নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

সরকার আমাদের, আমরা সরকারি লোক আমাদের জন্য আবার আইন

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

ফেরাউন তার প্রজাদেরকে ভয় দেখাতো এই বলে যে বিপরীত দিক থেকে একটি হাত ও একটি পা কেটে দেয়া হবে। এভাবেই নাকি নিরীহ প্রজাদের হাত পা কাটতো সেই ফেরাউনের রক্ষীবাহিনী ও চাপাতি বাহিনী । কী তাজ্জব মিল ! শেখ সেলিম এখন ফেরাউনি স্টাইলেই বিরোধী পক্ষের হাত পা কেটে ফেলার হুমকি দিয়েছেন। রাজা হবুচন্দ্র আইন করেছিলেন যে তার রাজ্যটিতে এখন থেকে কেউ আর কান্নাকাটি অথবা চেচামেচি করতে পারবে না। এই রাজকীয় ডিক্রী জারির পর হাসপাতালে রোগীরা ব্যাথার যন্ত্রণায় না কেঁদে হাসা শুরু করে দেয় , পরীক্ষায় ফেল করে অথবা শিক্ষকের পিটুনী খেয়ে ছাত্ররা না কেঁদে খিল খিল করে হেসে ওঠে ।ছোট্ট বেলায় এই কবিতাটি পড়ে মুশকিলে পড়ে গিয়েছিলাম। কারন এটা কীভাবে সম্ভব, তা মাথায় ঢুকছিল না। এখন টের পাচ্ছি এসব কোন ব্যাপার না। বিগত মহাজোট সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ২০১৩-১৪ সালের পর বিদ্যুতের দাম কমবে। শেখ হাসিনার সরকার তার কথার বরখেলাপ করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু তিনি এসব পরওয়া না করে জনগণকে পাল্টা ধমক দিচ্ছেন। ছোট নেতারা বলছেন সরকার আমাদের, আমরা সরকারি লোক আমাদের জন্য আবার আইন কিসের।ট্রানজিট, রামপাল, গ্যাসব্লক, সর্বোপরি নিজেদের মেধাবী কর্মক্ষম জনগোষ্ঠিকে বেকার রেখে ৫ লক্ষ ভারতীয় নাগরিককে এই দেশে কাজের সুযোগ করে দিয়ে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা রেমিটেন্স আয়ের সুযোগ আওয়ামী লীগ ভারতকে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সুতরাং অভাগা এ জাতি এ দুঃখ থেকে পরিত্রান পাবে এটা আশা করা দুষ্কর।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

nurul amin বলেছেন: সরকার আমাদের, আমরা সরকারি লোক আমাদের জন্য আবার আইন

২| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

বেলা শেষে বলেছেন: ছোট নেতারা বলছেন সরকার আমাদের, আমরা সরকারি লোক আমাদের জন্য আবার আইন কিসের।ট্রানজিট, রামপাল, গ্যাসব্লক, সর্বোপরি নিজেদের মেধাবী কর্মক্ষম জনগোষ্ঠিকে বেকার রেখে ৫ লক্ষ ভারতীয় নাগরিককে এই দেশে কাজের সুযোগ করে দিয়ে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা রেমিটেন্স আয়ের সুযোগ আওয়ামী লীগ ভারতকে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সুতরাং অভাগা এ জাতি এ দুঃখ থেকে পরিত্রান পাবে এটা আশা করা দুষ্কর।
....this is our real Situation......write please more & more.

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯

nurul amin বলেছেন: আপনাকে অসংথ্য ধন্যবাদ

৩| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০

nurul amin বলেছেন: অবশ্যই

৪| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের ফাসির পর কে যেন বলেছিল ফারুক রশিদ এই দেশে বীরের সম্মান পাবে কোনএকদিন! খুব বিরক্ত হয়েছিলাম সেদিন! কিরে বাবা- এ কেমন কথা!

কিন্তু আজ পুরা জাতি কি অসহায় হয়ে সেই ব্যক্তির ভাবনার পথেই হাটছে!!!!!!!!!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

nurul amin বলেছেন: সঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.