![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
আজকাল ফেইসবুকে জাতীয় পতাকার প্রফাইল পিকচার দিয়া ১৬ ডিসেম্বরে রেকর্ড করিবার যেই দমকা হাওয়া বহিয়া চলিছে,
উহাতে বেক্কলগুলির আক্কেল দেখিয়া বিবেকিদের কৌতুকবোধের এক উপায় হইল......!
যাহোক যে কথা কহিতে চাই তাহার বৃত্তান্ত এটুকু কহিলে সারিবে যে, বেশী কিছু করিতে পারিলই যদি রেকর্ড হয়,
তবে,
গরু মরা খাইয়া এই পৃথিবীতে শকুন যত রেকর্ড করিল,
বান্দরগুলি গাছে গাছে যত লাফ আর ঝাপ মারিল,
উল্লুকগুলি ভেচকি মারিয়া যত মুল্লুক ঘুরিল,
উহাদের রেকর্ডের হিসাব কই........?
আসলে এগুলিরে আমরা রেকর্ড কহি না, কারণ উহাতে মানবতার কোন কল্যাণ নাই,
ঠিক তেমনি পৃথিবীর সমস্ত fb আইডিতে প্রফাইল পিকচার যদি বংলাদেশের জাতীয় পতাকা দেয়, তবে উহাতে মানবতার কোন কল্যাণ আছে কি......?
বরং,
যেখানে সেখানে জাতীয় পতাকা ব্যবহার করা সংবিধিবদ্ধ অপরাধ
সুতরাং
যাহারা যেকোন তুচ্ছ ব্যপারে জাতীয় পতাকা ব্যবহার করিবার মত ধৃষ্টতা দেখাইবার তরে ফেইসবুকে ছাগলামি করিয়া শয়তানে ডুগডুগি বাজায়, উহাদের চরম শাস্তি হওয়া উচিৎ ......?স
©somewhere in net ltd.