নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার জন্য সময় সীমা বেধে দেয়ার কিছু নেই

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার জন্য সময় সীমা বেধে দেয়ার কিছু নেই । সাধারণত সংসদের মেয়াদ ৫ বছর হলেও এ সরকার চাইলে ২০৪১ সাল বা তার চেয়ে কম বা বেশী দিন থাকতে পারবে । এর জন্য আইনি কোন জটিলতা নেই । আশা করি কোন আইন বিশেষজ্ঞ আমার সাথে দ্বিমত পোষণ করবেন না । এটা নির্ভর করবে সরকার পরিচালনা কারীদের মন মর্জির উপর । সরকার যখনই স্বেচ্ছায় পদত্যাগ করবে তখন পর্যন্ত সরকারের মেয়াদ বলে গণ্য হবে । তা ছাড়া জনগণ বা অন্য কোন শক্তি যদি টেনে হেঁচড়ে একদিন বা এক সপ্তাহ অথবা মাস বছর পড়ে নামিয়ে ফেলে তাইলে মেয়াদ কাল হিসেবে তাই ধর্তব্য হবে । সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সময় সীমা নিয়ে বড় মাথা ব্যথা দেখা যায় । জন সম্মুখে শুধু পাঁচ বছরের তসবিহ জপছেন । ৫ বছর কেন আপনারা বর্তমান ক্ষমতায় সরকারের মেয়াদ ৫০ বছর করতে পারবেন । অধিবেশন ডেকে বিলটি মঞ্জুর করে নিন । তখন আর কেউ কথা বলতে পারবে না । সাংবিধানিক ভাবে স্বীকৃত হয়ে যাবে । তবে জনগণ থেকে সাবধান । অবৈধ সরকারের আবার মেয়াদ ? বাবু বললেন সরকার নয় সংসদের মেয়াদ ৫ বছর। কিন্তু তারাই আবার ৯ম সংসদের মেয়াদ শেষের আগে দশম সংসদ শুরু করেছেন। তাই ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার জন্য সময় সীমা বেধে দেয়ার কিছু নেই। তারা যতদিন খুশি ক্ষমতায় থাকলেও সংবিধান লংঘন হবে না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: লজ্জা বলে জিনিসটা মানুষের থাকা উচিত....বত`মানে রাজনিতিকদের তা নেই. :| :| :|

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

nurul amin বলেছেন: লজ্জা করলে ক্ষমতা থাকবে না

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

ইউরো-বাংলা বলেছেন: আমিও বুবু তথা হাম্বালীগকে বলেছিলাম- আইন করে সৌদির মত রাজতন্ত্র কায়েম করে নিন, তাহলে আপনার পরে প্রতিবন্ধি জয়কে এই দেশ ও জাতি ক্ষমতায় দেখতে পারবে !

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

nurul amin বলেছেন: আবার আইনের কি দরকার আইন ছাড়াই এরা সব করল।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

ভিটামিন সি বলেছেন: ইউরো বাংলা কিতা কয় রে.... খাসিনা আবার ক্ষেপলে কিন্তু পুরাই ২০৪১...

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

nurul amin বলেছেন: ৪১ কেন আজীবন

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

nurul amin বলেছেন: আজীবন থাকতে পারবেন

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা আজিবনের ঘোষনা আগেও দেখেছে বাঙালী!!!!

বাঙালী দেখেছে- মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারের ক্রসফায়ার স্বাধীন বাংলায় ১ম

বাঙালী দৈখেছে জাসদের ৩০ হাজার মুক্তিযোদ্ধা রক্তে স্নান করতে বাংলাকে

বাঙালী দেখেছে সংসদে বিশেষ মঞ্চ করে তড়িঘড়ি শপথ গ্রহন!

আজিবনের মেয়াদ: জীবন সায়াহ্নেই শেষ হয়ে যায়।

--

তবে কি পুরা জাতি এক সায়াহ্ণের অপেক্ষায়!!!!!!!!!!!!!!!!!!!!!

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

nurul amin বলেছেন: নিশ্চয়ই অপেক্ষা দ্রুত শেষ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.