্বাধীনতা উত্তরকালে খারাপটাই বেশি!

আমার ধারণা- কাকু ১৯৮৬ সালের নির্বাচনে আম্লীগের যে সহায়তা পেয়েছিলেন, যাকে বিম্পি -আম্লীগের বেইমাইনি বলে উল্লেখ করে, তার পুরস্কার দিলেন। তাই তাকে আমরা আর বেহায়া না বলি। তাকে কৃতজ্ঞ লোক হিসাবে চিহ্নিত করি। আশীর্বাদ দিই- রাজনৈতিক সার্কাসে তার মত খেলোয়াড়ের বড়ই দরকার। নইলে জাতি হিসাবে আমরা 'অট্টহাসি' থেকে বঞ্চিত হবো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

nurul amin বলেছেন: এরশাদ সফল হোক

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

ইউরো-বাংলা বলেছেন:
এই হলো এরশাদের চরিত্র।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

আহসান ঊদ্দিন খান বলেছেন: কাকু এখন থেকে......পাবলিকের থুতুই...... খাবে......

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

nurul amin বলেছেন: মজা লাগলে খাক

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

মশিকুর বলেছেন:
এরশাদ যেটা করবেন সেটায় তিনি জোড় সংখ্যকবার ডিগবাজি দেন। আর যেটা তিনি কখনই করবেন না সেটায় তিনি বিজোড় সংখ্যকবার ডিগবাজি দেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

nurul amin বলেছেন: সফল গবেষনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.