নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

আমরা কি সম্ভাবনার দিকে এগোচ্ছি না পেছনের দিকে হাঁটছি?

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

আমরা কি সম্ভাবনার দিকে এগোচ্ছি না পেছনের দিকে হাঁটছি? গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের মূল বিষয় যেখানে নির্বাচন, সেই নির্বাচনই যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সংবিধান যেখানে নির্বাচিত হবার কথা বলেছে, সেটি যদি মনোনীত হয় তাহলে যে সরকার গঠিত হয় সেই সরকারের বৈধতা, গণতন্ত্রপ্রিয়তা অথবা কল্যাণকামী চিন্তার কোন সুযোগ থাকার অবকাশ নেই। এই ধরনের সরকারকে মুক্তিযুদ্ধের সরকার বলে চেতনা সৃষ্টি করার চেষ্টা মূলত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আরো পরিষ্কারভাবে বলা যায়, যে মহল রাজনৈতিক বিভাজনের ক্ষেত্রে বিএনপিসহ সমমনাদের আন্দোলনকে ভিন্নরূপ দেয়ার চেষ্টা করছেন তাদের বোঝা দরকার, আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনেরই অংশ ছিল। আরও বলা প্রয়োজন, বর্তমান সরকারকে যারা সমর্থন করতে চাচ্ছেন তারা কি মুক্তিযুদ্ধ না ভারতের পছন্দকেই নিজের পছন্দের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছেন- স্বাধীনতার এই মাসে অবশ্যই এ প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম প্রভাব ও হস্তক্ষেপ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এখন যদি আমাদের নির্বাচন, সরকার গঠন, এমনকি আমাদের রাজনৈতিক পছন্দ-অপছন্দের ক্ষেত্রেও কোন বিশেষ দেশের নির্দেশকে মেনে নিতে হয় তাহলে অবশ্যই মৌলিক প্রশ্ন উঠতে পারে। বর্তমান সরকারকে নির্বাচনের ধারাবাহিকতায় আসা সরকার বলা হলেও ওই নির্বাচনকে প্রকৃত নির্বাচন মনে করার কোন কারণ নেই। সম্প্রতি আইন মন্ত্রীর নির্বাচনের বৈধতা নিয়ে মাননীয় হাইকোর্ট রুল জারি করেছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের প্রসঙ্গে মাননীয় হাইকোর্টের রুল রয়েছে। সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন সংবিধানগতভাবে সমর্থনযোগ্য নয়। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গে তো নয়ই বরং সরকার ক্ষমতায় থাকাকে কেন্দ্র করেই কার্যক্রম পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে। ডাকাত যেমন রাতের রাজা। রাত পোহালেই তার রাজত্ব খতম হয়ে যায়। আওয়ামী লীগ আজ সেই ডাকাত সেজে নিজেকে রাজা ভাবছে। জনগণ শুধু এখন রাতটি পোহাবার অপেক্ষায় আছে। ডাকাতরা যতই ফুর্তি করুক না কেন, এই রাত অবশ্যি অবশ্যি পোহাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৬

nurul amin বলেছেন: জনগণ শুধু এখন রাতটি পোহাবার অপেক্ষায় আছে। ডাকাতরা যতই ফুর্তি করুক না কেন, এই রাত অবশ্যি অবশ্যি পোহাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.