নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ আমার ছেলেকে যে গুম করেছে তার ছেলেকেও তুমি আমেরিকায় গুম করে দাও!!!

১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আওয়ামী লীগ সরকারের

আমলে একমাত্র মরহুম মুফতী ফজলুল হক

আমিনী'র ছেলেই গুম হয়ে যাবার পর

ফিরে এসেছিল।

মুফতী আমিনী সাহেব একদিন সংবাদ

সম্মেলন

করে কাঁদতে কাঁদতে আল্লাহ'র

দরবারে হাত তুলে বললেন, আল্লাহ

আমার ছেলেকে যে গুম করেছে তারা

ছেলেকেও তুমি আমেরিকায় গুম

করে দাও!!!

একথা বলার কয়েকদিন পরই

আমিনী সাহেবের ছেলেকে চোখ

বাঁধা অবস্থায় পাওয়া যায়।

বিশিষ্ট সুশীল

বুদ্ধিজীবী রেজোয়ানা আপার

স্বামী গুম হয়েছেন। দেখা যাক

উনি কী করেন। এই ধরনের কর্ম ব্যতীত তার স্বামীকে ফেরত পাওয়ার কোন উপায় নেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মদন বলেছেন: আল্লাহ
আমার ছেলেকে যে গুম করেছে তারা
ছেলেকেও তুমি আমেরিকায় গুম
করে দাও!!!



:-/

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫

nurul amin বলেছেন: সঠিক

৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইলিয়াস আলীর মা, চৌধূরী আলমের স্বজনরা এই দোয়া করেনা কেন?

সাগর রুনির ছেলে- !

বিচারপতি তোমার বিচার করবে যারা- আজ ঘুমিয়ে সেই জনতা!!!!!!!!!!!!!

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬

মুদ্‌দাকির বলেছেন: এই রকম দুয়াই করা উচিৎ মনে হয় !!!!!

৫| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪

nurul amin বলেছেন: দেখা যাক কি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.