![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
চতুর্মুখী চাপে সরকার। এই চাপ রাজনৈতিক প্রতিপক্ষের, অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের। তিল তিল করে জমে ওঠা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে নিরাপত্তার চাদরে মোড়ানো সচিবালয়েও। রাষ্ট্র পরিচালনায় ও সুবিধার ভাগিদার শরিকরাও মৃদু ¯স্নায়ুচাপ দিচ্ছে সরকারকে। সরকার বিরোধী চলমান আন্দোলনে অর্থনীতির চাকাও ইস্পাতকঠিন খিল এঁটেছে; যার ফলে ব্যবসায়ীরাও চাপে রেখেছে ক্ষমতাসীনদেরই। দেশে চাহিদা মতো পরিবেশ সৃষ্টি করতে না পারায় বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রমাগত। হাতছাড়া হয়েছে ৫০ কোটি মার্কিন ডলারের মতো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) অর্থসহায়তা। ধসের মুখে পতিত দেশি বিনিয়োগকারীরা। র দায় রাজনীতিবিদ দের বহন করতে হবে।ইতিহাস কাওকে ক্ষমা করবে না।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৮
nurul amin বলেছেন: দেশের ক্রান্তিকাল দে রাজনীতিকদের ঐক্য প্রতিষ্ঠার বিকল্প নেই।।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬
মিতক্ষরা বলেছেন: ধন্যবাদ। মিলেনিয়াম ফান্ড হারানোর বিষয়টি দুঃখজনক। এই সমস্যা সরকার বিরোধী দলের পায়ে পাড়া দিয়ে তৈরী করেছে।
যাত্রীবাহী বাসে আগুন দেবার বিষয়টি খুব উদ্বেগজনক। কারা এসব ভয়ংকর অমানবিক কাজ করছে কে জানে।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
nurul amin বলেছেন: কি যে হবে আমি খুবই চিন্তিত।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৭
nurul amin বলেছেন: দেশের ক্রান্তিকাল দে রাজনীতিকদের ঐক্য প্রতিষ্ঠার বিকল্প নেই।।