![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪ জনের রাশ সনাক্ত করা গেছে। উদ্ধার এসব লাশের মধ্যে অপহৃত নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার গাড়ি চালক স্বপন ও তার সহযোগী তাজুল রয়েছে।
এছাড়া ওই দিন অপহৃত এডভোকেট চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমকেও সনাক্ত করা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাকি দুটি লাশ সনাক্ত করা যায়নি।
বুধবার দুপুর পৌনে ৩টায় প্রথমে অর্ধগলিত তিনটি লাশের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। লাশ উদ্ধারের পর প্যানেল মেয়র নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম তার (নজরুল) লাশ সনাক্ত করেন।এরপর আরও দুটি লাশের সন্ধান পেলে পুলিশ সেগুলো উদ্ধার করে। এরপরও তিনটি লাশ একই জায়গা থেকে উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে প্যানেল মেয়র নজরুলের লাশ উদ্ধারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিরাইল পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে নজরুল সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
এই যুগের বাকশালীরা কোন কিছুই ঠিকমতো পারে না; জঙ্গি ছিনতাই করতে গিয়ে নাম প্রকাশ হয়ে যায়, গুম করেও ঠিকমতো হজম করতে পারে না। বেশী সমস্যা হলে তোদের প্রিয় খাবার বিরিয়ানির সাথে মিশিয়ে খেয়ে ফেল তাও এই অবৈধ সরকারকে আর বিপদে ফেলিস না।
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২১
মুদ্দাকির বলেছেন: ভালো শিরোনাম !!!
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
nurul amin বলেছেন: কি আর করব!
৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
ঢংপাটি বলেছেন: এরা অমানুষ।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
দালাল০০৭০০৭ বলেছেন: কে এই কাম করেছে?
৬| ০১ লা মে, ২০১৪ ভোর ৬:১৬
nurul amin বলেছেন: আপনার যাকে সন্দেহ হয়।
৭| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৩৯
পংবাড়ী বলেছেন: মাফিয়ার শুরু হয়েছিল 'হাওয়া ভবন' থেকে; তারপর সে মাফিয়ার চেইনের বাইরের যারা 'হাওয়া ভবনের' লাইসেন্স ছাড়া মাফিয়া হতে চেয়েছিল, তাদের টাকা হস্তগত করার জন্য আর্মি থেকে হাওয়া ভবনের অনুমতিক্রমে র্যাবের সৃস্ট িহয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৪
nurul amin বলেছেন: মিথ যারা বিশ্বাস করে, তারা সাধারণত চরম স্পর্শকাতর হয়। মিথের অসারতা নিয়ে কথা বলারও দরকার হয় না, মুখ খুলতে গেলেই তারা তেলেবেগুণে জ্বলে উঠে।