নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে একদলীয় শাসনের সূচনা - ইতিহাস এদের বিচার করবে

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

যে দেশে জামায়াত শিবিরের গুটি কতক মানুষের ভয়ে আওয়ামী লীগের মত একটা দল এক তরফা 'নির্বাচন' নামের একটা জুয়াখেলাকে নিজেদের জন্য ফরজ করে নিয়েছে। সে দেশেও আমাদের আশা আছে! কারণ এ দেশটা এখন নতুন প্রজন্মের হাতে যাচ্ছে, ধীর লয়ে। যখন পুরোপুরি দ্বৈত নাগরিক ও দ্বৈত আদর্শের লোকরা রাজনীতি থেকে অবসরে যাবেন কিম্বা বয়সের কাছে হার মানতে বাধ্য হবেন- তখন নতুন, ভালো এবং উদার কিছু আশা করা সম্ভব। আওয়ামী লীগ এত জামায়াত বিরোধি মনোভাব দেখায় তো তারা জামায়াতকে নিষিদ্ধ করছে না কেনো? উত্তর একটাই তাইলে যুদ্ধাপরাধী আর স্বাধীনতা বিরোধি তাবিজের বিক্রি বন্ধ হয়ে যাবে। তবে এইবার নাকি নিষিদ্ধ করবে! করুক! তবুও একদলীয় সৈরতন্ত্র থেকে দেশ মুক্তি পাক।মানুষের পোড়া মাংসের গন্ধ, বারুদে দীর্ণ হয়ে যাওয়া খেটে খাওয়া শরীর কিম্বা রাতের আঁধারে-দিনের আলোতে ইজ্জত হারা নারীর কাছে এই 'গণতন্ত্র' ও 'সংবিধান' রক্ষার 'নির্বাচনে'র কোনো মূল্য নাই। এ রকম নির্বাচনে অংশ নিয়ে নিজের জন্য সরকারি গাড়ি, বাড়ি আর পতাকা বরাদ্দ নিয়ে বিশ্বাসঘাতকতার কোন মূল্য নেই।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

nurul amin বলেছেন: বিচার পাবো না, তাই চাইবও না

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

একজন ঘূণপোকা বলেছেন: কিসের ইতিহাস বিচার করবে, আমারাই এর বিচার করব, আর মাত্র কয়েকটা দিন সবুর করেন।


রাত যত গভীর হয়, দিবস তত নিকটে আসে

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

nurul amin বলেছেন: অপেক্ষায় আছি

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

গান পাগলা বলেছেন: অপেক্ষায় আছি *বেশী দিন নেই দেশে আরও একটা গনজাগরন মণ্চ হবে সেদিন স্লোগান হবে..........দাব একটাই খুনি দালালের ফাঁসি চাই*

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

ম্যাংগো পিপল বলেছেন: ইতিহাস এদের বিচার করবে

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

ভোরের সূর্য বলেছেন: বিএনপি আজকে তার পূর্বের কৃতকর্মের জন্য যেমন শাস্তি পাচ্ছে ঠিক তেমনি এরাও কঠিন শাস্তি পাবে। সেদিন আর বেশি দেরি নাই যেদিন আমাদের মতন আম জনতা তাদেরকে উপযুক্ত জবাব দিবে। ইতিহাস অবশ্যই এদের বিচার করবে এবং সেই ইতিহাসের জন্য বেশিদিন অপেক্ষা করতে হবেনা।

nurul amin ভাই আমি লক্ষ্য করে দেখলাম আপনার কোন ব্লগেই আপনি কাউকে ব্যাক্তিগত ভাবে উত্তর দেন না।নরমালি ব্লগেই উত্তর দিয়েছেন তার মানে আপনি আপনাকেই কমেন্ট করেছেন। কাউকে রিপ্লাই যেটা দিয়েছেন সেটা সে পায় নি। আমার যতদূর মনে হয়েছে আপনি বোধহয় নিয়মটা জানেন না। যেমন আপনি যদি আমার মন্তব্যের আমাকে উত্তর দিতে চান তাহলে খেয়াল করে দেখবেন যে একটা সবুজ রংয়ের তীর চিহ্ন আছে।সেটাতে ক্লিক করে আমাকে আমার মন্তব্যের রিপ্লাই দিতে পারেন এবং তখন আমার কাছে একটা নোটিস আসবে যেখানে আমি বুঝবো যে আপনি আমাকে উত্তর দিয়েছেন।কিন্তু নরমালি আপনি যেভাবে মন্তব্য করছেন তাতে ঐ ব্যাক্তিটি জানতে পারছেনা যে আপনি তাকে উত্তর দিয়েছেন।আশাকরি বুঝতে পেয়েছেন আমার কথা।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

nurul amin বলেছেন: ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

nurul amin বলেছেন: ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

nurul amin বলেছেন: ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

nurul amin বলেছেন: ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

nurul amin বলেছেন: ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

nurul amin বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

তীর্থক বলেছেন: বলুন ত আওয়ামিলীগ আর টেন্ডুলকারের মধ্যে মিল কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.